ETV Bharat / state

চুরি করতে এসে ডিম ভেজে খেল যুবক, ডিমটোস্ট বানিয়ে খাওয়াল ডাম্পার চালককেও - Theft in Bolpur

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 5:57 PM IST

Theft in Bolpur Shop: চুরি করতে এসে ডিমটোস্ট বিক্রি করে ক্রেতার থেকে টাকা নিল চোর ৷ এমনকী নিজেও ডিম ভেজে খেল সে ৷ আজব কাণ্ড বোলপুরে ৷ দোকান মালিকের কথায়, বাপের জন্মে এমন চোর দেখিনি । আর গাড়ির চালক ক্রেতা জানান, চোরের হাতে ডিমটোস্ট খেয়ে 30 টাকা দিলাম ।

Theft in Bolpur
চুরি করতে এসে ডিম ভেজে খেল যুবক (নিজস্ব ছবি)

বোলপুর, 5 অগস্ট: চুরি করতে এসে আজব কাণ্ড যুবকের ৷ চায়ের দোকান থেকে ডিম ভেজে খেল চোর 'বাবাজীবন' ৷ তাতেই ক্ষান্ত হয়নি সে ৷ একা কেন খাবে ! ডিমটোস্ট বানিয়ে খাইয়ে টাকাও নিল এক ক্রেতার থেকে ৷ পরে বাসনপত্র ফেলে রেখে ডিম-সহ দোকানের সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দিল চোর । ঘটনাটি ঘটেছে বোলপুরের নেতাজি বাজারের একটি চায়ের দোকানে ।

ডিমটোস্ট বানিয়ে খাওয়ালো ডাম্পার চালককে (ইটিভি ভারত)

দোকান মালিক নিজে বলছেন, "বাপের জন্মে এমন চোর দেখিনি । আমার দোকানেই এসে 20 টা ডিম ভেজেছে । নিজে খেয়েছে, একজনকে বিক্রি করে টাকা নিয়েছে ৷ তারপর সব জিনিস নিয়ে পালিয়েছে । দুবার চুরি হল আমার দোকানে ৷ সর্বস্ব চলে গিয়েছে ।"

জানা গিয়েছে, শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা কৃষ্ণগোপাল দাস ৷ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার ৷ বোলপুরের নেতাজি বাজারের একটি চায়ের দোকান চালিয়েই তাঁদের সংসার চলে ৷ 2 অগস্ট রাতে তাঁদের চায়ের দোকানের বাতার বেড়ার তালা ভেঙে চুরি যায় বিস্কুটের বোতল, বাসনপত্র-সহ নগদ কিছু টাকা ৷ চুরি যাওয়ার পর সতর্ক হয়ে দোকান মালিক কৃষ্ণ নতুন বড় তালা কিনে আনেন ৷ আরও সতর্কতার সঙ্গে দোকান বন্ধ করেন ।

কিন্তু সোমবার ভোর রাতে ফের চুরি হয় ওই চায়ের দোকানে ৷ জানা গিয়েছে, এক যুবক চুরি করতে এসে প্রথমে দোকান খোলে ৷ এরপর মাটিতে ইঁট সাজিয়ে উনুন বানায় সে ৷ তারপর কাগজ জ্বালিয়ে উনুন ধরিয়ে ডিম ভাজতে থাকে । সেই সময় এক ডাম্পার চালক দোকান খোলা দেখে এগিয়ে আসেন ৷ কিছু খাবার হবে? জিজ্ঞাসা করতেই চোরবাবাজি বলে ডিমটোস্ট হবে ৷ তাঁকে ডিমটোস্ট বানিয়ে খাইয়ে বিনিময়ে চালকের কাছ থেকে 30 টাকাও নেয় চোর ৷ তারপর নিজে ডিম ভাজা খেয়ে ব্যবহৃত বাসনপত্রগুলো ফেলে রেখে দোকানের অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় যুবক ৷

সকালে এসে দোকান মালিক চুরির বিষয়টি জানতে পারেন ৷ সকালে ফের রামপুরহাটের বাসিন্দা ডাম্পার চালক আপেল শেখ ওই দোকানে চা খেতে আসেন । সেই সময় কথোপকথনের রাতের চোরের কৃতি প্রকাশ্যে আসে ৷ এছাড়াও স্থানীয় একটি কম্পিউটারের দোকানের সিসি ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ দোকান খুলে 'বিক্রেতা' চোর ডিম ভাজছেন ৷

ডাম্পার চালক আপেল শেখ বলেন, "কর্মজীবনে কোনওদিন এমন কাণ্ড আমার সঙ্গে হয়নি ৷ চোরের হাতে ডিমটোস্ট খেলাম ৷ দোকান খোলা দেখে গিয়েছিলাম ৷ বলল কাকার দোকান, আমি রাতে চালাই ৷ ডিমটোস্টের দাম 22 টাকা । আমার থেকে 30 টাকা নিল ৷ সকালে 8 টাকা দিয়ে দেব বলল ৷ সকালে চা খেতে গিয়ে শুনি ওটা চোর ছিল, সব নিয়ে পালিয়েছে ।"

