ETV Bharat / state

বন্ধুর জন্মদিন পালনের আগে পিক আপ ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলে মৃত 2 - Road Accident - ROAD ACCIDENT

Birthday Celebration turns into Tragic: বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে মধ্যরাতে প্রাণ গেল অপর দুই বন্ধুর ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই বন্ধু । গড়বেতার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Road Accident
পিক আপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 9:33 PM IST

গড়বেতা, 9 জুন: কর্মসূত্রে বাইরে থাকে বন্ধু ৷ সকাল হলেই ফিরবে কর্মস্থলে। ঘড়ির কাঁটা ধরে চার বন্ধু রাত 12টায় বাইরে থাকা বন্ধুর জন্মদিন পালনের তোড়জোড় সব সেরেই রেখেছিল। রাস্তার ধারেই হয়েছিল যাবতীয় প্ল্যান ৷ কিন্তু বন্ধু কেক কাটতে আসার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ৷ আচমকাই পিক-আপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারল চার বন্ধুকে। চন্দ্রকোণায় ঘটনাস্থলেই মৃত্যু হল দু'জনের ৷ গুরুতর আহত অবস্থায় বাকি দু'জন বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন ।

বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে মৃত্যু (ইটিভি ভারত)

জানা গিয়েছে, শনিবার রাত ঠিক 11টা 50 মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনা-রসকুন্ডু রাজ্যসড়কে । রাতেই ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ ৷ পিক-আপের ধাক্কায় গুরুতর জখম চারজনকেই চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ মৃত দুই বন্ধুর নাম শুভ দাস ও বিক্রম মণ্ডল ৷ আহতদের মধ্যে সৌরভ দাস মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং মিন্টু সরকার নামের আর এক বন্ধু এসএসকেএমে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে খবর ।

পুলিশ সূত্রে খবর , আমশোল গ্রামে বাড়ি পাঁচ বন্ধুর । তার মধ্যে দেবাশিস মুর্শিদ নামের এক বন্ধুর জন্মদিন ছিল আজ রবিবার। দেবাশিষ কর্মসূত্রে বাইরে থাকেন। এ দিন সকালে তাঁর কর্মস্থলে চলে যাওয়ার কথা । তাই রাত্রি 12 টা বাজার কিছু আগে দেবাশিসের বাড়ির সামনে রাজ্য সড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিল অপর চার বন্ধু শুভ দাস, বিক্রম মণ্ডল, মিন্টু সরকার ও সৌরভ দাস । বন্ধুকে জন্মদিনের সারপ্রাইজ দেবে বলেই ছিল তাঁদের এই আয়োজন। কিন্তু বন্ধুর জন্মদিন পালন করা হল কই?

জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা পিক-আপ ভ্যানের ধাক্কায় চারজনই রাস্তায় ছিটকে গিয়ে পড়ে । ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা সেখানে ছুটে আসে ৷ খবর যায় গড়বেতা থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে পাঠায় । এদিন সকালে চন্দ্রকোনা থানার পুলিশ দেহ দু'টি চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য । এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া আমশোল গ্রামে ।

গড়বেতা, 9 জুন: কর্মসূত্রে বাইরে থাকে বন্ধু ৷ সকাল হলেই ফিরবে কর্মস্থলে। ঘড়ির কাঁটা ধরে চার বন্ধু রাত 12টায় বাইরে থাকা বন্ধুর জন্মদিন পালনের তোড়জোড় সব সেরেই রেখেছিল। রাস্তার ধারেই হয়েছিল যাবতীয় প্ল্যান ৷ কিন্তু বন্ধু কেক কাটতে আসার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ৷ আচমকাই পিক-আপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারল চার বন্ধুকে। চন্দ্রকোণায় ঘটনাস্থলেই মৃত্যু হল দু'জনের ৷ গুরুতর আহত অবস্থায় বাকি দু'জন বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন ।

বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে মৃত্যু (ইটিভি ভারত)

জানা গিয়েছে, শনিবার রাত ঠিক 11টা 50 মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনা-রসকুন্ডু রাজ্যসড়কে । রাতেই ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ ৷ পিক-আপের ধাক্কায় গুরুতর জখম চারজনকেই চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ মৃত দুই বন্ধুর নাম শুভ দাস ও বিক্রম মণ্ডল ৷ আহতদের মধ্যে সৌরভ দাস মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং মিন্টু সরকার নামের আর এক বন্ধু এসএসকেএমে চিকিৎসাধীন বলে পরিবার সূত্রে খবর ।

পুলিশ সূত্রে খবর , আমশোল গ্রামে বাড়ি পাঁচ বন্ধুর । তার মধ্যে দেবাশিস মুর্শিদ নামের এক বন্ধুর জন্মদিন ছিল আজ রবিবার। দেবাশিষ কর্মসূত্রে বাইরে থাকেন। এ দিন সকালে তাঁর কর্মস্থলে চলে যাওয়ার কথা । তাই রাত্রি 12 টা বাজার কিছু আগে দেবাশিসের বাড়ির সামনে রাজ্য সড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিল অপর চার বন্ধু শুভ দাস, বিক্রম মণ্ডল, মিন্টু সরকার ও সৌরভ দাস । বন্ধুকে জন্মদিনের সারপ্রাইজ দেবে বলেই ছিল তাঁদের এই আয়োজন। কিন্তু বন্ধুর জন্মদিন পালন করা হল কই?

জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা পিক-আপ ভ্যানের ধাক্কায় চারজনই রাস্তায় ছিটকে গিয়ে পড়ে । ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা সেখানে ছুটে আসে ৷ খবর যায় গড়বেতা থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে পাঠায় । এদিন সকালে চন্দ্রকোনা থানার পুলিশ দেহ দু'টি চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য । এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া আমশোল গ্রামে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.