ETV Bharat / state

পোস্টমাস্টার থেকে পোস্টম্যান একজনই, 11 গ্রামের ভরসা 124 বছরের বক্সাদুয়ার ডাকঘর

বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা নেই ৷ বন্ধ হওয়ার মুখে ব্রিটিশদের তৈরি বক্সাদুয়ার পোস্ট অফিস ৷ এদিকে, পোস্টমাস্টার নিজেই চিঠি পৌঁছে দেন ঘরে ঘরে ৷

WORLD POST DAY 2024
বক্সাদুয়ার পোস্ট অফিস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 9:11 AM IST

জলপাইগুড়ি, 9 অক্টোবর: "রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে ।" কবি সুকান্তের বিখ্যাত এই কবিতার সঙ্গে আজকের এই রানারের গল্পের একাধিক মিল রয়েছে ৷ একদিকে, আস্ত এক পোস্ট অফিসের দায়িত্ব তাঁর কাঁধে ৷ অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে তাঁকেই পৌঁছে দিতে হয় চিঠি ৷ তবে এই 'রানার' একজন মহিলা ৷ নাম শ্রীজনা থাপা ৷

124 বছর ধরে ডাক পরিষেবায় বক্সাদুয়ার পোস্ট অফিস:

'ডিজিটাল ইন্ডিয়া'র যুগে, ইমেল-মেসেজের যুগে আজও বক্সা পাহাড় অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ডাক পৌঁছে দেন শ্রীজনা ৷ প্রতিদিন রাতে ঘণ্টা না বাজলেও, দিনের বেলায় আজও ডাক নিয়ে ছুটে চলেছেন বর্তমান যুগের এই রানার ৷ তবে রক্ষণাবেক্ষণের অভাব ও কর্মচারীর অভাবে আজ বন্ধ হতে চলেছে ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী পোস্ট অফিস ৷ 124 বছর ধরে ডাক পরিষেবা দিয়ে আসছে বক্সাদুয়ার পোস্ট অফিস । সেখানে গেলে ব্রিটিশ আমলের বাটখারা-সহ বাকি জিনিসপত্র আজও চোখে পড়বে । তবে ব্রিটিশ আমলের সেই জৌলুস হারিয়ে গিয়েছে ৷

বক্সাদুয়ার ডাকঘর (ইটিভি ভারত)

নেই বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ:

বিদ্যুৎ সংযোগ নেই ৷ কাজের গতি আনতে বাকি পোস্ট অফিসগুলির মতো ঐতিহ্যবাহী এই পোস্ট অফিসে ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু, উঁচু পাহাড়ে নেটওয়ার্ক না পাওয়ায় সেই পরিষেবাও অকেজ হয়ে পড়ে রয়েছে ৷ ফলে বিপাকে পড়েছেন পোস্ট মাস্টার ও তাঁর গ্রাহকরা ৷ জরুরী ভিত্তিতে টাকা দরকার হলেই বিপত্তি । টাকা তুলতে পাহাড় থেকে নিচে নেমে ইন্টারনেট সংযোগ থাকা পোস্ট অফিসে আসতে হয় গ্রাহকদের । শুধু তাই নয়, টাকা তোলা কিংবা জমা দেওয়ার ক্ষেত্রে রাজাভাতখাওয়া পোস্ট অফিসে আসতে হয় তাঁদের ৷

WORLD POST DAY 2024
ব্রিটিশ জামানার স্ট্যাম্প (নিজস্ব চিত্র)

11 গ্রামে প্রতিনিয়ত চিঠি পৌঁছয় বক্সাদুয়ার পোস্ট অফিস:

আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া পোস্ট অফিস থেকে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ডাক নিয়ে যান পোস্টমাষ্টার শ্রীজনা ৷ সেখান থেকে সকালে ডাক নিয়ে সানতালাবাড়ি পর্যন্ত বাসে বা স্কুটিতে যান তিনি ৷ সেখান থেকে আঠাস বস্তি এলাকা ৷ তারপর পায়ে হেঁটে পাহাড়ি পথে 3 কিলোমিটার অতিক্রম করে বক্সা পোষ্ট অফিস পৌঁছন শ্রীজনা । এরপর বক্সা পাহাড়ের সদর বাজার, লেপচাখা, 28 বস্তি, 29 বস্তি, আদমা, চুনাভাটি, সান্তালাবাড়ি, টাসিগাও, বক্সা ফোর্ট, ডারাগাও, খাটালিং, ফুলবাড়ির মতো 11টি গ্রামে গিয়ে প্রতিনিয়ত ডাক পৌঁছে দিতে হয় তাঁকে ৷ বিশ্বায়নের যুগে অক্লান্ত পরিশ্রম করে আজও নিজের ভঙ্গিমায় সাবলিল মহিলা এই পোস্টমাষ্টার ।

