ভোপাল, 5 এপ্রিল: রাস্তা দিয়ে বোলেরো ছুটছে ৷ কিন্তু তাতে কোনও চালক নেই ৷ এই দৃশ্য কোনও বিদেশি রাস্তায় বা ভৌতিক সিনেমার শ্য়ুটিং নয়৷ ভোপালের রাস্তায় চোখে পড়বে এই দৃশ্য ৷ নিশ্চয় ভাবছেন কী করে সম্ভব ৷ চালকহীন গাড়ি আবিষ্কার করে চমকে দিয়েছেন মধ্যপ্রদেশের ভোপালের একটি স্টার্ট-আপ সংস্থা ৷ চালক ছাড়াই নিরাপদে রাস্তায় চলছে এই গাড়ি ৷
ভোপালের বাসিন্দা সঞ্জীব শর্মা ৷ তাঁর একটি স্টার্ট-আপ সংস্থা আছে ৷ সম্প্রতি তিনি এই চালকহীন গাড়ি তৈরি করেছেন ৷ এই কাজে তাঁকে সাহায্য করেছেন 15 জন সহকারী ৷ আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে ৷ ভোপালের রাস্তায় আপাতত ঘুরতে দেখা গিয়েছে চালকহীন এই বোলেরো গাড়িটি ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল ৷
চালকের আসনে থাকে কম্পিউটার: স্টার্ট-আপ সংস্থার পক্ষ থেকে সঞ্জীব শর্মা জানান, চালকবিহীন এই গাড়িটির নিয়ন্ত্রক একটি অটোনমাস রোবোট ৷ বলা যায় এই গাড়িতে এ আই সিস্টেম বসানো হয়েছে ৷ সেটি চালাচ্ছে বোলেরো গাড়িটি ৷ এই প্রসঙ্গেই সঞ্জীব শর্মা বলেন, "গাড়িতে এই রোবোট ইনস্টল করার সঙ্গে সঙ্গে সেটি নিজে থেকেই সেন্স করতে শুরু করবে ৷ গাড়িটি চলতে শুরু করবে ৷ চালকের প্রয়োজন নেই গাড়িটি চালানোর জন্য ৷"
গাড়িতে ইনস্টল করা ক্যামেরা এবং সেন্সরের গুরুত্বপূর্ণ ভূমিকা : সঞ্জীব শর্মা জানান, তিনি গাড়িটি তৈরি করেননি ৷ শুধু মাত্র প্রযুক্তিটি তৈরি করেছেন ৷ সেটি ইনস্টল করেছেন গাড়িতে ৷ এই সিস্টেমে একটি অ্যালগারিজম ঢোকানো হয়েছে যা এআই-এর সঙ্গে সংযুক্ত। এতে গাড়িতে লাগানো সেন্সর ও ক্যামেরার সাহায্যে গাড়ির গতি থেকে শুরু করে ব্রেক নিয়ন্ত্রিত হবে । এছাড়াও, গাড়িটিকে একটি বিশেষ কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে ৷ যাতে কখন থামবে এবং কখন চলাচল করবে তা নির্ধারণ করতে পারে । এই পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে সাহায্য করবে ৷
বিদেশি বিনিয়োগ: তিনি আরও উল্লেখ করেন, 2009 সালে আইআইটি-তে পড়ার সময় থেকে তিনি স্বপ্ন দেখতেন এইরকম একটি স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করার ৷ সেই কথা মাথায় রেখেই তিনি এই এআই প্রযুক্তির- প্রোগ্রাম তৈরি করেছেন। এখন পর্যন্ত তিনি দেশের 36টি বিভিন্ন স্থানে এই গাড়ির ডেমো দিয়েছেন। তার স্টার্ট-আপটি বর্তমানে বিদেশি বিনিয়োগ পেয়েছে ৷ যার সাহায্য়ে এই প্রকল্পটি সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: