ETV Bharat / state

'ব্যারাকপুর এখনই অর্জুন-ময়, ম্যাজিক তোলা ভোটের জন্য', একান্ত সাক্ষাৎকারে দাবি নেতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Arjun Singh starts Campaign: নির্বাচনী প্রচারে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ৷ চিরাচরিত ভঙ্গিতে ভোটের ময়দানে নিজের 'ম্যাজিক' দেখানোর ইঙ্গিত দিলেন তিনি ৷ সেই সঙ্গে আরও একবার মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীর পদত্যাগের দাবিও তুললেন তিনি ৷

Arjun Singh starts Campaign
নির্বাচনী প্রচারে অর্জুন সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 6:38 PM IST

নির্বাচনী প্রচারে অর্জুন সিং

দত্তপুকুর, 10 এপ্রিল: স্বমহিমায় ব্যারাকপুরের 'দাপুটে' বিজেপি নেতা অর্জুন সিং ৷ বুধবার নিজের লোকসভা কেন্দ্রের দত্তপুকুর এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে বললেন, "এখনই তো ব‍্যারাকপুর অর্জুন-ময়! অর্জুন ম্যাজিক তোলা থাকল ভোটের দিনের জন্য ।" প্রচার শুরুর আগে এদিন দত্তপুকুরের বিখ্যাত 'বুড়িমার মন্দিরে' পুজো দেন বিজেপি প্রার্থী ৷ মন্দির থেকে বেরিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলেন তিনি ৷ চিরাচরিত ভঙ্গিতে নিজের 'ক্যারিশমা'র কথা বলেন অর্জুন ৷ সেই সঙ্গে 20 মে অর্থাৎ ব্যারাকপুরে ভোটের দিন 'ম্য়াজিক' হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷ কী সেই ম্যাজিক? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা জিইয়ে রেখেছেন অর্জুন সিং । তাঁর কথায়, "এত তাড়াতাড়ি ম্যাজিকের কথা বলে দিলে তার গুণ নষ্ট হয়ে যায় ৷"

দিন যত এগিয়ে আসছে নির্বাচনী পারদ তত চড়ছে ৷ সম্প্রতি ব‍্যারাকপুর শিল্পাঞ্চল থেকে 'গুন্ডারাজ' সাফ করার ডাক দিয়েছেন রাজ‍্যের সেচমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷ সেই প্রসঙ্গে অর্জুনের বক্তব্য, "তার মানে ব‍্যারাকপুরে এখনও গুন্ডারাজ রয়েছে । সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের । সবার আগে তো ওঁর পদত্যাগ করা উচিত । আর পার্থকে তাড়ানো উচিত তৃণমূল থেকে । একটা সরকার থাকলেও কীভাবে গুন্ডারাজ চলতে পারে? নির্বাচিত সরকারের মধ্যে যদি গুন্ডা থাকলে সেটা সেই সরকারের ব্যর্থতা ৷"

তবে মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীর পদত্যাগের দাবি তিনি কেন করছেন সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ তাঁর ব্যাখ্যা, "ব্যারাকপুরে যদি গুন্ডারাজ চলছে তাহলে ওঁদের পদত্যাগ করা উচিত ৷ আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, উনি যদি বিজেপির মধ্যে একজন গুন্ডাও দেখাতে পারেন তাহলে ওঁর কথা মেনে নেব আমি । পার্থ বেআইনি কারবারের মাথাতেই রয়েছেন। তাই উনি আর কী বলবেন ?"

যুযুধান দুই রাজনীতিক অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের বাকযুদ্ধে কুরুক্ষেত্র হয়ে উঠেছে হাইভোল্টেজ ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র । কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারা । একে অপরকে চাপে ফেলতে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে সমানতালে । এই আবহে ব‍্যারাকপুরে 'অর্জুন ম্যাজিকের' ইঙ্গিত দিয়ে কৌশলী বার্তা দিয়েছেন পদ্ম প্রার্থী, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

নির্বাচনী প্রচারে অর্জুন সিং

দত্তপুকুর, 10 এপ্রিল: স্বমহিমায় ব্যারাকপুরের 'দাপুটে' বিজেপি নেতা অর্জুন সিং ৷ বুধবার নিজের লোকসভা কেন্দ্রের দত্তপুকুর এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে বললেন, "এখনই তো ব‍্যারাকপুর অর্জুন-ময়! অর্জুন ম্যাজিক তোলা থাকল ভোটের দিনের জন্য ।" প্রচার শুরুর আগে এদিন দত্তপুকুরের বিখ্যাত 'বুড়িমার মন্দিরে' পুজো দেন বিজেপি প্রার্থী ৷ মন্দির থেকে বেরিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বলেন তিনি ৷ চিরাচরিত ভঙ্গিতে নিজের 'ক্যারিশমা'র কথা বলেন অর্জুন ৷ সেই সঙ্গে 20 মে অর্থাৎ ব্যারাকপুরে ভোটের দিন 'ম্য়াজিক' হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷ কী সেই ম্যাজিক? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা জিইয়ে রেখেছেন অর্জুন সিং । তাঁর কথায়, "এত তাড়াতাড়ি ম্যাজিকের কথা বলে দিলে তার গুণ নষ্ট হয়ে যায় ৷"

দিন যত এগিয়ে আসছে নির্বাচনী পারদ তত চড়ছে ৷ সম্প্রতি ব‍্যারাকপুর শিল্পাঞ্চল থেকে 'গুন্ডারাজ' সাফ করার ডাক দিয়েছেন রাজ‍্যের সেচমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷ সেই প্রসঙ্গে অর্জুনের বক্তব্য, "তার মানে ব‍্যারাকপুরে এখনও গুন্ডারাজ রয়েছে । সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের । সবার আগে তো ওঁর পদত্যাগ করা উচিত । আর পার্থকে তাড়ানো উচিত তৃণমূল থেকে । একটা সরকার থাকলেও কীভাবে গুন্ডারাজ চলতে পারে? নির্বাচিত সরকারের মধ্যে যদি গুন্ডা থাকলে সেটা সেই সরকারের ব্যর্থতা ৷"

তবে মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীর পদত্যাগের দাবি তিনি কেন করছেন সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ তাঁর ব্যাখ্যা, "ব্যারাকপুরে যদি গুন্ডারাজ চলছে তাহলে ওঁদের পদত্যাগ করা উচিত ৷ আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, উনি যদি বিজেপির মধ্যে একজন গুন্ডাও দেখাতে পারেন তাহলে ওঁর কথা মেনে নেব আমি । পার্থ বেআইনি কারবারের মাথাতেই রয়েছেন। তাই উনি আর কী বলবেন ?"

যুযুধান দুই রাজনীতিক অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের বাকযুদ্ধে কুরুক্ষেত্র হয়ে উঠেছে হাইভোল্টেজ ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র । কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারা । একে অপরকে চাপে ফেলতে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে সমানতালে । এই আবহে ব‍্যারাকপুরে 'অর্জুন ম্যাজিকের' ইঙ্গিত দিয়ে কৌশলী বার্তা দিয়েছেন পদ্ম প্রার্থী, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.