ETV Bharat / technology

ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাজারে এল Acer এর দু‘টি নতুন মডেল - Acer Swift 14 AI

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 10, 2024, 4:03 PM IST

Acer Swift 14 AI: Acer বাজারে নিয়ে এল AI প্রযুক্তির সুবিধা যুক্ত নতুন ল্যাপটপ ৷ আকর্ষণীয় ডিজাইনের এই ল্যাপটপের দাম এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি অন্যান্য ল্যাপটপের থেকে অনেকটাই আলাদা ৷ ডিজাইন স্লিক হলেও সুবিধার দিক থেকে কোনওরকম আপোস করেনি সংস্থা ৷

Acer Swift 14 AI
Acer Laptop (ইটিভি ভারত)

হায়দরাবাদ: এবার ল্যাপটপে এআই ৷ সম্প্রতি AI প্রযুক্তি যুক্ত ল্যাপটপ বাজারে আনল Acer ৷ চলতি Swift 14 AI ও Swift 16 AI নামে দু’টি নতুন মডেল বাজারে এনেছে ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পাশাপাশি আরও মন ছুঁয়ে যাওয়া আকর্ষণীয় ডিজাইনে ভরপুর ৷ আসুন এবার জেনেনি এসারের এই ল্যাপটপে বিশেষ বৈশিষ্ট্য ও দাম ৷ এআই প্রযুক্তির সুবিধাযুক্ত এই ল্যাপটপে কাজ যে আরও সহজ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না ৷

Acer Swift 14 AI ও Swift 16 AI

স্পেসিফিকেশন

  • অপারেটিং সিস্টেম- উইন্ডোজ 11
  • প্রসেসর- Snapdragon X+8 কোর প্রসেসর
  • গ্রাফিক্স- Qualcomm AdrenoTM GPU
  • সফটওয়্যার- এমএস অফিস হোম এবং স্টুডেন্ট
  • ব্যাটারি - 75Wh ব্যাটারি ক্ষমতা, 28 ঘণ্টা ব্যবহারের সুবিধা
  • স্টোরেজ - 32GB পর্যন্ত LPDDR5X RAM এবং 2 TB অর্থাৎ 2 হাজার জিবির কাছাকাছি ৷
  • নিরাপত্তা - ফেস রিডার এবং ফিঙ্গারপ্রিন্ট রিডারের সুবিধা
  • সংযোগ – Wi-Fi 7, Bluetooth 5.4, Thunderbolt 4 এবং HDMI 2.1 পোর্ট

উৎসব হোক আরও আনন্দের, গ্রাহকদের OTT সাবস্ক্রিপশন ও 10 জিবি ডেটা ফ্রি এয়ারটেলের

অন্যান্য বৈশিষ্ট্য

  • এআই প্রযুক্তি
  • Acer সহায়তা
  • Acer পিউরিফাইড ভিউ 2.0
  • Acer পিউরিফাইড ভয়েস 2.0
  • Acer LiveArt
  • ট্রিপল মাইক সাপোর্ট

'তথ্যপ্রযুক্তি শিল্পে বড় চ্যালেঞ্জ এআই' মার্কিন সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির নিয়ে আশঙ্কা রাহুলের

ডিসপ্লে

  • 3K OLED ডিসপ্লে
  • 90Hz রেফারেন্স রেট
  • টাচস্ক্রিন
  • সি টাইপ ইউএসবি পোর্ট

এসারের Swift 14 AI ল্যাপটপের দাম শুরু হচ্ছে 1,29,999 টাকা থেকে ৷ এর মধ্যে অতিরিক্ত ফিচার অ্য়াড করলে দাম আরও বাড়তে পারে ৷ ল্যাপটপটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যাচ্ছে ৷ ভারতের বাজারে কবে লঞ্চ করবে তা এখনও জানা যায়নি ৷

Swift 14 AI এবং Swift 16 AI বৈশিষ্ট্য: যদি আমরা Acer-এর এই ল্যাপটপে রয়েছে স্ন্যাপড্রাগন X প্লাস 8-কোর প্রসেসর। এই ল্যাপটপের কভারে রয়েছে র‌্যাম্বো কালার। টাচপ্যাডে একটি এআই অ্যাক্টিভিটি ইন্ডিকেটরও দেওয়া হয়েছে ৷ এই ল্যাপটপের 3K OLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে 90Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে । এটিতে টাচস্ক্রিনের সুবিধা রয়েছে ৷

