ETV Bharat / technology

একান্ত ব্যক্তিগত! iOS 18 আপডেট করলেই অ্যাপলকের সুবিধা - iOS 18 Update for iPhone

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 18, 2024, 11:06 AM IST

Apple iOS 18 Roll Out: দীর্ঘ অপেক্ষার পর, অ্যাপল অবশেষে তার আইফোন ব্যবহারকারীদের জন্য iOS 18 আপডেট প্রকাশ করেছে ৷ নতুন আপডেটে রয়েছে নতুন ফিচার ৷ যোগ করেছে। প্রতিবেদনে উল্লেখ রইল কোন কোন মডেলের জন্য নতুন iOS 18 সফটওয়্যার মিলবে ৷

Apple iOS 18 roll out
আইফোন ব্যবহারকারীরা iOS 18 আপডেট পেতে শুরু করেছেন (ছবি অ্যাপল)

হায়দরাবাদ: ভারত-সহ বিশ্ব জুড়ে iOS 18 লঞ্চ করেছে অ্যাপল ৷ ব্যবহারকারীও ইতিমধ্যেই তাঁদের স্মার্টফোন নোটিফিকশেন পাচ্ছেন সেটি ব্যবহারের জন্য ৷ এই সফটওয়্যার আপডেটের পর বেশ কিছু নতুন ফিচার ব্যবহারের সুযোগ থাকছে ৷ নতুন সফটওয়্যার আইওএস 18-এর একাধিক সুবিধা রয়েছে ৷ এতে হোম এবং লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ আগামী মাসে অ্যাপল ইন্টেলিজেন্স - কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা যায় যে সমস্ত মডেল গুলিতে সেগুলিকেও বেশ কিছু নতুন ফিচার আসবে বলে উল্লেখ করা হয়েছে ৷

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ

iOS 18 আপডেট: কিভাবে ডাউনলোড করবেন

অ্যাপল ঘোষণা করেছে যে iOS 18 ভারত-সহ সারা বিশ্বে ডাউনলোড করা যাবে ৷ ডাউনলোডের পর সেটি ইনস্টস করলেই ব্যবহারকারীরা নতুন ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন ৷

  • আইফোনে সেটিংস-এ যেতে হবে
  • সফ্টওয়্যার আপডেট বিকল্পটি নির্বাচন করতে হবে
  • ডাউনলোড নির্বাচন করলে নুতন সফটওয়্য়ারে ক্লিক করতে হবে, শর্তাবলী পড়ে নিয়ে সেটি ডাউনলোড করা ভালো
  • iOS 18 ডাউনলোড হলে সেটি ইনস্টল করলেই নতুন সুবিধাগুলি ব্যবহার করা যাবে

iOS 18 আপডেট: যোগ্য ডিভাইস

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সফটওয়্য়ার ব্যবহারকারীদের অনেক বেশি নিরাপত্তা দেবে ৷ ব্যবহাকারী তাঁদের স্মার্টফোনটিকে আরও ভালো-ভাবে ব্যবহার করতে পারবেন ৷ নতুন আপডেট iPhone SE (2020) তেও পাওয়া যাবে ৷ iPhone 16 সিরিজ, যা 20 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে ৷ এছাড়া যে সমস্ত পুরনো ডিভাইসগুলিতে আইফোনের নতুন সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকবে সেগুলি হল,

  • iPhone SE (2020)
  • iPhone SE (2022)
  • iPhone XR
  • iPhone XS
  • iPhone XS ম্যাক্স
  • iPhone 11 সিরিজ
  • iPhone 12 সিরিজ
  • iPhone 13 সিরিজ
  • iPhone 14 সিরিজ
  • iPhone 15 সিরিজ
  • iPhone 16 সিরিজ

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

নতুন সফটওয়্যারে রয়েছে অ্যাপলকের সুবিধা ৷ ইন্টাগ্রাম থেকে শুরু করে যেকোনও অ্যাপ সহজেই লক করা যাবে ৷ এছাড়াও ওয়ান টাচ অপারেটিং সিস্টেমের সাহায্য়ে সহজেই ব্যবহারকারীরা টাকা পাঠাতে পারবেন ৷ তবে এইক্ষেত্রে অবশ্য়ই যাকে টাকা পাঠাতে চান তাঁকেও iOS 18 আপডেট ভার্সন ব্য়বহার করতে হবে ৷ এসবিআই বা পেটিএম-এর মতো অ্যাপ ব্যবহার করতে গেলেও লাগবে ফেস আইডি ৷

iOS 18: এতে কি অ্যাপল ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত আছে ?

