ETV Bharat / state

লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও নাগরিকত্ব বেশি দামী, বলছেন মতুয়া সম্প্রদায়ের মহিলারা - Matua on CAA

Matua Community on CAA: সিএএ'র জন্য আবেদন করলে নাকি সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন রাজ্যের মানুষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন ৷ মতুয়া সম্প্রদায়ের মহিলাদের পালটা দাবি, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তাঁদের নাগরিকত্ব চাই ৷

Matua community
মতুয়া সম্প্রদায়ের মহিলারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 6:00 PM IST

মতুয়া সম্প্রদায়ের মহিলাদের কাছে নাগরিকত্ব বেশি দামী

জলপাইগুড়ি, 13 মার্চ: রাজ্য সরকারের তরফে প্রতিমাসে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও তাঁদের কাছে নাগরিকত্ব বেশি দামী ৷ এমনটাই বলছেন মতুয়া সম্প্রদায়ের মহিলারা ৷ তাঁদের কথায়, লক্ষ্মীর ভাণ্ডার না-পেলেও আফসোস নেই । কিন্তু নাগরিকত্ব আগে চাই ।

মঙ্গলবার হাবড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে সতর্ক করেছিলেন ৷ তিনি দাবি করেছেন, সিএএ'র জন্য যারা আবেদন করবেন তাঁরা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন । সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন । এমনকী লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত হবেন । তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আমল দিতে নারাজ মতুয়ারা । মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করছেন বলে তাঁরা পালটা কটাক্ষ করেছেন ।

মতুয়া সম্প্রদায়ের মেঘনা সিকদারের বক্তব্য, "সিএএ লাগু হয়েছে আমাদের ভালো লাগছে । কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছেন । উনি যে সুযোগ-সুবিধা দিচ্ছেন তা যদি বন্ধ করে দেন তাহলে তো কিছু করার নেই । উনি সব কিছুই করতে পারেন । প্রয়োজনে আমরা আন্দোলন করব । আমাদের লাগবে না লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী । আমাদের অনেক দিনের স্বপ্ন নাগরিকত্ব । লক্ষ্মীর ভাণ্ডার না-পেলে অনেকের সমস্যা হবে ঠিকই । কিন্তু নাগরিকত্ব আগে চাই । লক্ষ্মীর ভাণ্ডার আজ আছে কাল নেই । নাগরিকত্ব সবচেয়ে দামী ।"

জয়া সরকার বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী কেবল হাওয়া গরমের চেষ্টা করছেন । তাই এইসব দাবি করছেন ৷ যেহেতু সামনে ভোট, তাই তিনি ভোট ব্যাংককে কাজে লাগানোর চেষ্টা করছেন । এই জন্যই এই কথাগুলি বলছেন । যাতে সিএএ'র জন্য কেউ আবেদন না করেন । উনি চান সবাই সিএএ'র বিরোধিতা করুক ।"

মাধবী সিকদারের কথায়, "আমাদের সিএএ খুব দরকার ছিল । মুখ্যমন্ত্রী যা খুশি বলতেই পারেন । আমরা নাগরিকত্ব থেকে আর বঞ্চিত হব না । সরকারি সুযোগ-সুবিধা না পেলে দরকার নেই । তিনি যদি না দেন তাহলে নরেন্দ্র মোদি আছেন, তিনি দেখবেন । লক্ষ্মীর ভাণ্ডার না পেলেও আফসোস নেই । কিন্তু নাগরিকত্ব আগে চাই ।"

উজ্জ্বল বারুই জানান, "আমাদের খুব আনন্দের দিন । মুখ্যমন্ত্রী ভাওতাবাজি কথা বলছেন । সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে সিএএ'র কোন লেনদেনই নেই । শুধু মাত্র ভোট ব্যাংক বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন । এখন সিএএ'র বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ।"

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
  3. সিএএ-র বিরোধিতা করে সংবিধানের অবমাননা করছেন মমতা, অভিযোগ নিশীথ প্রামাণিকের

মতুয়া সম্প্রদায়ের মহিলাদের কাছে নাগরিকত্ব বেশি দামী

জলপাইগুড়ি, 13 মার্চ: রাজ্য সরকারের তরফে প্রতিমাসে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও তাঁদের কাছে নাগরিকত্ব বেশি দামী ৷ এমনটাই বলছেন মতুয়া সম্প্রদায়ের মহিলারা ৷ তাঁদের কথায়, লক্ষ্মীর ভাণ্ডার না-পেলেও আফসোস নেই । কিন্তু নাগরিকত্ব আগে চাই ।

মঙ্গলবার হাবড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে সতর্ক করেছিলেন ৷ তিনি দাবি করেছেন, সিএএ'র জন্য যারা আবেদন করবেন তাঁরা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন । সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন । এমনকী লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত হবেন । তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আমল দিতে নারাজ মতুয়ারা । মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করছেন বলে তাঁরা পালটা কটাক্ষ করেছেন ।

মতুয়া সম্প্রদায়ের মেঘনা সিকদারের বক্তব্য, "সিএএ লাগু হয়েছে আমাদের ভালো লাগছে । কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছেন । উনি যে সুযোগ-সুবিধা দিচ্ছেন তা যদি বন্ধ করে দেন তাহলে তো কিছু করার নেই । উনি সব কিছুই করতে পারেন । প্রয়োজনে আমরা আন্দোলন করব । আমাদের লাগবে না লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী । আমাদের অনেক দিনের স্বপ্ন নাগরিকত্ব । লক্ষ্মীর ভাণ্ডার না-পেলে অনেকের সমস্যা হবে ঠিকই । কিন্তু নাগরিকত্ব আগে চাই । লক্ষ্মীর ভাণ্ডার আজ আছে কাল নেই । নাগরিকত্ব সবচেয়ে দামী ।"

জয়া সরকার বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রী কেবল হাওয়া গরমের চেষ্টা করছেন । তাই এইসব দাবি করছেন ৷ যেহেতু সামনে ভোট, তাই তিনি ভোট ব্যাংককে কাজে লাগানোর চেষ্টা করছেন । এই জন্যই এই কথাগুলি বলছেন । যাতে সিএএ'র জন্য কেউ আবেদন না করেন । উনি চান সবাই সিএএ'র বিরোধিতা করুক ।"

মাধবী সিকদারের কথায়, "আমাদের সিএএ খুব দরকার ছিল । মুখ্যমন্ত্রী যা খুশি বলতেই পারেন । আমরা নাগরিকত্ব থেকে আর বঞ্চিত হব না । সরকারি সুযোগ-সুবিধা না পেলে দরকার নেই । তিনি যদি না দেন তাহলে নরেন্দ্র মোদি আছেন, তিনি দেখবেন । লক্ষ্মীর ভাণ্ডার না পেলেও আফসোস নেই । কিন্তু নাগরিকত্ব আগে চাই ।"

উজ্জ্বল বারুই জানান, "আমাদের খুব আনন্দের দিন । মুখ্যমন্ত্রী ভাওতাবাজি কথা বলছেন । সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে সিএএ'র কোন লেনদেনই নেই । শুধু মাত্র ভোট ব্যাংক বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন । এখন সিএএ'র বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ।"

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. বাংলার নাগরিকদের অধিকার রক্ষায় জীবন দিতেও তৈরি, সিএএ নিয়ে হুংকার 'পাহারাদার' মমতার
  3. সিএএ-র বিরোধিতা করে সংবিধানের অবমাননা করছেন মমতা, অভিযোগ নিশীথ প্রামাণিকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.