হায়দরাবাদ: কলকাতার সরকারি হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের মৃত্য়ুতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে ৷ প্রশাসনের তরফেও নারী নিরাপত্তার উপর আরও জোর দেওয়া হয়েছে ৷ এবার সুরক্ষা আরও জোরদার করতে বিশেষ যন্ত্র আবিষ্কার করেছন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের দুই পড়ুয়া ৷ এই ডিভাইসের নাম 'নির্ভয় রিং গান বা বন্দুক'৷ অনেকটা আংটির মতো দেখতে হওয়ায় এইরকম নামকরণ করা হয়েছে ৷
মহিলা সুরক্ষায় অ্যাপ-ডিভাইস তৈরি করলেন বাংলার তিন ইঞ্জিনিয়র, দেখুন কী কী রয়েছে
ITM BCA-এর ছাত্রী অঙ্কিতা রাই ও অনশিতা তিওয়ারি কলেজের ইনোভেশন সেলের সহায়তায় এই ডিভাইসটি আবিষ্কার করেছেন। তাঁদের সৃষ্টি এই যন্ত্রটি মহিলাদের বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে বলে দাবি তাংদের ৷ দেশজুড়ে ধর্ষণের যে ক্রমবর্ধমান ঘটনা ঘটছে তার প্রতিরোধেও সহায়তা করবে এই বিশেষ আংটি ৷ বিপদে পড়লে আংটিতে থাকা নির্দিষ্ট একটি সুইচে চাপ দিলেই বন্দুকের গুলির মতো শব্দ ও ধোঁয়া নির্গত হবে ৷ ফলে আক্রমণকারী ক্ষণিকের জন্য হলেও আতঙ্কিত হয়ে পড়তে পারে ৷
মোবাইল নম্বর ছাড়াই এবার মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, কীভাবে জেনে নিন
নির্ভয়া আংটির বিবরণ দিতে গিয়েই দুই পড়ুয়া বলেন, "এটি আংটির মতো দেখতে হওয়ায় এই রকম নামকরণ করা হয়েছে ৷ এতে দু’টি সুইচ রয়েছে। একটি সুইচ ব্লুটুথের সঙ্গে যুক্ত ৷ এই ব্লুটুথটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত ৷ বিপদে পড়লে জরুরী অবস্থায় পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে দ্রুত ৷ এই ডিভাইসে আরেকটি লাল রঙের সুইচ রয়েছে যেটিতে চাপ দিলে বন্দুকের গুলির মতো আওয়াজ হবে ৷ আশেপাশে থাকা লোকজন শুনতে পাবেন ৷ সাহায্য়ের জন্য এগিয়ে আসতে পারবেন ৷"
এই আংটির ওজন প্রায় 50-60 গ্রাম ৷ যেকোনও মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যাবে ডিভাইসটি । দুই পড়ুয়ার দাবি, এই ডিভাইসটি মহিলাদের বিপদের সম্ভাবনা থেকে দূরে রাখবে ৷ তাদের আত্মরক্ষার জন্য খুবই কার্যকর। এই প্রসঙ্গেই আইটিএম-এর ডিরেক্টর ডাঃ এন কে সিং বলেন, "এই ধরনের ছোট ছোট সৃজনশীল ধারণাগুলি দেশ এবং সমাজের সমস্যার সমাধান করতে পারে। দুই ছাত্রীর তৈরি আংটি মহিলাদের বিপদের সময়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে । এই ধরনের ডিভাইস নিয়ে আরও গবেষণা প্রয়োজন ৷" এটি তৈরি করতে খরচ হয়েছে 1,500 টাকা। 10 মিমি ধাতব পাইপ, ব্লুটুথ মডিউল, 3.7 ভোল্টের ন্যানো ব্যাটারি, সুইচ এবং ধাতব রিং ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন আইটিএম-এর ডিরেক্টর ডাঃ এন কে সিং ৷
আরজি কর আবহে মহিলা সুরক্ষায় পদক্ষেপ নবান্নের, 'রাত্রি সাথী' অ্যাপ আনার ঘোষণা রাজ্যের