ETV Bharat / state

আবর্জনার স্তূপে মহিলার কাটা মুন্ডু ! সাতসকালে উত্তেজনা গল্ফগ্রিনে - WOMAN SEVERED HEAD FOUND

গল্ফগ্রিনে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় তদন্তে নামল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ৷ প্রথম কাটা মুন্ডুটি প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে ৷

WOMAN SEVERED HEAD FOUND
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2024, 12:28 PM IST

Updated : Dec 13, 2024, 1:04 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: সাতসকালে মহিলার কাটা মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গল্ফগ্রিন এলাকায় ৷ রাস্তার ধারে আবর্জনার স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছে ৷ প্রাতঃভ্রমণকারীদের নজরে প্রথম বিষয়টি আসে ৷ ঘটনায় রিজেন্ট পার্ক থানার পুলিশের পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে ৷ পুলিশ মহিলার দেহের বাকি অংশের খোঁজ শুরু করেছে ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "এক মহিলার দেহাংশ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় কারা যুক্ত এবং মহিলার দেহের বাকি অংশ কোথায় রাখা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই, স্থানীয় থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷"

WOMAN SEVERED HEAD FOUND
গল্ফগ্রিন এলাকায় মহিলার কাটা মুন্ডু উদ্ধারের তদন্তে ঘটনাস্থলে ডিসি এসএসডি বিদিশা কলিতা ৷ (নিজস্ব চিত্র)

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে প্রাতঃভ্রমণকারীরা দেখেন একটি আবর্জনার স্তূপের সামনে কয়েকটি কুকুর ঘোরাফেরা করছে ৷ আর একটি বস্তূকে ঘিরে চিৎকার করছিল কুকুরগুলি ৷ সন্দেহ হওয়ায় প্রাতঃভ্রমণকারীরা এগিয়ে গিয়ে দেখেন আবর্জনার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা পড়ে আছে ৷ এরপর স্থানীয় রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে ওই জায়গাটি ঘিরে ফেলে ৷

খবর পেয়ে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছান ৷ ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা ৷ পুলিশ সূত্রে খবর, কাটা মুন্ডুতে তাজা রক্ত লেগেছিল ৷ মহিলার কানে দুল রয়েছে ৷ এমনকি তাঁর চুল উস্কোখুস্কো অবস্থায় ছিল ৷ প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা মুন্ডুটি সেখানে ফেলে দিয়ে গিয়েছে ৷ তবে, ঠিক কখন, কে বা কারা কাটা মুন্ডু সেখানে ফেলে গেল, তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ৷

ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ সিসিটিভি ফুটেজ থেকে আবর্জনার স্তূপ ও তার আশপাশ দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি সম্পর্কে খোঁজ চালানো হচ্ছে ৷ এর পাশাপাশি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর ৷ উল্লেখ্য, বুধবার ঠাকুরপুকুর এলাকায় ভ্যাট থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কলকাতা, 13 ডিসেম্বর: সাতসকালে মহিলার কাটা মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গল্ফগ্রিন এলাকায় ৷ রাস্তার ধারে আবর্জনার স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছে ৷ প্রাতঃভ্রমণকারীদের নজরে প্রথম বিষয়টি আসে ৷ ঘটনায় রিজেন্ট পার্ক থানার পুলিশের পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে ৷ পুলিশ মহিলার দেহের বাকি অংশের খোঁজ শুরু করেছে ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "এক মহিলার দেহাংশ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় কারা যুক্ত এবং মহিলার দেহের বাকি অংশ কোথায় রাখা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যেই, স্থানীয় থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷"

WOMAN SEVERED HEAD FOUND
গল্ফগ্রিন এলাকায় মহিলার কাটা মুন্ডু উদ্ধারের তদন্তে ঘটনাস্থলে ডিসি এসএসডি বিদিশা কলিতা ৷ (নিজস্ব চিত্র)

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে প্রাতঃভ্রমণকারীরা দেখেন একটি আবর্জনার স্তূপের সামনে কয়েকটি কুকুর ঘোরাফেরা করছে ৷ আর একটি বস্তূকে ঘিরে চিৎকার করছিল কুকুরগুলি ৷ সন্দেহ হওয়ায় প্রাতঃভ্রমণকারীরা এগিয়ে গিয়ে দেখেন আবর্জনার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা পড়ে আছে ৷ এরপর স্থানীয় রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে ওই জায়গাটি ঘিরে ফেলে ৷

খবর পেয়ে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছান ৷ ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা ৷ পুলিশ সূত্রে খবর, কাটা মুন্ডুতে তাজা রক্ত লেগেছিল ৷ মহিলার কানে দুল রয়েছে ৷ এমনকি তাঁর চুল উস্কোখুস্কো অবস্থায় ছিল ৷ প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা মুন্ডুটি সেখানে ফেলে দিয়ে গিয়েছে ৷ তবে, ঠিক কখন, কে বা কারা কাটা মুন্ডু সেখানে ফেলে গেল, তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ৷

ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ সিসিটিভি ফুটেজ থেকে আবর্জনার স্তূপ ও তার আশপাশ দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি সম্পর্কে খোঁজ চালানো হচ্ছে ৷ এর পাশাপাশি পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর ৷ উল্লেখ্য, বুধবার ঠাকুরপুকুর এলাকায় ভ্যাট থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Dec 13, 2024, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.