ভদ্রেশ্বর, 20 অগস্ট: ঘুমন্ত অবস্থায় যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভদ্রেশ্বরে । মৃত যুবকের নাম গুড্ডু যাদব (25)। তবে কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে চন্দননগর কমিশনারেটের পুলিশ । ঘটনাস্থল থেকে পায়ের ছাপ পাওয়া গিয়েছে । পুলিশ কুকুর এনে তদন্ত চালাচ্ছে গোয়েন্দা শাখা ৷ এই ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, পরিবার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কিছু সূত্র পাওয়া গিয়েছে । তদন্ত করে সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বর খুঁরিগাছির বাসিন্দা গুড্ডু । ভদ্রেশ্বর পুরসভার 21 নম্বর ওয়ার্ড খুঁরিগাছি এলাকায় খাটাল রয়েছে তাদের । সকলেই দুধের ব্যবসা করে ৷ অন্যান্য দিনের মতো অনেক রাতে খাটালের যাবতীয় কাজ সেরে ঘুমাতে যায় গুড্ডু । খাটালের ভিতর খোলা জায়গায় চৌকিতে ঘুমোচ্ছিল গুড্ডু, তাঁর ভাই ও জামাইবাবু । এমন সময় ভোর তিনটে নাগাদ গুড্ডুর পেটে ছুরি মারে কেউ ৷ বিষয়টি তাঁর ভাই ছোট্টু দেখতে পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় আততায়ী । রক্তাক্ত অবস্থায় গুড্ডুকে টোটো করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।
ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় ভদ্রেশ্বর থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন হতে পারে । তবে কাউকে চিনতে পারেনি কেউ । কী কারণে এই শত্রুতা সেটাও পরিষ্কার নয় । স্থানীয়রা জানিয়েছেন, খাটালে বহিরাগতদের আনাগোনা ছিল ।
এই বিষয়ে স্থানীয় অন্য একটি খাটালের মালিক সঞ্জয় যাদব বলেন,"আগে এরকম কোনওদিন ঘটেনি । সকলে এভাবেই থাকে । গুড্ডুর বাড়ি বিহারে । ছোটবেলা থেকেই ও এখানে কাজ করে । কিন্তু কী কারণে এই ঘটনা আমি বুঝতে পারছি না । এখন আমরা যথেষ্টই আতঙ্কিত আছি ।"