WORLD POST DAY 2024
ব্রিটিশ জামানার পোস্টাল সামগ্রি (নিজস্ব চিত্র)

বক্সার সঙ্গে ডুয়ার্সের ডাক-যোগাযোগ রক্ষা:

1942 সালে বক্সার এই পোষ্ট অফিসের মাধ্যমে ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ রক্ষা করত ব্রিটিশরা । 77 বছর আগে চলে এই দেশ ছেড়ে চলে গিয়েছে ব্রিটেশরা ৷ কিন্তু, বক্সা দুয়ারের এই পোস্ট অফিস আজও সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে চলেছে এই ডাকঘর ৷ সেই সঙ্গে, রানারের উপর সেই সময়ের নির্ভরতার বিষয়টিও থেকে গিয়েছে আজও ৷ অস্থায়ী ভাবে একজন 'রানার' রয়েছেন ৷ কিন্তু, পোস্ট অফিসের বেশিরভাগ কাজ অফলাইনে হওয়ায় গুরুদায়িত্ব সামলাতে হয় শ্রীজনাকেই ৷

WORLD POST DAY 2024
ব্রিটিশ যুগের বাটখারা (নিজস্ব চিত্র)

দুই অস্থায়ী রানারের ভরসায় 11 গ্রাম:

দশ বছর আগে ডাক বিভাগের স্থায়ী কর্মী বক্সার বাসিন্দা ছিরিং ভুটিয়া পোস্টম্যান তথা রানারের কাজটি করতেন ৷ তাঁর মৃত্যুতে ছেলে পাশাং ভুটিয়া অস্থায়ী রানার হিসাবে কাজটি করতেন ৷ কিন্তু তাঁকে স্থায়ী করার দাবি ওঠায় পাশাংকে বাদ দিয়ে অস্থায়ী ভাবে শঙ্কর মণ্ডলকে রানারের দায়িত্ব দেওয়া হয় ৷ তিনি ছেড়ে দেওয়ার পর এখন রাজাভাতখাওয়ার শিবু দাস কাজটি করেন ৷ তবে সপ্তাহে 3 দিন ৷ তাই অগত্যা বাকি দিনগুলির দায়িত্ব সামলাতে হয় শ্রীজনাকে ৷

WORLD POST DAY 2024
পোস্টমাস্টার ও রানারের কাজ একাই সামলান শ্রীজনা (নিজস্ব চিত্র)

বক্সাদুয়ার ব্রাঞ্চ পোস্ট অফিসের এই পোষ্টমাস্টার বলেন, "খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পোষ্ট অফিসটি চলছে । আমাদের সমস্ত পোস্ট অফিস অনলাইন হয়ে গিয়েছে । অফলাইনে কোন কাজ হচ্ছে না । ফলে টাকা তোলা কিংবা জমা দেওয়ার কাজ বক্সাদুয়ার পোস্ট অফিস থেকে হয় না ।একজন অস্থায়ী রানার থাকলেও আমাকে রানারের কাজ ও পোষ্টমাষ্টারির দায়িত্ব সামলাতে হচ্ছে ৷ এইভাবে চলতে থাকলে এই পোষ্ট অফিস বন্ধও হয়ে যেতে পারে ।"

WORLD POST DAY 2024
দীর্ঘ পথ অতিক্রম করে ডাক পৌঁছে দেন রানার শ্রীজনা (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "বক্সা পাহাড়ে আমার জন্ম ৷ তাই কষ্ট হলেও আসতে হয় । প্রতিদিন 6 কিলোমিটার ট্রেকিং করেই আসতে হয় । অস্থায়ী পোস্টম্যানকেও সপ্তাহে 3 দিন 5 কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে আসতে হয় । পাহাড়ের 11টি গ্রামে চিঠি পৌঁছানোটাও বড় চ্যালেঞ্জের বিষয় ।" বক্সাদুয়ারের স্থানীয় বাসিন্দা অরূন থাপা জানান, এই পোস্ট অফিসটি ব্রিটিশ আমলে তৈরী । আগে অফলাইনে সব সুবিধা পাওয়া যেত । কিন্তু অনলাইন হয়ে যাওয়ার পর টাকা জমা কিংবা তোলার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে ৷

