আসানসোল, 14 মে: সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচে রয়েছেন কয়লাপাচার মামলায় অভিযুক্ত কিং পিন অনুপ মাজি ওরফে লালা । আর তাই সেই রায় বহাল রেখে অনুপ মাজিকে শর্তসাপেক্ষে জামিন দিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক । মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী 10 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দিলেন অনুপ মাজি ওরফে লালাকে ।
কিন্তু কেন আত্মসমর্পণ করলেন লালা ? জানা গিয়েছে, কয়লাপাচার মামলায় আগামী 21 মে ফাইনাল চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী । এক্ষেত্রে মূল অভিযুক্ত লালা যদি ট্রায়ালে অংশ না নেন, তাহলে আইন প্রক্রিয়া অসমাপ্ত থেকে যাবে । সেই কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নিম্ন আদালতে লালাকে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে । সেই মোতাবেক মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালা ।
মঙ্গলবার সাতসকালে নিজেই কোর্টে হাজির হন লালা । সাদা জামা, কালো প্যান্ট মুখে মাস্ক । আদালতে সরকারি আইনজীবী ছিলেন রাকেশ কুমার । লালার আইনজীবী ছিলেন অভিষেক মুখোপাধ্যায় । আদালতে আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় লালার জন্য যেকোনও শর্তে জামিনের জন্য আবেদন জানান । জামিনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী রাকেশ কুমার । কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রক্ষাকবচে রয়েছেন অনুপ মাজি । তাই সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী 10 লক্ষ টাকার ব্যাক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ।
কী কী শর্তে জামিন পেলেন লালা ? আগামী 21 মে থেকে ফাইনাল চার্জ গঠন হবে কয়লাপাচার মামলায় । কয়লাকাণ্ডের মূল কিং পিন বা মূল অভিযুক্ত লালাকে এই শুনানিতে অংশগ্রহণ করতে হবে এবার থেকে । এবং তদন্তে সহযোগিতা করতে হবে । অন্য শর্ত হল, পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় যেখানে তাঁর বাড়ি, সেই থানা বাইরে তিনি যেতে পারবেন না, যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে । বাইরে কোথাও যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে ।
তবে তিন বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষাকবচে অনুপ মাঝি ওরফে লালা স্বাভাবিক জীবনযাত্রায় রয়েছেন ৷ কয়লাপাচার মামলায় মূল অভিযুক্ত হওয়ার পরেও সিবিআই কেন আইনগতভাবে তাঁকে হেফাজতে নেওয়ার তৎপরতা দেখায়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক ।
প্রসঙ্গত, 2020 সালে সিবিআই কয়লাপাচার মামলা শুরু করেছিল । ইতিমধ্যেই একাধিক চার্জশিট জমা করেছে সিবিআই । তাতে 41 জনের নাম রয়েছে । মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অনুপ মাজি ওরফে লালার । এতদিন সুপ্রিম কোর্টের রক্ষাকবচে মুক্ত থাকার পর মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা । 21 মে থেকে এই মামলায় ফাইনাল ট্রায়াল শুরু হচ্ছে । প্রতিটি ট্রায়ালেই তাঁকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক ।
আরও পড়ুন: