ETV Bharat / technology

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত' - Google Gemini Live Feature Launch

Google Gemini: গুগল জেমিনি লাইভ চালু করেছে, একটি এআই চ্যাটবট-ভিত্তিক দ্বিমুখী যোগাযোগ ভয়েস চ্যাট ফিচার গুগলের ৷ সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন । অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Google Gemini
গুগল জেমিনি (ছবি লিঙ্কডইন, গুগল)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 3, 2024, 2:25 PM IST

হায়দরাবাদ: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের তরফে চালু হয়েছে জেমিনি লাইভ ফিচার । Google Gemini AI-এর একটি নতুন বৈশিষ্ট্য হল এটি। এই ফিচারটি প্রাথমিকভাবে শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল ৷ তবে বর্তমানে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন ৷ গুগলের নতুন এই ফিচার চলতি মাস থেকে সকলেই ব্যবহার করতে পারবেন ৷ অ্যান্ড্রয়েডে পাওয়া গেলেও আইওএস ব্যবহারকারীরা এই নতুন ফিচার ব্যবহারের সুবিধা পাবেন না ৷

কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে

iOS-এ এখনও উপলব্ধ নয়: নতুন Gemini অ্যাপ iOS-এ উপলব্ধ নয় ৷ জেমিনি লাইভ-এর সুবিধা থেকে iPhone ব্যবহারকারীরা বঞ্চিত থাকবেন ৷ গুগল অ্যাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডানদিকে মাইক এবং ক্যামেরা আইকন-এর পাশে আরও একটি আইকন দেখতে পাবেন। ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে ব্যবহারকারীরা জেমিনি লাইভ বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করতে পারবেন।

টু ওয়ে কমিউনিকেশন: সহজ কথায়, এটি ভয়েস চ্যাটের সুবিধা রয়েছে ৷ যেখানে ব্যবহারকারী এবং এআই উভয়ই একে অপরের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানাতে পারবে। গুগলের তরফে দাবি করা হয়েছে, এআই খুব স্বাভাবিকভাবে কাজ করে । এটি ChatGPT-এর উন্নত ভয়েস মোড বৈশিষ্ট্যের মতো নয় ৷ আবেগপূর্ণ শব্দ এবং ব্যবহারকারীদের শব্দের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রয়েছে।

গুগল ম্যাপের দিন শেষ, ইন-হাউস নেভিগেশন চালু করল OLA

Gemin লাইভ কীভাবে ব্যবহার করবেন

  • প্রথমে Android ডিভাইসে, Gemini অ্যাপ ডাউনলোড করতে হবে
  • Gemini অ্যাপটি ওপেন করতে হবে
  • স্ক্রিনের নীচে ডানদিকে ওয়েভফর্ম আইকন দেখা যাবে
  • এবার এই আইকনে ক্লিক করতে হবে
  • প্রথমবার যাঁরা ব্যবহার করবেন তাঁরা একটি শর্তাবলী মেনু দেখতে পাবেন, সেটি অ্যাকসেপ্ট করতে হবে
  • এবার জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে
  • সহজেই AI-এর সঙ্গে কথা বল যাবে
  • প্রয়োজনে হোল্ড বোতাম ব্যবহার করে, আপনি AI-এর থেকে বিরতি নিতে চাইলে সেটাও সম্ভব

অনলাইনে জাল লটারির ফাঁদ, গুগল-মেটাকে নোটিশ কেরল পুলিশের

হায়দরাবাদ: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের তরফে চালু হয়েছে জেমিনি লাইভ ফিচার । Google Gemini AI-এর একটি নতুন বৈশিষ্ট্য হল এটি। এই ফিচারটি প্রাথমিকভাবে শুধুমাত্র জেমিনি অ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল ৷ তবে বর্তমানে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন ৷ গুগলের নতুন এই ফিচার চলতি মাস থেকে সকলেই ব্যবহার করতে পারবেন ৷ অ্যান্ড্রয়েডে পাওয়া গেলেও আইওএস ব্যবহারকারীরা এই নতুন ফিচার ব্যবহারের সুবিধা পাবেন না ৷

কয়েক দশক আগে কেমন ছিল আপনার বসত এলাকা, দেখুন গুগলে

iOS-এ এখনও উপলব্ধ নয়: নতুন Gemini অ্যাপ iOS-এ উপলব্ধ নয় ৷ জেমিনি লাইভ-এর সুবিধা থেকে iPhone ব্যবহারকারীরা বঞ্চিত থাকবেন ৷ গুগল অ্যাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডানদিকে মাইক এবং ক্যামেরা আইকন-এর পাশে আরও একটি আইকন দেখতে পাবেন। ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে ব্যবহারকারীরা জেমিনি লাইভ বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করতে পারবেন।

টু ওয়ে কমিউনিকেশন: সহজ কথায়, এটি ভয়েস চ্যাটের সুবিধা রয়েছে ৷ যেখানে ব্যবহারকারী এবং এআই উভয়ই একে অপরের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া জানাতে পারবে। গুগলের তরফে দাবি করা হয়েছে, এআই খুব স্বাভাবিকভাবে কাজ করে । এটি ChatGPT-এর উন্নত ভয়েস মোড বৈশিষ্ট্যের মতো নয় ৷ আবেগপূর্ণ শব্দ এবং ব্যবহারকারীদের শব্দের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রয়েছে।

গুগল ম্যাপের দিন শেষ, ইন-হাউস নেভিগেশন চালু করল OLA

Gemin লাইভ কীভাবে ব্যবহার করবেন

  • প্রথমে Android ডিভাইসে, Gemini অ্যাপ ডাউনলোড করতে হবে
  • Gemini অ্যাপটি ওপেন করতে হবে
  • স্ক্রিনের নীচে ডানদিকে ওয়েভফর্ম আইকন দেখা যাবে
  • এবার এই আইকনে ক্লিক করতে হবে
  • প্রথমবার যাঁরা ব্যবহার করবেন তাঁরা একটি শর্তাবলী মেনু দেখতে পাবেন, সেটি অ্যাকসেপ্ট করতে হবে
  • এবার জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে
  • সহজেই AI-এর সঙ্গে কথা বল যাবে
  • প্রয়োজনে হোল্ড বোতাম ব্যবহার করে, আপনি AI-এর থেকে বিরতি নিতে চাইলে সেটাও সম্ভব

অনলাইনে জাল লটারির ফাঁদ, গুগল-মেটাকে নোটিশ কেরল পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.