ETV Bharat / technology

আর কোনও নির্ভয়া দেখবে না দেশ! মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই অ্যাপগুলি - Women Safety APPs

author img

By ETV Bharat Tech Team

Published : Aug 28, 2024, 8:08 PM IST

Updated : Aug 28, 2024, 9:41 PM IST

Popular Women safety Apps: দেশেজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে ৷ এই প্রতিবেদনে বেশ কিছু অ্যাপের নাম উল্লেখ করা হল, যেগুলি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে ৷

Populer Women Safty Apps
নারী সুরক্ষা সম্পর্কিত অ্যাপ (ইটিভি ভারত)

কলকাতা ও হায়দরাবাদ: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা দেশ জুড়ে আলোড়োন সৃষ্টি করেছে ৷ প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালে নারীদের সুরক্ষা নিয়ে ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়েছে 2012 সালে ডিসেম্বর মাসে হওয়া দিল্লি নির্ভয়াকাণ্ড থেকে শুরু করে 2019 সালের হায়দরাবাদে এক পশু চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ৷

শুধু তাই নয়, শহরের রাস্তা নারীদের জন্য আদৌ নিরাপদ কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কাজের জন্য বাইরে বেরতে হবে ৷ এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি অ্যাপ চালু হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয় 'রাত্রিরের সাথী' নামে একটি অ্যাপ চালু করা হবে ৷

Rattirer Sathi: 'রাত্রিরের সাথী' নামে একটি অ্যাপটি তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেটি মোবাইল ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন রাজ্যের মহিলারা ৷ এই অ্যাপে অ্য়ালার্ম থাকবে ৷ বিপদে পড়লে সরাসরি পুলিশের সঙ্গে মহিলারা যোগাযোগ করতে পারবেন ৷ এই অ্যাপে থাকা বিশেষ অ্যালার্ম পুলিশের কাছে সংশ্লিষ্ট মহিলার বিপদ সংকেত পৌঁছে দেবে ৷ জিপিএস লোকেশন দেখে ওই মহিলাকে সাহায্য করা পুলিশের পক্ষে সহজ হবে ৷

Bhoroxa: 2023 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অ্যাপটির উদ্বোধন করেছিলেন ৷ এই অ্যাপে থাকা বিশেষ নম্বর 181 ডায়াল করলে পুলিশের কাছে বিপদের বার্তা পৌঁছে যাবে ৷ এতে কল ব্যাক করার সুবিধা থাকায় সহজেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন পুলিশ আধিকারিকরা ৷ এই অ্যাপে রয়েছে প্যানিক বোতাম ৷ এটি অসম পুলিশের অ্যাপ ৷

https://play.google.com/store/apps/details?id=com.web.bhoroxaa&pcampaignid=web_share

Women safety App
তেলঙ্গানা পুলিশের SHE Teams QR Code (ইটিভি ভারত)

SHE Teams QR Code: এটি তেলঙ্গানা পুলিশের অ্য়াপ যেটি মহিলা সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করা হয় ৷ এই অ্যাপ ব্যবহার করে মহিলারা সহজেই অভিযোগ জানাতে পারেন ৷ নারী সুরক্ষায় আর একটি হল Bharosa App ৷ এটি তেলঙ্গানা সরকারের মহিলা ও শিশু সুরক্ষা বিভাগ পরিচালিত ৷ যৌন নির্যাতন সম্পর্কিত অভিযোগ জানানো যায় এই অ্যাপের মাধ্যমে ৷ যেটি সংশ্লিষ্ট বিভাগে জমা পড়ে ৷

গার্হস্থ্য হিংসা অ্যাপ: করোনা কালের পর থেকে এই অ্যাপ চালু করা হয়েছে ৷ মহিলার পারিবারিক হিংসার সম্মুখীন হলে এই অ্যাপের মাধ্য়মে অভিযোগ জানাতে পারবেন ৷ প্রয়োজনে 8886640100-এর কাউন্সেলিং-এর সুবিধা পাবেন ৷ এটি তেলঙ্গানা পুলিশের Women's Safety Wing দ্বারা পরিচালিত ৷

