ETV Bharat / technology

দাম 10 হাজার টাকার মধ্যেই ! দুর্দান্ত ফিচারে ঠাসা 10টি 5G স্মার্টফোন - Best Cheap 5G Smartphones

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 11:38 AM IST

Budget Smartphones Under Rs 10K: স্মার্টফোন কিনতে চান ? বাজেট 10 হাজারের কম ? এই প্রতিবেদনে দেখে নিন 10 হাজারেও কম দামের বেশ কিছু দারুণ 5G স্মার্টফোনের নাম আর ফিচার ৷

Cheap 5G Smartphones
10 হাজার টাকার মধ্যেই স্মার্টফোন (প্রতীকী ছবি)

হায়দরাবাদ, 4 জুলাই: যুগের সঙ্গে তাল মেলাতে প্রতিমুহূর্ত আমাদের নজর থাকে স্মার্টফোনে ৷ বলা যায় স্মার্টফোন ছাড়া একটা মুহূর্ত কল্পনাকরা যায় না ৷ কর্মক্ষেত্রে যে কোনও ধরনের ক্যালকুলেশন থেকে শুরু করে তথ্য নোট ডাউন করতে ভরসা স্মার্টফোন ৷ এক কথায় স্মার্টফোনের সুবিধা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার দু’টি ক্ষেত্রেই অপরিহার্য় ৷ বর্তমান যুগে স্মার্টফোন কেনা বিলাসিতা নয়, অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক্স গেজেটে পরিনত হয়েছে । স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের জন্য নয়, বিনোদন থেকে বাজারের তালিকা সব কিছুর জন্যই ভরসা স্মার্টফোন ৷ কিন্তু স্মার্টফোনের বাজেট যদি 10 হাজার বা তার কম হয় তবে তা নিয়ে একটি চিন্তা ভাবনা করতেই হয় ৷ আমারা দেব 10 হাজারের নীচে কিন্তু কাজে সেরা বেশ কিছু স্মার্টফোনের সুলুক সন্ধান ৷

1. Xiaomi Redmi 10 Prime: শাওমি রেডমি 10 প্রাইম স্মার্টফোনে আছে কোয়াড ক্যামেরা, অক্টো কোর প্রসেসর, এক্সপেন্ডেবেল স্টোরেজ, দুর্দান্ত ব্যাটারি, আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন ৷ 6.5 ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ৷ 180 এইচ জেড টাচ স্যাম্পলিং সুবিধা আছে ৷ মিডিয়া টেক Helio G88 অক্টা-কোর প্রসেসর ও হাইপার ইঞ্জিন 2.0 ব্যবহার করা হয়েছে ৷ 4 জিবি RAM ও 64 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে ৷ 6 হাজার মেগাহার্জের ব্যাটারি ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা আছে ৷ 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের চারটি রিয়ার ক্যামেরা আছে ৷ 8মেগা পিক্সেল ক্যামেরা আছে ৷ এক বছরের ওয়ারেন্টি আছে ৷ দাম 10 হাজার 999 টাকা ৷

2. Vivo Y15s Wave Green: এই স্মার্টফোনে 6.51 ইঞ্চি LCD ডিসপ্লে আছে ৷ Vivo Y15s নতুনদের জন্য একটি দুর্দান্ত ফোন ৷ কারণ ডিভাইসটি 3 GB RAM এবং 32 GB ইনবিল্ট মেমরির আছে । তাছাড়া, ফোনটি Mediatek Helio P35 প্রসেসর রয়েছে ৷ একটি 5000 mAh লিথিয়াম ব্যাটারি প্যাক করে। সবশেষে, ডিভাইসটিতে একটি 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। এই মোবাইলের দাম 9 হাজার 499 টাকা ৷

3. Samsung Galaxy A03 Core: স্যামসঙের গ্যালাক্সি সিরিজের এই স্মার্টফোনে 6.5 ইঞ্চি HD+ ইনফিনিটি V ডিসপ্লে আছে ৷ Samsung Galaxy A03 Core-এর সীমিত RAM আছে ৷ মাত্র 2 GB RAM ও 1.6 GHz অক্টা-কোর প্রসেসরে আছে ৷ তাছাড়া, ফোনটিতে 32 GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে ৷ 5000 mAh ব্যাটারির ব্যবহার থাকায় দীর্ঘক্ষণ চার্জ থাকে। সবশেষে, ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। দাম 6 হাজার 999টাকা ৷

