ETV Bharat / technology

আজ থেকে বিক্রি শুরু, 21 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাতে পেলেন আইফোন 16 - iPhone 16 sale Start in India - IPHONE 16 SALE START IN INDIA

iPhone 16 Sale Start:আজ থেকে ভারতে iPhone 16 সিরিজের বিক্রি শুরু করেছে অ্যাপেল। প্রথমদিনই এটি হাতে পেতে অ্যাপল স্টোরের বাইরে সারারাত লাইন দিয়ে দাঁড়িয়ে মানুষ জন। মুম্বই থেকে দিল্লি সর্বত্রই এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

iPhone 16 Sale Start
আজ থেকে শুরু হয়েছে iPhone 16 সিরিজের বিক্রি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 20, 2024, 12:42 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টম্বর: চলতি মাসের 9 তারিখেই ভারত-সহ বিশ্বব্যাপী লঞ্চ করেছে অ্যাপল আইফোন 16 সিরিজ ৷ আজ থেকে ভারতে বিক্রি শুরু হয়েছে। প্রথমদিনই আইফোন 16 সিরিজ হাতে পেতে অ্যাপল প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে ৷ এদিন সকাল থেকে দেশের মেট্রো শহরগুলির বিভিন্ন অ্যাপল আউটলেটের সামনে ভিড় জমিয়ে ছিলেন ক্রেতারা ৷ নাগরিক মুম্বইয়ের বিকেসিতে (Bandra Kurla Complex) iPhone 16 কিনতে ভিড় জমান নাগরিকরা ৷

"আমি গত 21 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আমি গতকাল সকাল 11টা থেকে এখানে আছি। আজ আমি প্রথম ব্যক্তি যিনি দোকানে প্রবেশ করতে পারব। আমি আজ খুব উত্তেজিত। গত বছর আমি 17 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম।- উজ্বাল শাহ, ক্রেতা

"আমি সকাল ৬টায় এসেছি। আমি iPhone 16 Pro Max কিনেছি। আমি iOS 18 পছন্দ করি এবং ক্যামেরার মান ভালো। আমি ফোন কিনতে সুরাত থেকে এসেছি।" - অক্ষয়, গ্রাহক

দিল্লির সাকেতে বাজারে অ্যাপল স্টোরের বাইরেও দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন ক্রেতারা ৷ iPhone 16 সিরিজে iPhone 16 (বেস মডেল), iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max মডেলটিও পাওয়া যাচ্ছে আজ থেকে ৷ iPhone 16 Pro ডার্ক ব্ল্যাক টাইটানিয়াম, ব্রাইট হোয়াইট টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং নতুন ডেজার্ট টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে । অপ্টিমাইজড পাওয়ার ম্যানেজমেন্ট, সেরা ব্যাটারির কারণে আইফোন পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ৷

নতুন আইফোন 16 সিরিজ অ্যাপল স্টোর, APTRONIX-এর মতো অনুমোদিত ডিলার, Chroma, Reliance Digital এবং Apple India ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়াও গ্রাহকরা তাদের পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 4000 থেকে 67,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড় সরাসরি নতুন iPhone 16 সিরিজের ফোন কেনার জন্য প্রযোজ্য ৷

নয়াদিল্লি, 20 সেপ্টম্বর: চলতি মাসের 9 তারিখেই ভারত-সহ বিশ্বব্যাপী লঞ্চ করেছে অ্যাপল আইফোন 16 সিরিজ ৷ আজ থেকে ভারতে বিক্রি শুরু হয়েছে। প্রথমদিনই আইফোন 16 সিরিজ হাতে পেতে অ্যাপল প্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে ৷ এদিন সকাল থেকে দেশের মেট্রো শহরগুলির বিভিন্ন অ্যাপল আউটলেটের সামনে ভিড় জমিয়ে ছিলেন ক্রেতারা ৷ নাগরিক মুম্বইয়ের বিকেসিতে (Bandra Kurla Complex) iPhone 16 কিনতে ভিড় জমান নাগরিকরা ৷

"আমি গত 21 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আমি গতকাল সকাল 11টা থেকে এখানে আছি। আজ আমি প্রথম ব্যক্তি যিনি দোকানে প্রবেশ করতে পারব। আমি আজ খুব উত্তেজিত। গত বছর আমি 17 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম।- উজ্বাল শাহ, ক্রেতা

"আমি সকাল ৬টায় এসেছি। আমি iPhone 16 Pro Max কিনেছি। আমি iOS 18 পছন্দ করি এবং ক্যামেরার মান ভালো। আমি ফোন কিনতে সুরাত থেকে এসেছি।" - অক্ষয়, গ্রাহক

দিল্লির সাকেতে বাজারে অ্যাপল স্টোরের বাইরেও দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন ক্রেতারা ৷ iPhone 16 সিরিজে iPhone 16 (বেস মডেল), iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max মডেলটিও পাওয়া যাচ্ছে আজ থেকে ৷ iPhone 16 Pro ডার্ক ব্ল্যাক টাইটানিয়াম, ব্রাইট হোয়াইট টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং নতুন ডেজার্ট টাইটানিয়াম রঙে পাওয়া যাচ্ছে । অপ্টিমাইজড পাওয়ার ম্যানেজমেন্ট, সেরা ব্যাটারির কারণে আইফোন পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ৷

নতুন আইফোন 16 সিরিজ অ্যাপল স্টোর, APTRONIX-এর মতো অনুমোদিত ডিলার, Chroma, Reliance Digital এবং Apple India ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়াও গ্রাহকরা তাদের পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 4000 থেকে 67,500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড় সরাসরি নতুন iPhone 16 সিরিজের ফোন কেনার জন্য প্রযোজ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.