Kaaval Uthavi: এই অ্যাপটি 2022 সালে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন চালু করেছেন ৷ এই অ্যাপের সাহায্যে নিরাপত্তা দেয় তামিলনাড়ু পুলিশ ৷ এটিতে 60টিরও বেশি ফিচার রয়েছে ৷ প্রবীণ নাগরিক ও মহিলাদের নিরাপত্তা দিতেই এই অ্যাপ চালু করা হয়েছে ৷ এই অ্যাপে থাকা ফিচার পুলিশের কাছে পৌঁছে দেবে বিপদ সংকেত ৷ মোবাইল থেকে সরাসরি 112,100, 101 নম্বর ডায়াল করে জরুরি পরিস্থিতি জাাননো যাবে ৷ এমারজেন্সি বটম ক্লিক করেও পুলিশের কাছে বিপদের বার্তা পৌঁছতে পারবেন মহিলারা ৷ তামিলনাড়ু পুলিশের এই অ্যাপ প্রায় 5 লক্ষ ডাউনলোড হয়েছে ৷ ব্যবহারের হারও বেশি ৷

https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&pcampaignid=web_share

Raj Mahila Suraksha: নারী সুরক্ষার জন্য এটি রাজস্থান পুলিশের অ্যাপ ৷ প্লেস্টোর থেকে সহজেই এটি ডাউনলোড করা যায় ৷ এই অ্যাপে থাকা জিপিএস-সুবিধা সহজেই পুলিশের কাছে সংশ্লিষ্ট মহিলার বিপদ সংকেত পৌঁছে দিতে সক্ষম ৷ 7300363636 ও 7891091111এই দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজস্থান পুলিশের সহায়তায় ৷ মহিলারা এটি ডায়াল করে পুলিশের কাছে তাঁদের বিপদ সংকেত পৌঁছতে পারবেন ৷

https://play.google.com/store/apps/details?id=com.rass.WomenSOS&pcampaignid=web_share

Women Helpline 1090: মহিলাদের সাহায্য়ের জন্য মধ্যপ্রদেশ সরকারে পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 1090 চালু করা হয়েছে ৷ যে কোনও প্রয়োজনে এই নম্বর ডায়াল করতে পারবেন মহিলারা ৷ মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে আরও একটি টোলফ্রি নম্বর 1091 চালু করা হয়েছে ৷ এই নম্বরে হোয়াটসঅ্য়াপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে ৷ এছাড়াও 0755-2443801 এবং 2420026 নম্বর গুলিতে অভিযোগ জানানোর ব্যবস্থা আছে ৷ মধ্যপ্রদেশ সরকারের MP e-cap অ্যাপ নারী নিরাপত্তা সুনিশ্চিতের জন্য় চালু করা হয়েছে ৷ 100 ডায়াল করে অভিযোগ জানানো যাবে ৷ এছাড়াও 4 প্রেস করে এসওএস মেসেজ পাঠনো যাবে ৷ বিপদ সংকেত 4 জন ব্যক্তির কাছে পৌঁছে যাবে ৷ গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে ৷ 181 সিএম হেল্প লাইনে ফোন করেও মহিলারা তাঁদের অভিযোগ জানাতে পারবেন ৷

কলকাতা ও হায়দরাবাদ: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা দেশ জুড়ে আলোড়োন সৃষ্টি করেছে ৷ প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালে নারীদের সুরক্ষা নিয়ে ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়েছে 2012 সালে ডিসেম্বর মাসে হওয়া দিল্লি নির্ভয়াকাণ্ড থেকে শুরু করে 2019 সালের হায়দরাবাদে এক পশু চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ৷

শুধু তাই নয়, শহরের রাস্তা নারীদের জন্য আদৌ নিরাপদ কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কাজের জন্য বাইরে বেরতে হবে ৷ এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি অ্যাপ চালু হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয় 'রাত্রিরের সাথী' নামে একটি অ্যাপ চালু করা হবে ৷

Rattirer Sathi: 'রাত্রিরের সাথী' নামে একটি অ্যাপটি তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেটি মোবাইল ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন রাজ্যের মহিলারা ৷ এই অ্যাপে অ্য়ালার্ম থাকবে ৷ বিপদে পড়লে সরাসরি পুলিশের সঙ্গে মহিলারা যোগাযোগ করতে পারবেন ৷ এই অ্যাপে থাকা বিশেষ অ্যালার্ম পুলিশের কাছে সংশ্লিষ্ট মহিলার বিপদ সংকেত পৌঁছে দেবে ৷ জিপিএস লোকেশন দেখে ওই মহিলাকে সাহায্য করা পুলিশের পক্ষে সহজ হবে ৷

Bhoroxa: 2023 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অ্যাপটির উদ্বোধন করেছিলেন ৷ এই অ্যাপে থাকা বিশেষ নম্বর 181 ডায়াল করলে পুলিশের কাছে বিপদের বার্তা পৌঁছে যাবে ৷ এতে কল ব্যাক করার সুবিধা থাকায় সহজেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন পুলিশ আধিকারিকরা ৷ এই অ্যাপে রয়েছে প্যানিক বোতাম ৷ এটি অসম পুলিশের অ্যাপ ৷

https://play.google.com/store/apps/details?id=com.web.bhoroxaa&pcampaignid=web_share

