ETV Bharat / state

নেশা করিয়ে যুবককে খুনের অভিযোগ তুতো ভাইয়ের বিরুদ্ধে, গ্রেফতার নিহতের মা - Murder at Chakdaha in Nadia

Chakdaha murder Case: নদিয়ার চাকদায় বোনের ছেলের সঙ্গে পরিকল্পনা করে ছেলেকে খুনে অভিযুক্ত মা ৷ পারিবারিক শত্রুতা থেকেই মদ্যপান করিয়ে দাদাকে খুন করল মাসতুতো ভাই ৷ ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 5:43 PM IST

চাকদা, 16 মার্চ: বোনপো'র সঙ্গে চক্রান্ত করে ছেলেকে খুন ৷ ঘটনায় অভিযুক্ত মা ৷ শুক্রবার রাতে শিমুরালি ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন এলাকার ঘটনা ৷ মৃতের স্ত্রী'র অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মদ্যপ অবস্থায় রাজকুমার বিশ্বাস কুপিয়ে হত্য়া করে দাদা শুভ সাহাকে (29) ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাজ কুমার বিশ্বাস ৷

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক চাকদার শিমুরালি এলাকার বাসিন্দা ৷ শুক্রবার রাতে চাকদা থানার অন্তর্গত বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় রাজকুমার বিশ্বাস ও শুভ সাহা (সম্পর্কে তুতো ভাই) একসঙ্গে মদ্যপান করছিলেন । মদের আসরেই দুই ভাইয়ের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, সেই সময়েই রাজকুমার ধারালো অস্ত্র দিয়ে দাদা শুভ সাহাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচাতে চিৎকার শুরু করেন শুভ সাহা। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা । প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় শুভকে উদ্ধার করেন। তার বাড়িতে খবর দেন ৷ ঘটনার পর থেকেই এলাকাছাড়া অভিযুক্ত রাজকুমার ।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পুরনো শত্রুতা জেরেই এই খুন ৷ অভিযুক্ত রাজকুমারের খোঁজে এবং সমগ্র ঘটনার তদন্তে নেমেছে চাকদা থানার পুলিশ ।

ঘটনা প্রসঙ্গেই মৃতের স্ত্রী স্মৃতি সূত্রধর বলেন, "দীর্ঘদিন ধরেই শাশুড়ির সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল ৷ আমার শাশুড়ি স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করছিল তার বোনের ছেলেকে সঙ্গে নিয়ে ৷ সেইমতোই তার বোনের ছেলেকে ডেকে পাঠিয়েছিল ৷ পরিকল্পনামতো আমার স্বামীকে মদ্যপান করায় শাশুড়ির বোনের ছেলে ৷ সেই সময়েই হয়তো দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল ৷ তখনই আমার স্বামীকে খুন সে করেছে ৷" মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নিহত শুভ সাহার মা'কে গ্রেফতার করেছে পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ভোটের মুখে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার
  2. স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
  3. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল

চাকদা, 16 মার্চ: বোনপো'র সঙ্গে চক্রান্ত করে ছেলেকে খুন ৷ ঘটনায় অভিযুক্ত মা ৷ শুক্রবার রাতে শিমুরালি ভাগীরথী শিল্পাশ্রম সংলগ্ন এলাকার ঘটনা ৷ মৃতের স্ত্রী'র অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মদ্যপ অবস্থায় রাজকুমার বিশ্বাস কুপিয়ে হত্য়া করে দাদা শুভ সাহাকে (29) ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাজ কুমার বিশ্বাস ৷

পুলিশ সূত্রে খবর, মৃত যুবক চাকদার শিমুরালি এলাকার বাসিন্দা ৷ শুক্রবার রাতে চাকদা থানার অন্তর্গত বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় রাজকুমার বিশ্বাস ও শুভ সাহা (সম্পর্কে তুতো ভাই) একসঙ্গে মদ্যপান করছিলেন । মদের আসরেই দুই ভাইয়ের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, সেই সময়েই রাজকুমার ধারালো অস্ত্র দিয়ে দাদা শুভ সাহাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচাতে চিৎকার শুরু করেন শুভ সাহা। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা । প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় শুভকে উদ্ধার করেন। তার বাড়িতে খবর দেন ৷ ঘটনার পর থেকেই এলাকাছাড়া অভিযুক্ত রাজকুমার ।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পুরনো শত্রুতা জেরেই এই খুন ৷ অভিযুক্ত রাজকুমারের খোঁজে এবং সমগ্র ঘটনার তদন্তে নেমেছে চাকদা থানার পুলিশ ।

ঘটনা প্রসঙ্গেই মৃতের স্ত্রী স্মৃতি সূত্রধর বলেন, "দীর্ঘদিন ধরেই শাশুড়ির সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল ৷ আমার শাশুড়ি স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করছিল তার বোনের ছেলেকে সঙ্গে নিয়ে ৷ সেইমতোই তার বোনের ছেলেকে ডেকে পাঠিয়েছিল ৷ পরিকল্পনামতো আমার স্বামীকে মদ্যপান করায় শাশুড়ির বোনের ছেলে ৷ সেই সময়েই হয়তো দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল ৷ তখনই আমার স্বামীকে খুন সে করেছে ৷" মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নিহত শুভ সাহার মা'কে গ্রেফতার করেছে পুলিশ ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ভোটের মুখে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার
  2. স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
  3. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.