আজই লঞ্চ করছে আইফোন 16, দু‘টি সিরিজের দাম কমল 11হাজার টাকা পর্যন্ত

হায়দরাবাদ: এবার ল্যাপটপে এআই ৷ সম্প্রতি AI প্রযুক্তি যুক্ত ল্যাপটপ বাজারে আনল Acer ৷ চলতি Swift 14 AI ও Swift 16 AI নামে দু’টি নতুন মডেল বাজারে এনেছে ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পাশাপাশি আরও মন ছুঁয়ে যাওয়া আকর্ষণীয় ডিজাইনে ভরপুর ৷ আসুন এবার জেনেনি এসারের এই ল্যাপটপে বিশেষ বৈশিষ্ট্য ও দাম ৷ এআই প্রযুক্তির সুবিধাযুক্ত এই ল্যাপটপে কাজ যে আরও সহজ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না ৷

Acer Swift 14 AI ও Swift 16 AI

স্পেসিফিকেশন

  • অপারেটিং সিস্টেম- উইন্ডোজ 11
  • প্রসেসর- Snapdragon X+8 কোর প্রসেসর
  • গ্রাফিক্স- Qualcomm AdrenoTM GPU
  • সফটওয়্যার- এমএস অফিস হোম এবং স্টুডেন্ট
  • ব্যাটারি - 75Wh ব্যাটারি ক্ষমতা, 28 ঘণ্টা ব্যবহারের সুবিধা
  • স্টোরেজ - 32GB পর্যন্ত LPDDR5X RAM এবং 2 TB অর্থাৎ 2 হাজার জিবির কাছাকাছি ৷
  • নিরাপত্তা - ফেস রিডার এবং ফিঙ্গারপ্রিন্ট রিডারের সুবিধা
  • সংযোগ – Wi-Fi 7, Bluetooth 5.4, Thunderbolt 4 এবং HDMI 2.1 পোর্ট

উৎসব হোক আরও আনন্দের, গ্রাহকদের OTT সাবস্ক্রিপশন ও 10 জিবি ডেটা ফ্রি এয়ারটেলের

অন্যান্য বৈশিষ্ট্য

  • এআই প্রযুক্তি
  • Acer সহায়তা
  • Acer পিউরিফাইড ভিউ 2.0
  • Acer পিউরিফাইড ভয়েস 2.0
  • Acer LiveArt
  • ট্রিপল মাইক সাপোর্ট

'তথ্যপ্রযুক্তি শিল্পে বড় চ্যালেঞ্জ এআই' মার্কিন সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির নিয়ে আশঙ্কা রাহুলের

ডিসপ্লে

  • 3K OLED ডিসপ্লে
  • 90Hz রেফারেন্স রেট
  • টাচস্ক্রিন
  • সি টাইপ ইউএসবি পোর্ট

এসারের Swift 14 AI ল্যাপটপের দাম শুরু হচ্ছে 1,29,999 টাকা থেকে ৷ এর মধ্যে অতিরিক্ত ফিচার অ্য়াড করলে দাম আরও বাড়তে পারে ৷ ল্যাপটপটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যাচ্ছে ৷ ভারতের বাজারে কবে লঞ্চ করবে তা এখনও জানা যায়নি ৷

Swift 14 AI এবং Swift 16 AI বৈশিষ্ট্য: যদি আমরা Acer-এর এই ল্যাপটপে রয়েছে স্ন্যাপড্রাগন X প্লাস 8-কোর প্রসেসর। এই ল্যাপটপের কভারে রয়েছে র‌্যাম্বো কালার। টাচপ্যাডে একটি এআই অ্যাক্টিভিটি ইন্ডিকেটরও দেওয়া হয়েছে ৷ এই ল্যাপটপের 3K OLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে 90Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে । এটিতে টাচস্ক্রিনের সুবিধা রয়েছে ৷

আজই লঞ্চ করছে আইফোন 16, দু‘টি সিরিজের দাম কমল 11হাজার টাকা পর্যন্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.