ETV Bharat / state

সালানপুরে স্কুল ফেরত ছাত্রকে প্রাণে মারার চেষ্টা ! অভিযুক্তরা বিহারের বাসিন্দা - SCHOOL STUDENT BEATEN UP

আক্রান্ত ছাত্র জানিয়েছে, মারধর করার সময় ওই যুবকরা বলছিল, তাদের নাকি হুমকি দেওয়া হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে রয়েছে প্রণয়জনিত কারণ ৷

school student beaten up
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2024, 3:31 PM IST

আসানসোল, 18 ডিসেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে । শুধু তাই নয়, ছাত্রকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ । পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা বিহারের শেখপুরার বাসিন্দা । তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ।

ভিনরাজ্য থেকে বেড়াতে এসে এ রাজ্যে ছাত্রকে কেন মারধর করা হল, জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে ছাত্রকে মারধরের সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয় । একজনকে ধরে ফেলে এলাকাবাসী । এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় ৷ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সালানপুরের বাথানবাড়ি এলাকার বাসিন্দা ছাত্র নবীন লাহা (14) । সালানপুরের রূপনারায়ণপুর এলাকায় একটি ইংরাজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে । আক্রান্ত ছাত্র বলে, "মারধর করার সময় ওই যুবকরা বলছিল, সোশাল মিডিয়ায় তাদের নাকি হুমকি দেওয়া হয়েছে । আমি তাদের চিনিও না । কাউকে কোনও হুমকি দিইনি ।"

ছাত্রের বাবা কাঞ্চন লাহার দাবি, সোমবার বিকেলে তাঁর ছেলে যখন স্কুল থেকে ফিরছিল তখন রূপনারায়ণপুর রেল ব্রিজের কাছে প্রতাপপুর গ্রাম যাওয়ার রাস্তায় চার যুবক নবীনের পথ আগলে দাঁড়ায় । তারপর বেধড়ক মারতে শুরু করে তাকে । বেল্ট দিয়ে মারধর করা হয় ছাত্রকে । শুধু তাই নয়, ওই যুবকদের হাতে লোহার পাঞ্চ ও অনান্য অস্ত্র ছিল বলে অভিযোগ ৷

কাঞ্চন লাহা বলেন, "আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিল তাদের । কিন্তু স্থানীয়রা দেখতে পেয়ে যায় ৷ তারা বাধা দিতে এলে যুবকরা পালানোর চেষ্টা করে । একজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা । তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"

এই ঘটনায় ছাত্র নবীন লাহা চোখে এবং মাথায় গভীর আঘাত পেয়েছে । সোমবার ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকাল থেকে ওই ছাত্রের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল তার পরিবার । আর তাই মঙ্গলবার রাতে এসে সালানপুর থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রের বাবা । তিনি অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।

অন্যদিকে পুলিশ আটক হওয়া যুবকের কাছ থেকে জানতে পেরেছে, দুই যুবক বিহারের শেখপুরার বাসিন্দা । তারা সালানপুর এলাকায় কোথাও আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন । বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ । কিন্তু কেন তাঁরা ছাত্রকে আক্রমণ করল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি । পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে কোনও প্রণয়জনিত কারণ থাকতে পারে ।

আসানসোল, 18 ডিসেম্বর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে । শুধু তাই নয়, ছাত্রকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ । পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা বিহারের শেখপুরার বাসিন্দা । তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ।

ভিনরাজ্য থেকে বেড়াতে এসে এ রাজ্যে ছাত্রকে কেন মারধর করা হল, জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে ছাত্রকে মারধরের সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয় । একজনকে ধরে ফেলে এলাকাবাসী । এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেয় ৷ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সালানপুরের বাথানবাড়ি এলাকার বাসিন্দা ছাত্র নবীন লাহা (14) । সালানপুরের রূপনারায়ণপুর এলাকায় একটি ইংরাজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে । আক্রান্ত ছাত্র বলে, "মারধর করার সময় ওই যুবকরা বলছিল, সোশাল মিডিয়ায় তাদের নাকি হুমকি দেওয়া হয়েছে । আমি তাদের চিনিও না । কাউকে কোনও হুমকি দিইনি ।"

ছাত্রের বাবা কাঞ্চন লাহার দাবি, সোমবার বিকেলে তাঁর ছেলে যখন স্কুল থেকে ফিরছিল তখন রূপনারায়ণপুর রেল ব্রিজের কাছে প্রতাপপুর গ্রাম যাওয়ার রাস্তায় চার যুবক নবীনের পথ আগলে দাঁড়ায় । তারপর বেধড়ক মারতে শুরু করে তাকে । বেল্ট দিয়ে মারধর করা হয় ছাত্রকে । শুধু তাই নয়, ওই যুবকদের হাতে লোহার পাঞ্চ ও অনান্য অস্ত্র ছিল বলে অভিযোগ ৷

কাঞ্চন লাহা বলেন, "আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিল তাদের । কিন্তু স্থানীয়রা দেখতে পেয়ে যায় ৷ তারা বাধা দিতে এলে যুবকরা পালানোর চেষ্টা করে । একজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা । তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।"

এই ঘটনায় ছাত্র নবীন লাহা চোখে এবং মাথায় গভীর আঘাত পেয়েছে । সোমবার ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকাল থেকে ওই ছাত্রের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল তার পরিবার । আর তাই মঙ্গলবার রাতে এসে সালানপুর থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রের বাবা । তিনি অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।

অন্যদিকে পুলিশ আটক হওয়া যুবকের কাছ থেকে জানতে পেরেছে, দুই যুবক বিহারের শেখপুরার বাসিন্দা । তারা সালানপুর এলাকায় কোথাও আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন । বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ । কিন্তু কেন তাঁরা ছাত্রকে আক্রমণ করল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি । পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে কোনও প্রণয়জনিত কারণ থাকতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.