ETV Bharat / state

কলকাতায় ওসি-র বিরুদ্ধে থানার বাইরে ধরনায় মহিলা সাব-ইনস্পেক্টর, কেন ? - WOMEN SUB INSPECTOR DHARNA

মহিলা এসআইয়ের অভিযোগ, অফিসার ইনচার্জের ঘরে গেলে তিনি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন । তাঁকে বলা হয়, থানায় এসে ঘুমিয়ে থাকেন, কোনও কাজ করেন না ।

Women sub inspector dharna
ওসি'র বিরুদ্ধে ধরনা মহিলা সাব-ইনস্পেক্টরের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 5:26 PM IST

কলকাতা, 31 অক্টোবর: মহিলা সাব-ইনস্পেক্টর নাকি থানায় এসে ঘুমিয়ে থাকেন ৷ এই অজুহাতে কালীপুজোর দিন তাঁর ব্যারাক পরিবর্তন করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ আর তারপরেই থানার ব্যারাকের ঘর ছাড়াকে কেন্দ্র করে অফিসার ইনচার্জের সঙ্গে বচসা বাঁধে এসআইয়ের ৷ তার জেরে ওসি'র বিরুদ্ধে এবার থানার সামনেই ধরনায় বসলেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর ।

পরে মহিলা এসআইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাটি ঘটেছে কলকাতার নাদিয়াল থানায় ।

Women sub inspector dharna
নাদিয়াল থানার ঘটনা (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে নাদিয়াল থানায় থাকেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর ৷ আচমকাই বৃহস্পতিবার তাঁর ব্যারাক পরিবর্তন করে দেওয়া হয় ৷ ডিউটি সেরে ব্যারাকে এসে তিনি দেখেন, তাঁর আসবাবপত্র সমস্ত কিছু বাইরে সরিয়ে দেওয়া হয়েছে । এরপরই নাদিয়াল থানার ওসি'র ঘরে গিয়ে তিনি গোটা বিষয়টি জানতে চান ৷ মহিলা এসআইয়ের অভিযোগ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের ঘরে গেলে তিনি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন । বলা হয়, সাব-ইনস্পেক্টর থানায় এসে ঘুমিয়ে থাকেন ৷ তিনি থানার কোনও কাজ করেন না ।

মহিলা এসআইয়ের দাবি, ওসি তাঁকে বলেন যে, "এটি থানার ব্যারাক, আপনার ঘর নয় ।" ওই মহিলা সাব ইনস্পেক্টরের অভিযোগ, নাদিয়াল থানায় 10 জন কনস্টেবল নতুন নিয়োগ হয়েছে । তাঁকে ওই ব্যারাক থেকে সরিয়ে ওই দশজন কনস্টেবলের ওই ব্যারাকে থাকার বন্দোবস্ত করেছেন থানার অফিসার ইনচার্জ । এরপরই সংশ্লিষ্ট থানার ওসি'র সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই মহিলা সাব ইনস্পেক্টর ।

পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটি হওয়ার পর ওই সাব-ইনস্পেক্টর থানার মূল দরজার বাইরে ধরনায় বসে পড়েন । দীর্ঘক্ষণ ধরে এসআই থানার বাইরে বসে থাকার ফলে সংশ্লিষ্ট থানার তরফ থেকে যোগাযোগ করা হয় লালবাজার এবং ডিসি(বন্দর)এর সঙ্গে । এরপরেই ওই মহিলা সাব ইনস্পেক্টরকে জোর করে পুলিশের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ আচমকাই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন । তাঁর চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে যান ৷ কার্যত অফিসার ইনচার্জের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ।

যদিও এই বিষয়ে নাদিয়াল থানার কোনও আধিকারিক কোনও রকমের প্রতিক্রিয়া দিতে চাননি । তবে লালবাজার সূত্রে খবর, ওই মহিলা সাব ইনস্পেক্টরকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে । তবে তিনি ধরনা দেওয়ার সময় তাঁকে পুলিশের গাড়িতেই তুলে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশটি এসেছিল উপরমহল থেকে । এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

লালবাজার সূত্রে আরও খবর, আজ নাদিয়াল থানার তরফ থেকে লালবাজারে অভিযোগ করা হয় যে, তাদের এক মহিলা সাব-ইনস্পেক্টর থানার বাইরে ধরনায় বসেছেন এবং তাঁর জন্য থানার অসুবিধা হচ্ছে । এর জন্যই তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে । যদিও পরে মহিলা এসআই নিজেই ধরনা থেকে উঠে গিয়েছেন ৷ তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই এখন দেখার ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ব্যারাকে কোনও অফিসার থাকবেন, বা থাকবেন না তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট থানার বড়বাবু কিংবা অফিসার ইনচার্জ । তবে এখানে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা প্রয়োজন ।" যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন কেটে দেন ।