একদিকে চোরের এই কৃতি শুনে হাসির রোল উঠেছে বোলপুরে । অন্যদিকে, একই দোকানে দুবার চুরির ঘটনায় আতঙ্ক ছাড়িয়ে ব্যবসায়ীদের মধ্যে ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে ৷ ইতিমধ্যেই এই মর্মে বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানের মালিক ৷

বোলপুর, 5 অগস্ট: চুরি করতে এসে আজব কাণ্ড যুবকের ৷ চায়ের দোকান থেকে ডিম ভেজে খেল চোর 'বাবাজীবন' ৷ তাতেই ক্ষান্ত হয়নি সে ৷ একা কেন খাবে ! ডিমটোস্ট বানিয়ে খাইয়ে টাকাও নিল এক ক্রেতার থেকে ৷ পরে বাসনপত্র ফেলে রেখে ডিম-সহ দোকানের সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দিল চোর । ঘটনাটি ঘটেছে বোলপুরের নেতাজি বাজারের একটি চায়ের দোকানে ।

ডিমটোস্ট বানিয়ে খাওয়ালো ডাম্পার চালককে (ইটিভি ভারত)

দোকান মালিক নিজে বলছেন, "বাপের জন্মে এমন চোর দেখিনি । আমার দোকানেই এসে 20 টা ডিম ভেজেছে । নিজে খেয়েছে, একজনকে বিক্রি করে টাকা নিয়েছে ৷ তারপর সব জিনিস নিয়ে পালিয়েছে । দুবার চুরি হল আমার দোকানে ৷ সর্বস্ব চলে গিয়েছে ।"

জানা গিয়েছে, শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা কৃষ্ণগোপাল দাস ৷ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার ৷ বোলপুরের নেতাজি বাজারের একটি চায়ের দোকান চালিয়েই তাঁদের সংসার চলে ৷ 2 অগস্ট রাতে তাঁদের চায়ের দোকানের বাতার বেড়ার তালা ভেঙে চুরি যায় বিস্কুটের বোতল, বাসনপত্র-সহ নগদ কিছু টাকা ৷ চুরি যাওয়ার পর সতর্ক হয়ে দোকান মালিক কৃষ্ণ নতুন বড় তালা কিনে আনেন ৷ আরও সতর্কতার সঙ্গে দোকান বন্ধ করেন ।

কিন্তু সোমবার ভোর রাতে ফের চুরি হয় ওই চায়ের দোকানে ৷ জানা গিয়েছে, এক যুবক চুরি করতে এসে প্রথমে দোকান খোলে ৷ এরপর মাটিতে ইঁট সাজিয়ে উনুন বানায় সে ৷ তারপর কাগজ জ্বালিয়ে উনুন ধরিয়ে ডিম ভাজতে থাকে । সেই সময় এক ডাম্পার চালক দোকান খোলা দেখে এগিয়ে আসেন ৷ কিছু খাবার হবে? জিজ্ঞাসা করতেই চোরবাবাজি বলে ডিমটোস্ট হবে ৷ তাঁকে ডিমটোস্ট বানিয়ে খাইয়ে বিনিময়ে চালকের কাছ থেকে 30 টাকাও নেয় চোর ৷ তারপর নিজে ডিম ভাজা খেয়ে ব্যবহৃত বাসনপত্রগুলো ফেলে রেখে দোকানের অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় যুবক ৷

সকালে এসে দোকান মালিক চুরির বিষয়টি জানতে পারেন ৷ সকালে ফের রামপুরহাটের বাসিন্দা ডাম্পার চালক আপেল শেখ ওই দোকানে চা খেতে আসেন । সেই সময় কথোপকথনের রাতের চোরের কৃতি প্রকাশ্যে আসে ৷ এছাড়াও স্থানীয় একটি কম্পিউটারের দোকানের সিসি ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ দোকান খুলে 'বিক্রেতা' চোর ডিম ভাজছেন ৷

ডাম্পার চালক আপেল শেখ বলেন, "কর্মজীবনে কোনওদিন এমন কাণ্ড আমার সঙ্গে হয়নি ৷ চোরের হাতে ডিমটোস্ট খেলাম ৷ দোকান খোলা দেখে গিয়েছিলাম ৷ বলল কাকার দোকান, আমি রাতে চালাই ৷ ডিমটোস্টের দাম 22 টাকা । আমার থেকে 30 টাকা নিল ৷ সকালে 8 টাকা দিয়ে দেব বলল ৷ সকালে চা খেতে গিয়ে শুনি ওটা চোর ছিল, সব নিয়ে পালিয়েছে ।"

একদিকে চোরের এই কৃতি শুনে হাসির রোল উঠেছে বোলপুরে । অন্যদিকে, একই দোকানে দুবার চুরির ঘটনায় আতঙ্ক ছাড়িয়ে ব্যবসায়ীদের মধ্যে ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে ৷ ইতিমধ্যেই এই মর্মে বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানের মালিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.