4. Samsung Galaxy M13: 4 জিবি ব়্যাম এবং 64 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে ৷ Samsung Galaxy M13 একটি 6.6 ইঞ্চি FHD+ LCD- infinity O FHD+ ডিসপ্লে থাকায় যে কোনও দামি স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে পারবে ৷ অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে ৷ এছড়াও এই স্মার্ট ফোনের RAM 12 GB পর্যন্ত বাড়ানো যাবে ৷ এছাড়াও, ডিভাইসটিতে একটি শক্তিশালী অক্টা-কোর মিডিয়াটেক MT6833 ডাইমেনসিটি 700 প্রসেসরের ও 6000 অ্যাম্পেয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। সবশেষে, Samsung Galaxy M13 একটি 50 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকায় ছবিও বেশ ভালো ওঠে ৷ এই মোবাইলটির দাম 9 হাজার 990 টাকা ৷

5. Realme Narzo 50i: রিয়েলমি-এর এই মডেলে 6.5 ইঞ্চি HD ডিসপ্লে আছে ৷ এছড়া 4 জিবি RAM এবং 64 জিবি নিজস্ব স্টোরেজ রয়েছে এই মডেলটির ৷ স্মার্টফোনটিতে 5000 অ্যাম্পেয়ারের Li-Po ব্যাটারি রয়েছে ৷ সঙ্গে 1.6 GHz অক্টা-কোর SC9863A প্রসেসর থাকায় স্পিডও বেশি ৷ সবশেষে, Realme Narzo 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে ৷ এই স্মার্টফোনটির দাম 7 হাজার 499 টাকা ৷

6. Nokia 2.3 Android 10 Smartphone: নোকিয়ার স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চি HD ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে ক্রেতাদের ৷ এছাড়াও ডিভাইসটিতে 2 GB RAM, 32 GB ইনবিল্ট স্টোরেজ এবং একটি 4000 অ্যাম্পেয়ারের ব্যাটারি রয়েছে। এছাড়াও, ডিভাইসটি Mediatek Helio A22 প্রসেসরে চলে ৷ একটি 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে ৷ ফ্রন্ট ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ৷ মোবাইলের দাম 7 হাজার 990 টাকা ৷

7. Tecno Spark 7: একটি 6.52 HD ও ডট নচ ডিসপ্লে আছে ৷ 2 GB RAM এবং 32 GB স্টোরেজের আছে ৷ মেমরি কার্ড ব্যবহার করতে স্টোরেজ আরও বাড়বে ৷ ফোনটি Helio A25 প্রসেসরে চলে এবং একটি বিশাল 6000 অ্যাম্পেয়ারের ব্যাটারি রয়েছে । সবশেষে, টেকনো স্পার্ক 7-এ রয়েছে একটি 16 মেগাপিক্সেল সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরার ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মোবাইলের দাম 7 হাজার 999 টাকা ৷

8. Redmi 9A: এই স্মার্টফোনটি 6.53 ইঞ্চি মাল্টি-টাচ HD স্ক্রিন বিশিষ্ট ৷ Redmi 9A মোবাইলে অক্টাকোর Mediatek Helio G25 প্রসেসরে ব্যবহার করা হয়েছে । তাছাড়া, ফোনটি একটি 5000 অ্যাম্পেয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে ৷ স্মার্টফোনটি চলে দীর্ঘক্ষণ ৷ 50 ঘণ্টার বেশি টক টাইম এবং 500 ঘণ্টার বেশি স্ট্যান্ডবাই টাইম ৷ এই স্মার্টফোনটি 3 GB RAM, 32 GB ইনবিল্ট স্টোরেজ আছে ৷ একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার আছে । এই স্মার্টফোনের দাম মাত্র 7 হাজার 999 টাকা ৷

9. Oppo A15s: এই স্মার্ট ফোনে 4 GB RAM, 64 GB ইনবিল্ট মেমরি এবং একটি শক্তিশালী 4230 mAH লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে । তাছাড়া, ফোনটিতে 6.52 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে ৷ সেইসঙ্গে 2.3GHz Mediatek Helio P35 অক্টা-কোর প্রসেসরে থাকায় ব্যবহারে সুবিধা আছে ৷ ডিভাইসটিক ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ৷ 2 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল AI বিউটিফিকেশন সেলফি শ্যুটার রয়েছে। মোবাইলের দাম 9 হাজার 990 টাকা ৷