iOS 18 এখন ডাউনলোড করা গেলেও, এখনই আপডেট Apple Intelligence সুবিধা নেই ৷ লেখার টুল, অবজেক্ট রিমুভাল টুল এবং ওয়েব পেজ সারমাইজেশনের মত বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র iO213S 18.1 আপডেটে আসবে ৷ তবে আগামী মাসে ৷ এদিকে, নতুন জেনারেটিভ এআই-চালিত ইমেজ প্লেগ্রাউন্ডের মতো বৈশিষ্ট্য আগামী বছরের শেষের দিক থেকে ব্যবহারকারীরা উপলব্ধ করতে পারবেন।

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

হায়দরাবাদ: ভারত-সহ বিশ্ব জুড়ে iOS 18 লঞ্চ করেছে অ্যাপল ৷ ব্যবহারকারীও ইতিমধ্যেই তাঁদের স্মার্টফোন নোটিফিকশেন পাচ্ছেন সেটি ব্যবহারের জন্য ৷ এই সফটওয়্যার আপডেটের পর বেশ কিছু নতুন ফিচার ব্যবহারের সুযোগ থাকছে ৷ নতুন সফটওয়্যার আইওএস 18-এর একাধিক সুবিধা রয়েছে ৷ এতে হোম এবং লক স্ক্রিন কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা ৷ আগামী মাসে অ্যাপল ইন্টেলিজেন্স - কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা যায় যে সমস্ত মডেল গুলিতে সেগুলিকেও বেশ কিছু নতুন ফিচার আসবে বলে উল্লেখ করা হয়েছে ৷

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ

iOS 18 আপডেট: কিভাবে ডাউনলোড করবেন

অ্যাপল ঘোষণা করেছে যে iOS 18 ভারত-সহ সারা বিশ্বে ডাউনলোড করা যাবে ৷ ডাউনলোডের পর সেটি ইনস্টস করলেই ব্যবহারকারীরা নতুন ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন ৷

  • আইফোনে সেটিংস-এ যেতে হবে
  • সফ্টওয়্যার আপডেট বিকল্পটি নির্বাচন করতে হবে
  • ডাউনলোড নির্বাচন করলে নুতন সফটওয়্য়ারে ক্লিক করতে হবে, শর্তাবলী পড়ে নিয়ে সেটি ডাউনলোড করা ভালো
  • iOS 18 ডাউনলোড হলে সেটি ইনস্টল করলেই নতুন সুবিধাগুলি ব্যবহার করা যাবে

iOS 18 আপডেট: যোগ্য ডিভাইস

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সফটওয়্য়ার ব্যবহারকারীদের অনেক বেশি নিরাপত্তা দেবে ৷ ব্যবহাকারী তাঁদের স্মার্টফোনটিকে আরও ভালো-ভাবে ব্যবহার করতে পারবেন ৷ নতুন আপডেট iPhone SE (2020) তেও পাওয়া যাবে ৷ iPhone 16 সিরিজ, যা 20 সেপ্টেম্বর বিক্রি শুরু হবে ৷ এছাড়া যে সমস্ত পুরনো ডিভাইসগুলিতে আইফোনের নতুন সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকবে সেগুলি হল,

  • iPhone SE (2020)
  • iPhone SE (2022)
  • iPhone XR
  • iPhone XS
  • iPhone XS ম্যাক্স
  • iPhone 11 সিরিজ
  • iPhone 12 সিরিজ
  • iPhone 13 সিরিজ
  • iPhone 14 সিরিজ
  • iPhone 15 সিরিজ
  • iPhone 16 সিরিজ

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

নতুন সফটওয়্যারে রয়েছে অ্যাপলকের সুবিধা ৷ ইন্টাগ্রাম থেকে শুরু করে যেকোনও অ্যাপ সহজেই লক করা যাবে ৷ এছাড়াও ওয়ান টাচ অপারেটিং সিস্টেমের সাহায্য়ে সহজেই ব্যবহারকারীরা টাকা পাঠাতে পারবেন ৷ তবে এইক্ষেত্রে অবশ্য়ই যাকে টাকা পাঠাতে চান তাঁকেও iOS 18 আপডেট ভার্সন ব্য়বহার করতে হবে ৷ এসবিআই বা পেটিএম-এর মতো অ্যাপ ব্যবহার করতে গেলেও লাগবে ফেস আইডি ৷

iOS 18: এতে কি অ্যাপল ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত আছে ?

iOS 18 এখন ডাউনলোড করা গেলেও, এখনই আপডেট Apple Intelligence সুবিধা নেই ৷ লেখার টুল, অবজেক্ট রিমুভাল টুল এবং ওয়েব পেজ সারমাইজেশনের মত বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র iO213S 18.1 আপডেটে আসবে ৷ তবে আগামী মাসে ৷ এদিকে, নতুন জেনারেটিভ এআই-চালিত ইমেজ প্লেগ্রাউন্ডের মতো বৈশিষ্ট্য আগামী বছরের শেষের দিক থেকে ব্যবহারকারীরা উপলব্ধ করতে পারবেন।

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.