ETV Bharat / state

জামিন পেয়েও 8 বছর জেলে থাকার পর পরিবারে ফিরলেন মহিলা - WOMAN RETURNS FAMILY AFTER 8 YEARS

মানসিক ভারসাম্য়হীনতার কারণে ভুল করে কলাইকুন্ডার এয়ার বেসে ঢুকে পড়েছিলেন ৷ বাড়ির পথ ভুলে যাওয়ার কারণে জামিন পেয়েও 8 বছর সংশোধনাগারে কাটাতে হয়েছে তাঁকে ৷

DLSA PASCHIM MEDINIPUR
DLSA-এর সাহায্য়ে পরিবার ফিরে পেলেন মহিলা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 3:49 PM IST

মেদিনীপুর, 7 ডিসেম্বর: অনধিকার প্রবেশ করায় গ্রেফতার হয়েছিলেন এক মহিলা ৷ মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভুলে গিয়েছিলেন বাড়ির ঠিকানা ৷ তাই জামিন পেয়েও 8 বছর জেলে থাকতে হয়েছে তাঁকে ৷ অবশেষে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির (DLSA) তত্ত্বাবধানে বাড়ি ফিরে পেলেন সেই মহিলা ৷ বাড়ির বৌ-কে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত চৌধুরী পরিবার ৷

গৃহবধূর পরিবার সূত্রে খবর, ঝাড়খণ্ডের পালামু জেলার বাসিন্দা নলিনী চৌধুরী । স্বামী লালজি চৌধুরী ও দুই ছেলে আর দুই মেয়ে ও জামাই নিয়ে তাঁর সংসার । কিন্তু 2017 সালে মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিখোঁজ হয়ে যান ৷ পরিবারের তরফে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর ৷ কোনও খোঁজ পাওয়া যায়নি নলিনীর ৷

স্ত্রীকে ফিরে পেয়ে কী বললেন স্বামী ? (ইটিভি ভারত)

ঘটনাচক্রে, পথ ভুল করে মানসিক ভারসাম্যহীন নলিনী কোনওভাবে মেদিনীপুর জেলার এয়ার বেস কলাইকুন্ডার রেড জোনে ঢুকে পড়েন । হাই-অ্যালার্ট এলাকায় ঢুকে পড়ার কারণে সেই দিনই তাঁকে গ্রেফতার করা হয় । ঘটনায় খড়গপুর লোকাল থানার তরফে আইপিসি 447 নম্বর ধারা-সহ একাধিক ধারা রুজু করা হয় মহিলার বিরুদ্ধে ৷ কিন্তু মহিলার পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

2018 সালে মেদিনীপুর আদালত ওই গৃহবধূকে জামিন হয় । কিন্তু জামিন পেলেও বেল বন্ড পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয় । তাঁর পরিচয় পত্র পেয়ে উত্তরপ্রদেশে খোঁজ পাঠায় পুলিশ ৷ এর ফলে জামিন পেয়েও তিনি প্রায় 8 বছর ধরে বন্দি ছিলেন । একদিকে তাঁর পরিবার খুঁজতে থাকে ৷ অন্যদিকে, জেল কর্তৃপক্ষ তাঁর পরিবারের লোকজনকে খুঁজতে থাকে । অবশেষে ঘটনায় মুশকিল আসান হয়ে দাঁড়ায় মেদিনীপুর জেলা জর্জ কোর্টের ডিএলএসএ (district legal services authority) ৷ সংগঠনের সদ্যদায়িত্ব প্রাপ্ত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ গৃহবধূর সঙ্গে কথা বলেন । তাঁরা খতিয়ে দেখে জানতে পারেন, ওই গৃহবধূর বাড়ি উত্তরপ্রদেশ নয় ঝাড়খণ্ডে ৷ এরপর গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৷

ডিএলএসএ সচিব শাহিদ পারভেজ বলেন, "ওই গৃহবধূর ঘটনা খতিয়ে দেখতে গিয়ে আমরা জানতে পারি ওনার ঠিকানা উত্তরপ্রদেশ না ঝাড়খণ্ড ৷ এরপরই আমরা খোঁজ লাগাই ওখানকার ডিএলএসএ-র কর্তৃপক্ষের সঙ্গে । তারপর মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ফিরিয়ে দেওয়া হল ।" মহিলার স্বামী লালজী চৌধুরী বলেন, "এতদিন পর স্ত্রীকে পেয়ে খুশি আমরা । বহুদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছি থানায় থানায় । অবশেষে আমাদের সঙ্গে ডিএলএসএ কর্তৃপক্ষ যোগাযোগ করে ৷ স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন তাঁরা ।"