10. Realme C25Y: রিয়েলমির এই সিরিজে 6.5 ইঞ্চি ডিসপ্লে ৷ 4 জিবি RAM এবং 64 GB ইনবিল্ট স্টোরেজ আছে ৷ এটিতে 5000 mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি দ্বারা চালিত । ডিভাইসটিতে একটি 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে ৷ পাশাপাশি একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে ৷ ফলে সেলফি যে ভালো উঠবে তা বলার অপেক্ষা রাখে না ৷ দাম 10 হাজার 490 টাকা ৷

হায়দরাবাদ, 4 জুলাই: যুগের সঙ্গে তাল মেলাতে প্রতিমুহূর্ত আমাদের নজর থাকে স্মার্টফোনে ৷ বলা যায় স্মার্টফোন ছাড়া একটা মুহূর্ত কল্পনাকরা যায় না ৷ কর্মক্ষেত্রে যে কোনও ধরনের ক্যালকুলেশন থেকে শুরু করে তথ্য নোট ডাউন করতে ভরসা স্মার্টফোন ৷ এক কথায় স্মার্টফোনের সুবিধা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার দু’টি ক্ষেত্রেই অপরিহার্য় ৷ বর্তমান যুগে স্মার্টফোন কেনা বিলাসিতা নয়, অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক্স গেজেটে পরিনত হয়েছে । স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের জন্য নয়, বিনোদন থেকে বাজারের তালিকা সব কিছুর জন্যই ভরসা স্মার্টফোন ৷ কিন্তু স্মার্টফোনের বাজেট যদি 10 হাজার বা তার কম হয় তবে তা নিয়ে একটি চিন্তা ভাবনা করতেই হয় ৷ আমারা দেব 10 হাজারের নীচে কিন্তু কাজে সেরা বেশ কিছু স্মার্টফোনের সুলুক সন্ধান ৷

1. Xiaomi Redmi 10 Prime: শাওমি রেডমি 10 প্রাইম স্মার্টফোনে আছে কোয়াড ক্যামেরা, অক্টো কোর প্রসেসর, এক্সপেন্ডেবেল স্টোরেজ, দুর্দান্ত ব্যাটারি, আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন ৷ 6.5 ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ৷ 180 এইচ জেড টাচ স্যাম্পলিং সুবিধা আছে ৷ মিডিয়া টেক Helio G88 অক্টা-কোর প্রসেসর ও হাইপার ইঞ্জিন 2.0 ব্যবহার করা হয়েছে ৷ 4 জিবি RAM ও 64 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে ৷ 6 হাজার মেগাহার্জের ব্যাটারি ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা আছে ৷ 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের চারটি রিয়ার ক্যামেরা আছে ৷ 8মেগা পিক্সেল ক্যামেরা আছে ৷ এক বছরের ওয়ারেন্টি আছে ৷ দাম 10 হাজার 999 টাকা ৷

2. Vivo Y15s Wave Green: এই স্মার্টফোনে 6.51 ইঞ্চি LCD ডিসপ্লে আছে ৷ Vivo Y15s নতুনদের জন্য একটি দুর্দান্ত ফোন ৷ কারণ ডিভাইসটি 3 GB RAM এবং 32 GB ইনবিল্ট মেমরির আছে । তাছাড়া, ফোনটি Mediatek Helio P35 প্রসেসর রয়েছে ৷ একটি 5000 mAh লিথিয়াম ব্যাটারি প্যাক করে। সবশেষে, ডিভাইসটিতে একটি 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। এই মোবাইলের দাম 9 হাজার 499 টাকা ৷

3. Samsung Galaxy A03 Core: স্যামসঙের গ্যালাক্সি সিরিজের এই স্মার্টফোনে 6.5 ইঞ্চি HD+ ইনফিনিটি V ডিসপ্লে আছে ৷ Samsung Galaxy A03 Core-এর সীমিত RAM আছে ৷ মাত্র 2 GB RAM ও 1.6 GHz অক্টা-কোর প্রসেসরে আছে ৷ তাছাড়া, ফোনটিতে 32 GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে ৷ 5000 mAh ব্যাটারির ব্যবহার থাকায় দীর্ঘক্ষণ চার্জ থাকে। সবশেষে, ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। দাম 6 হাজার 999টাকা ৷