কলকাতা, 31 অক্টোবর: মহিলা সাব-ইনস্পেক্টর নাকি থানায় এসে ঘুমিয়ে থাকেন ৷ এই অজুহাতে কালীপুজোর দিন তাঁর ব্যারাক পরিবর্তন করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ আর তারপরেই থানার ব্যারাকের ঘর ছাড়াকে কেন্দ্র করে অফিসার ইনচার্জের সঙ্গে বচসা বাঁধে এসআইয়ের ৷ তার জেরে ওসি'র বিরুদ্ধে এবার থানার সামনেই ধরনায় বসলেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর ।

পরে মহিলা এসআইকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাটি ঘটেছে কলকাতার নাদিয়াল থানায় ।

Women sub inspector dharna
নাদিয়াল থানার ঘটনা (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে নাদিয়াল থানায় থাকেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর ৷ আচমকাই বৃহস্পতিবার তাঁর ব্যারাক পরিবর্তন করে দেওয়া হয় ৷ ডিউটি সেরে ব্যারাকে এসে তিনি দেখেন, তাঁর আসবাবপত্র সমস্ত কিছু বাইরে সরিয়ে দেওয়া হয়েছে । এরপরই নাদিয়াল থানার ওসি'র ঘরে গিয়ে তিনি গোটা বিষয়টি জানতে চান ৷ মহিলা এসআইয়ের অভিযোগ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের ঘরে গেলে তিনি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন । বলা হয়, সাব-ইনস্পেক্টর থানায় এসে ঘুমিয়ে থাকেন ৷ তিনি থানার কোনও কাজ করেন না ।

মহিলা এসআইয়ের দাবি, ওসি তাঁকে বলেন যে, "এটি থানার ব্যারাক, আপনার ঘর নয় ।" ওই মহিলা সাব ইনস্পেক্টরের অভিযোগ, নাদিয়াল থানায় 10 জন কনস্টেবল নতুন নিয়োগ হয়েছে । তাঁকে ওই ব্যারাক থেকে সরিয়ে ওই দশজন কনস্টেবলের ওই ব্যারাকে থাকার বন্দোবস্ত করেছেন থানার অফিসার ইনচার্জ । এরপরই সংশ্লিষ্ট থানার ওসি'র সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই মহিলা সাব ইনস্পেক্টর ।

পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটি হওয়ার পর ওই সাব-ইনস্পেক্টর থানার মূল দরজার বাইরে ধরনায় বসে পড়েন । দীর্ঘক্ষণ ধরে এসআই থানার বাইরে বসে থাকার ফলে সংশ্লিষ্ট থানার তরফ থেকে যোগাযোগ করা হয় লালবাজার এবং ডিসি(বন্দর)এর সঙ্গে । এরপরেই ওই মহিলা সাব ইনস্পেক্টরকে জোর করে পুলিশের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ আচমকাই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন । তাঁর চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন সেখানে জড়ো হয়ে যান ৷ কার্যত অফিসার ইনচার্জের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ।

যদিও এই বিষয়ে নাদিয়াল থানার কোনও আধিকারিক কোনও রকমের প্রতিক্রিয়া দিতে চাননি । তবে লালবাজার সূত্রে খবর, ওই মহিলা সাব ইনস্পেক্টরকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে । তবে তিনি ধরনা দেওয়ার সময় তাঁকে পুলিশের গাড়িতেই তুলে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশটি এসেছিল উপরমহল থেকে । এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

লালবাজার সূত্রে আরও খবর, আজ নাদিয়াল থানার তরফ থেকে লালবাজারে অভিযোগ করা হয় যে, তাদের এক মহিলা সাব-ইনস্পেক্টর থানার বাইরে ধরনায় বসেছেন এবং তাঁর জন্য থানার অসুবিধা হচ্ছে । এর জন্যই তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে । যদিও পরে মহিলা এসআই নিজেই ধরনা থেকে উঠে গিয়েছেন ৷ তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই এখন দেখার ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ব্যারাকে কোনও অফিসার থাকবেন, বা থাকবেন না তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট থানার বড়বাবু কিংবা অফিসার ইনচার্জ । তবে এখানে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা প্রয়োজন ।" যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন কেটে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.