পড়ুন: মেয়ের মৃত্যু, পচাগলা দেহ আগলে রাখলেন মা

মেদিনীপুর, 7 ডিসেম্বর: অনধিকার প্রবেশ করায় গ্রেফতার হয়েছিলেন এক মহিলা ৷ মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভুলে গিয়েছিলেন বাড়ির ঠিকানা ৷ তাই জামিন পেয়েও 8 বছর জেলে থাকতে হয়েছে তাঁকে ৷ অবশেষে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির (DLSA) তত্ত্বাবধানে বাড়ি ফিরে পেলেন সেই মহিলা ৷ বাড়ির বৌ-কে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত চৌধুরী পরিবার ৷

গৃহবধূর পরিবার সূত্রে খবর, ঝাড়খণ্ডের পালামু জেলার বাসিন্দা নলিনী চৌধুরী । স্বামী লালজি চৌধুরী ও দুই ছেলে আর দুই মেয়ে ও জামাই নিয়ে তাঁর সংসার । কিন্তু 2017 সালে মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিখোঁজ হয়ে যান ৷ পরিবারের তরফে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর ৷ কোনও খোঁজ পাওয়া যায়নি নলিনীর ৷

স্ত্রীকে ফিরে পেয়ে কী বললেন স্বামী ? (ইটিভি ভারত)

ঘটনাচক্রে, পথ ভুল করে মানসিক ভারসাম্যহীন নলিনী কোনওভাবে মেদিনীপুর জেলার এয়ার বেস কলাইকুন্ডার রেড জোনে ঢুকে পড়েন । হাই-অ্যালার্ট এলাকায় ঢুকে পড়ার কারণে সেই দিনই তাঁকে গ্রেফতার করা হয় । ঘটনায় খড়গপুর লোকাল থানার তরফে আইপিসি 447 নম্বর ধারা-সহ একাধিক ধারা রুজু করা হয় মহিলার বিরুদ্ধে ৷ কিন্তু মহিলার পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

2018 সালে মেদিনীপুর আদালত ওই গৃহবধূকে জামিন হয় । কিন্তু জামিন পেলেও বেল বন্ড পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয় । তাঁর পরিচয় পত্র পেয়ে উত্তরপ্রদেশে খোঁজ পাঠায় পুলিশ ৷ এর ফলে জামিন পেয়েও তিনি প্রায় 8 বছর ধরে বন্দি ছিলেন । একদিকে তাঁর পরিবার খুঁজতে থাকে ৷ অন্যদিকে, জেল কর্তৃপক্ষ তাঁর পরিবারের লোকজনকে খুঁজতে থাকে । অবশেষে ঘটনায় মুশকিল আসান হয়ে দাঁড়ায় মেদিনীপুর জেলা জর্জ কোর্টের ডিএলএসএ (district legal services authority) ৷ সংগঠনের সদ্যদায়িত্ব প্রাপ্ত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ গৃহবধূর সঙ্গে কথা বলেন । তাঁরা খতিয়ে দেখে জানতে পারেন, ওই গৃহবধূর বাড়ি উত্তরপ্রদেশ নয় ঝাড়খণ্ডে ৷ এরপর গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৷

ডিএলএসএ সচিব শাহিদ পারভেজ বলেন, "ওই গৃহবধূর ঘটনা খতিয়ে দেখতে গিয়ে আমরা জানতে পারি ওনার ঠিকানা উত্তরপ্রদেশ না ঝাড়খণ্ড ৷ এরপরই আমরা খোঁজ লাগাই ওখানকার ডিএলএসএ-র কর্তৃপক্ষের সঙ্গে । তারপর মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ফিরিয়ে দেওয়া হল ।" মহিলার স্বামী লালজী চৌধুরী বলেন, "এতদিন পর স্ত্রীকে পেয়ে খুশি আমরা । বহুদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছি থানায় থানায় । অবশেষে আমাদের সঙ্গে ডিএলএসএ কর্তৃপক্ষ যোগাযোগ করে ৷ স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন তাঁরা ।"

পড়ুন: মেয়ের মৃত্যু, পচাগলা দেহ আগলে রাখলেন মা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.