ETV Bharat / state

ইলেকট্রিক সাইকেল পাবে পুলিশ, বিধানসভায় ঘোষণা মন্ত্রীর - Electric Cycle For Police - ELECTRIC CYCLE FOR POLICE

West Bengal Police to Get Electric Cycle: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে পুলিশ কর্মীদের ইলেকট্রিক সাইকেল দেওয়া হবে বলে ঠিক হয়েছে।

West Bengal Police to Get Electric Cycle
ইলেকট্রিক সাইকেল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 5:08 PM IST

Updated : Jul 26, 2024, 8:37 PM IST

কলকাতা, 26 জুলাই: জনবহুল রাস্তার বুক চিরে চলে যাচ্ছে অপরাধী। বিলাসবহুল গাড়িতে সওয়ার হয়ে পথচলতি মানুষ বা দোকান কিছুই যেন চোখে পড়ছে না তার। একটু পিছনে পুলিশ কর্মী। তিনিও বাইক ছুটিয়েছেন অপরাধীকে কব্জা করত। রিল থেকে রিয়েলে-এমন ছবি দেখা গিয়েছে বারবার । এবার তাতে খানিক বদল আসছে । পরিবেশের কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের ইলেকট্রিক সাইকেল দেওয়া হবে। শুক্রবার বিধানসভার অধিবেশনে এমনই জানিয়েছেন পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী । পাশাপাশি বিজেপিকে বিধানসভার শব্দ দূষণের কারণ বলেও কটাক্ষ করেছেন মন্ত্রী।

এখনও পর্যন্ত ঠিক হয়েছে এধরনের 1200 সাইকেল দেওয়া হবে। পরিবেশ দফতরের তরফ থেকে দূষণ বেশি রয়েছে এমন কতগুলি পুরসভায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছে। তাতে আশানুরূপ ফল পাওয়া গেলে পরবর্তী সময়ে ধাপে ধাপে গোটা রাজ্যে এই প্রক্রিয়া শুরু হবে । মন্ত্রী জানিয়েছেন, হলদিয়া-দুর্গাপুর-আসানসোল-কলকাতা-হাওড়া এবং ব্যারাকপুরের মতো পুরসভা ও পুরনিগমে সাইকেল দেওয়ার কাজ হয়েছে। এই সমস্ত এলাকায় পুলিশ কর্মীদের সাইকেল দেওয়ার ফল কী হয় তা ভালোভাবে পরীক্ষা করা হবে । দূষণের বিভিন্ন মানদণ্ডে কতটা পরিবর্তন আসছে সেটা মাথায় রেখে অন্য পুরসভা এলাকায় সাইকেল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

একই সঙ্গে এদিন বিধানসভার ছাদে 'নয়েস পলিউশন' পরিমাপের জন্য একটি আধুনিক ডিভাইস বসানোরও প্রস্তাব দিয়েছেন মন্ত্রী । তাঁর দাবি, এই অত্যাধুনিক যন্ত্র গোটা দেশের কেথাও নেই । এর সাহায্যে শব্দ দূষণের পরিমাণ কত তা নির্দিষ্ট করে জানা যাবে । এদিন এই প্রস্তাব দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষও করেছেন মন্ত্রী । তাঁর কথায়, এই মুহূর্তে বিধানসভায় সবথেকে বেশি শব্দ দূষণের কারণ রাজ্যের প্রধান বিরোধীদল। তারা কারণে অকারণে যেভাবে হইচই করে সে কারণেই তাদের প্রতি এই কটাক্ষ মন্ত্রীর।

কলকাতা, 26 জুলাই: জনবহুল রাস্তার বুক চিরে চলে যাচ্ছে অপরাধী। বিলাসবহুল গাড়িতে সওয়ার হয়ে পথচলতি মানুষ বা দোকান কিছুই যেন চোখে পড়ছে না তার। একটু পিছনে পুলিশ কর্মী। তিনিও বাইক ছুটিয়েছেন অপরাধীকে কব্জা করত। রিল থেকে রিয়েলে-এমন ছবি দেখা গিয়েছে বারবার । এবার তাতে খানিক বদল আসছে । পরিবেশের কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের ইলেকট্রিক সাইকেল দেওয়া হবে। শুক্রবার বিধানসভার অধিবেশনে এমনই জানিয়েছেন পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী । পাশাপাশি বিজেপিকে বিধানসভার শব্দ দূষণের কারণ বলেও কটাক্ষ করেছেন মন্ত্রী।

এখনও পর্যন্ত ঠিক হয়েছে এধরনের 1200 সাইকেল দেওয়া হবে। পরিবেশ দফতরের তরফ থেকে দূষণ বেশি রয়েছে এমন কতগুলি পুরসভায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছে। তাতে আশানুরূপ ফল পাওয়া গেলে পরবর্তী সময়ে ধাপে ধাপে গোটা রাজ্যে এই প্রক্রিয়া শুরু হবে । মন্ত্রী জানিয়েছেন, হলদিয়া-দুর্গাপুর-আসানসোল-কলকাতা-হাওড়া এবং ব্যারাকপুরের মতো পুরসভা ও পুরনিগমে সাইকেল দেওয়ার কাজ হয়েছে। এই সমস্ত এলাকায় পুলিশ কর্মীদের সাইকেল দেওয়ার ফল কী হয় তা ভালোভাবে পরীক্ষা করা হবে । দূষণের বিভিন্ন মানদণ্ডে কতটা পরিবর্তন আসছে সেটা মাথায় রেখে অন্য পুরসভা এলাকায় সাইকেল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

একই সঙ্গে এদিন বিধানসভার ছাদে 'নয়েস পলিউশন' পরিমাপের জন্য একটি আধুনিক ডিভাইস বসানোরও প্রস্তাব দিয়েছেন মন্ত্রী । তাঁর দাবি, এই অত্যাধুনিক যন্ত্র গোটা দেশের কেথাও নেই । এর সাহায্যে শব্দ দূষণের পরিমাণ কত তা নির্দিষ্ট করে জানা যাবে । এদিন এই প্রস্তাব দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষও করেছেন মন্ত্রী । তাঁর কথায়, এই মুহূর্তে বিধানসভায় সবথেকে বেশি শব্দ দূষণের কারণ রাজ্যের প্রধান বিরোধীদল। তারা কারণে অকারণে যেভাবে হইচই করে সে কারণেই তাদের প্রতি এই কটাক্ষ মন্ত্রীর।

Last Updated : Jul 26, 2024, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.