জলপাইগুড়ি, 9 অক্টোবর: "রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে ।" কবি সুকান্তের বিখ্যাত এই কবিতার সঙ্গে আজকের এই রানারের গল্পের একাধিক মিল রয়েছে ৷ একদিকে, আস্ত এক পোস্ট অফিসের দায়িত্ব তাঁর কাঁধে ৷ অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে তাঁকেই পৌঁছে দিতে হয় চিঠি ৷ তবে এই 'রানার' একজন মহিলা ৷ নাম শ্রীজনা থাপা ৷

124 বছর ধরে ডাক পরিষেবায় বক্সাদুয়ার পোস্ট অফিস:

'ডিজিটাল ইন্ডিয়া'র যুগে, ইমেল-মেসেজের যুগে আজও বক্সা পাহাড় অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ডাক পৌঁছে দেন শ্রীজনা ৷ প্রতিদিন রাতে ঘণ্টা না বাজলেও, দিনের বেলায় আজও ডাক নিয়ে ছুটে চলেছেন বর্তমান যুগের এই রানার ৷ তবে রক্ষণাবেক্ষণের অভাব ও কর্মচারীর অভাবে আজ বন্ধ হতে চলেছে ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী পোস্ট অফিস ৷ 124 বছর ধরে ডাক পরিষেবা দিয়ে আসছে বক্সাদুয়ার পোস্ট অফিস । সেখানে গেলে ব্রিটিশ আমলের বাটখারা-সহ বাকি জিনিসপত্র আজও চোখে পড়বে । তবে ব্রিটিশ আমলের সেই জৌলুস হারিয়ে গিয়েছে ৷

বক্সাদুয়ার ডাকঘর (ইটিভি ভারত)

নেই বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ:

বিদ্যুৎ সংযোগ নেই ৷ কাজের গতি আনতে বাকি পোস্ট অফিসগুলির মতো ঐতিহ্যবাহী এই পোস্ট অফিসে ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু, উঁচু পাহাড়ে নেটওয়ার্ক না পাওয়ায় সেই পরিষেবাও অকেজ হয়ে পড়ে রয়েছে ৷ ফলে বিপাকে পড়েছেন পোস্ট মাস্টার ও তাঁর গ্রাহকরা ৷ জরুরী ভিত্তিতে টাকা দরকার হলেই বিপত্তি । টাকা তুলতে পাহাড় থেকে নিচে নেমে ইন্টারনেট সংযোগ থাকা পোস্ট অফিসে আসতে হয় গ্রাহকদের । শুধু তাই নয়, টাকা তোলা কিংবা জমা দেওয়ার ক্ষেত্রে রাজাভাতখাওয়া পোস্ট অফিসে আসতে হয় তাঁদের ৷

WORLD POST DAY 2024
ব্রিটিশ জামানার স্ট্যাম্প (নিজস্ব চিত্র)

11 গ্রামে প্রতিনিয়ত চিঠি পৌঁছয় বক্সাদুয়ার পোস্ট অফিস:

আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া পোস্ট অফিস থেকে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ডাক নিয়ে যান পোস্টমাষ্টার শ্রীজনা ৷ সেখান থেকে সকালে ডাক নিয়ে সানতালাবাড়ি পর্যন্ত বাসে বা স্কুটিতে যান তিনি ৷ সেখান থেকে আঠাস বস্তি এলাকা ৷ তারপর পায়ে হেঁটে পাহাড়ি পথে 3 কিলোমিটার অতিক্রম করে বক্সা পোষ্ট অফিস পৌঁছন শ্রীজনা । এরপর বক্সা পাহাড়ের সদর বাজার, লেপচাখা, 28 বস্তি, 29 বস্তি, আদমা, চুনাভাটি, সান্তালাবাড়ি, টাসিগাও, বক্সা ফোর্ট, ডারাগাও, খাটালিং, ফুলবাড়ির মতো 11টি গ্রামে গিয়ে প্রতিনিয়ত ডাক পৌঁছে দিতে হয় তাঁকে ৷ বিশ্বায়নের যুগে অক্লান্ত পরিশ্রম করে আজও নিজের ভঙ্গিমায় সাবলিল মহিলা এই পোস্টমাষ্টার ।