4. Samsung Galaxy M13: 4 জিবি ব়্যাম এবং 64 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে ৷ Samsung Galaxy M13 একটি 6.6 ইঞ্চি FHD+ LCD- infinity O FHD+ ডিসপ্লে থাকায় যে কোনও দামি স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে পারবে ৷ অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে ৷ এছড়াও এই স্মার্ট ফোনের RAM 12 GB পর্যন্ত বাড়ানো যাবে ৷ এছাড়াও, ডিভাইসটিতে একটি শক্তিশালী অক্টা-কোর মিডিয়াটেক MT6833 ডাইমেনসিটি 700 প্রসেসরের ও 6000 অ্যাম্পেয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। সবশেষে, Samsung Galaxy M13 একটি 50 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকায় ছবিও বেশ ভালো ওঠে ৷ এই মোবাইলটির দাম 9 হাজার 990 টাকা ৷

5. Realme Narzo 50i: রিয়েলমি-এর এই মডেলে 6.5 ইঞ্চি HD ডিসপ্লে আছে ৷ এছড়া 4 জিবি RAM এবং 64 জিবি নিজস্ব স্টোরেজ রয়েছে এই মডেলটির ৷ স্মার্টফোনটিতে 5000 অ্যাম্পেয়ারের Li-Po ব্যাটারি রয়েছে ৷ সঙ্গে 1.6 GHz অক্টা-কোর SC9863A প্রসেসর থাকায় স্পিডও বেশি ৷ সবশেষে, Realme Narzo 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে ৷ এই স্মার্টফোনটির দাম 7 হাজার 499 টাকা ৷

6. Nokia 2.3 Android 10 Smartphone: নোকিয়ার স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চি HD ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে ক্রেতাদের ৷ এছাড়াও ডিভাইসটিতে 2 GB RAM, 32 GB ইনবিল্ট স্টোরেজ এবং একটি 4000 অ্যাম্পেয়ারের ব্যাটারি রয়েছে। এছাড়াও, ডিভাইসটি Mediatek Helio A22 প্রসেসরে চলে ৷ একটি 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে ৷ ফ্রন্ট ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ৷ মোবাইলের দাম 7 হাজার 990 টাকা ৷

7. Tecno Spark 7: একটি 6.52 HD ও ডট নচ ডিসপ্লে আছে ৷ 2 GB RAM এবং 32 GB স্টোরেজের আছে ৷ মেমরি কার্ড ব্যবহার করতে স্টোরেজ আরও বাড়বে ৷ ফোনটি Helio A25 প্রসেসরে চলে এবং একটি বিশাল 6000 অ্যাম্পেয়ারের ব্যাটারি রয়েছে । সবশেষে, টেকনো স্পার্ক 7-এ রয়েছে একটি 16 মেগাপিক্সেল সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরার ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মোবাইলের দাম 7 হাজার 999 টাকা ৷

8. Redmi 9A: এই স্মার্টফোনটি 6.53 ইঞ্চি মাল্টি-টাচ HD স্ক্রিন বিশিষ্ট ৷ Redmi 9A মোবাইলে অক্টাকোর Mediatek Helio G25 প্রসেসরে ব্যবহার করা হয়েছে । তাছাড়া, ফোনটি একটি 5000 অ্যাম্পেয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে ৷ স্মার্টফোনটি চলে দীর্ঘক্ষণ ৷ 50 ঘণ্টার বেশি টক টাইম এবং 500 ঘণ্টার বেশি স্ট্যান্ডবাই টাইম ৷ এই স্মার্টফোনটি 3 GB RAM, 32 GB ইনবিল্ট স্টোরেজ আছে ৷ একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার আছে । এই স্মার্টফোনের দাম মাত্র 7 হাজার 999 টাকা ৷

9. Oppo A15s: এই স্মার্ট ফোনে 4 GB RAM, 64 GB ইনবিল্ট মেমরি এবং একটি শক্তিশালী 4230 mAH লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে । তাছাড়া, ফোনটিতে 6.52 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে ৷ সেইসঙ্গে 2.3GHz Mediatek Helio P35 অক্টা-কোর প্রসেসরে থাকায় ব্যবহারে সুবিধা আছে ৷ ডিভাইসটিক ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ৷ 2 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল AI বিউটিফিকেশন সেলফি শ্যুটার রয়েছে। মোবাইলের দাম 9 হাজার 990 টাকা ৷

10. Realme C25Y: রিয়েলমির এই সিরিজে 6.5 ইঞ্চি ডিসপ্লে ৷ 4 জিবি RAM এবং 64 GB ইনবিল্ট স্টোরেজ আছে ৷ এটিতে 5000 mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি দ্বারা চালিত । ডিভাইসটিতে একটি 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে ৷ পাশাপাশি একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে ৷ ফলে সেলফি যে ভালো উঠবে তা বলার অপেক্ষা রাখে না ৷ দাম 10 হাজার 490 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.