Women safety App
তেলঙ্গানা পুলিশের SHE Teams QR Code (ইটিভি ভারত)

SHE Teams QR Code: এটি তেলঙ্গানা পুলিশের অ্য়াপ যেটি মহিলা সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করা হয় ৷ এই অ্যাপ ব্যবহার করে মহিলারা সহজেই অভিযোগ জানাতে পারেন ৷ নারী সুরক্ষায় আর একটি হল Bharosa App ৷ এটি তেলঙ্গানা সরকারের মহিলা ও শিশু সুরক্ষা বিভাগ পরিচালিত ৷ যৌন নির্যাতন সম্পর্কিত অভিযোগ জানানো যায় এই অ্যাপের মাধ্যমে ৷ যেটি সংশ্লিষ্ট বিভাগে জমা পড়ে ৷

গার্হস্থ্য হিংসা অ্যাপ: করোনা কালের পর থেকে এই অ্যাপ চালু করা হয়েছে ৷ মহিলার পারিবারিক হিংসার সম্মুখীন হলে এই অ্যাপের মাধ্য়মে অভিযোগ জানাতে পারবেন ৷ প্রয়োজনে 8886640100-এর কাউন্সেলিং-এর সুবিধা পাবেন ৷ এটি তেলঙ্গানা পুলিশের Women's Safety Wing দ্বারা পরিচালিত ৷

Kaaval Uthavi: এই অ্যাপটি 2022 সালে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন চালু করেছেন ৷ এই অ্যাপের সাহায্যে নিরাপত্তা দেয় তামিলনাড়ু পুলিশ ৷ এটিতে 60টিরও বেশি ফিচার রয়েছে ৷ প্রবীণ নাগরিক ও মহিলাদের নিরাপত্তা দিতেই এই অ্যাপ চালু করা হয়েছে ৷ এই অ্যাপে থাকা ফিচার পুলিশের কাছে পৌঁছে দেবে বিপদ সংকেত ৷ মোবাইল থেকে সরাসরি 112,100, 101 নম্বর ডায়াল করে জরুরি পরিস্থিতি জাাননো যাবে ৷ এমারজেন্সি বটম ক্লিক করেও পুলিশের কাছে বিপদের বার্তা পৌঁছতে পারবেন মহিলারা ৷ তামিলনাড়ু পুলিশের এই অ্যাপ প্রায় 5 লক্ষ ডাউনলোড হয়েছে ৷ ব্যবহারের হারও বেশি ৷

https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&pcampaignid=web_share

Raj Mahila Suraksha: নারী সুরক্ষার জন্য এটি রাজস্থান পুলিশের অ্যাপ ৷ প্লেস্টোর থেকে সহজেই এটি ডাউনলোড করা যায় ৷ এই অ্যাপে থাকা জিপিএস-সুবিধা সহজেই পুলিশের কাছে সংশ্লিষ্ট মহিলার বিপদ সংকেত পৌঁছে দিতে সক্ষম ৷ 7300363636 ও 7891091111এই দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজস্থান পুলিশের সহায়তায় ৷ মহিলারা এটি ডায়াল করে পুলিশের কাছে তাঁদের বিপদ সংকেত পৌঁছতে পারবেন ৷

https://play.google.com/store/apps/details?id=com.rass.WomenSOS&pcampaignid=web_share

Women Helpline 1090: মহিলাদের সাহায্য়ের জন্য মধ্যপ্রদেশ সরকারে পক্ষ থেকে হেল্পলাইন নম্বর 1090 চালু করা হয়েছে ৷ যে কোনও প্রয়োজনে এই নম্বর ডায়াল করতে পারবেন মহিলারা ৷ মধ্যপ্রদেশ পুলিশের পক্ষ থেকে আরও একটি টোলফ্রি নম্বর 1091 চালু করা হয়েছে ৷ এই নম্বরে হোয়াটসঅ্য়াপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে ৷ এছাড়াও 0755-2443801 এবং 2420026 নম্বর গুলিতে অভিযোগ জানানোর ব্যবস্থা আছে ৷ মধ্যপ্রদেশ সরকারের MP e-cap অ্যাপ নারী নিরাপত্তা সুনিশ্চিতের জন্য় চালু করা হয়েছে ৷ 100 ডায়াল করে অভিযোগ জানানো যাবে ৷ এছাড়াও 4 প্রেস করে এসওএস মেসেজ পাঠনো যাবে ৷ বিপদ সংকেত 4 জন ব্যক্তির কাছে পৌঁছে যাবে ৷ গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে ৷ 181 সিএম হেল্প লাইনে ফোন করেও মহিলারা তাঁদের অভিযোগ জানাতে পারবেন ৷

Last Updated : Aug 28, 2024, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.