WORLD POST DAY 2024
ব্রিটিশ জামানার পোস্টাল সামগ্রি (নিজস্ব চিত্র)

বক্সার সঙ্গে ডুয়ার্সের ডাক-যোগাযোগ রক্ষা:

1942 সালে বক্সার এই পোষ্ট অফিসের মাধ্যমে ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ রক্ষা করত ব্রিটিশরা । 77 বছর আগে চলে এই দেশ ছেড়ে চলে গিয়েছে ব্রিটেশরা ৷ কিন্তু, বক্সা দুয়ারের এই পোস্ট অফিস আজও সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে চলেছে এই ডাকঘর ৷ সেই সঙ্গে, রানারের উপর সেই সময়ের নির্ভরতার বিষয়টিও থেকে গিয়েছে আজও ৷ অস্থায়ী ভাবে একজন 'রানার' রয়েছেন ৷ কিন্তু, পোস্ট অফিসের বেশিরভাগ কাজ অফলাইনে হওয়ায় গুরুদায়িত্ব সামলাতে হয় শ্রীজনাকেই ৷

WORLD POST DAY 2024
ব্রিটিশ যুগের বাটখারা (নিজস্ব চিত্র)

দুই অস্থায়ী রানারের ভরসায় 11 গ্রাম:

দশ বছর আগে ডাক বিভাগের স্থায়ী কর্মী বক্সার বাসিন্দা ছিরিং ভুটিয়া পোস্টম্যান তথা রানারের কাজটি করতেন ৷ তাঁর মৃত্যুতে ছেলে পাশাং ভুটিয়া অস্থায়ী রানার হিসাবে কাজটি করতেন ৷ কিন্তু তাঁকে স্থায়ী করার দাবি ওঠায় পাশাংকে বাদ দিয়ে অস্থায়ী ভাবে শঙ্কর মণ্ডলকে রানারের দায়িত্ব দেওয়া হয় ৷ তিনি ছেড়ে দেওয়ার পর এখন রাজাভাতখাওয়ার শিবু দাস কাজটি করেন ৷ তবে সপ্তাহে 3 দিন ৷ তাই অগত্যা বাকি দিনগুলির দায়িত্ব সামলাতে হয় শ্রীজনাকে ৷

WORLD POST DAY 2024
পোস্টমাস্টার ও রানারের কাজ একাই সামলান শ্রীজনা (নিজস্ব চিত্র)

বক্সাদুয়ার ব্রাঞ্চ পোস্ট অফিসের এই পোষ্টমাস্টার বলেন, "খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পোষ্ট অফিসটি চলছে । আমাদের সমস্ত পোস্ট অফিস অনলাইন হয়ে গিয়েছে । অফলাইনে কোন কাজ হচ্ছে না । ফলে টাকা তোলা কিংবা জমা দেওয়ার কাজ বক্সাদুয়ার পোস্ট অফিস থেকে হয় না ।একজন অস্থায়ী রানার থাকলেও আমাকে রানারের কাজ ও পোষ্টমাষ্টারির দায়িত্ব সামলাতে হচ্ছে ৷ এইভাবে চলতে থাকলে এই পোষ্ট অফিস বন্ধও হয়ে যেতে পারে ।"

WORLD POST DAY 2024
দীর্ঘ পথ অতিক্রম করে ডাক পৌঁছে দেন রানার শ্রীজনা (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "বক্সা পাহাড়ে আমার জন্ম ৷ তাই কষ্ট হলেও আসতে হয় । প্রতিদিন 6 কিলোমিটার ট্রেকিং করেই আসতে হয় । অস্থায়ী পোস্টম্যানকেও সপ্তাহে 3 দিন 5 কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে আসতে হয় । পাহাড়ের 11টি গ্রামে চিঠি পৌঁছানোটাও বড় চ্যালেঞ্জের বিষয় ।" বক্সাদুয়ারের স্থানীয় বাসিন্দা অরূন থাপা জানান, এই পোস্ট অফিসটি ব্রিটিশ আমলে তৈরী । আগে অফলাইনে সব সুবিধা পাওয়া যেত । কিন্তু অনলাইন হয়ে যাওয়ার পর টাকা জমা কিংবা তোলার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.