ETV Bharat / state

অগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে, তবে আপাতত নেই ভারী বৃষ্টির পূর্বাভাস - West Bengal Monsoon Update - WEST BENGAL MONSOON UPDATE

Weather Forecast of Bengal: অগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে আগামী চার-পাঁচদিন ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই ৷ বরং বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে ৷

Weather Forecast of Bengal
অগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 11:10 AM IST

Updated : Sep 1, 2024, 11:22 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: মরশুমে এই প্রথম বৃষ্টিপাতের পরিসংখ্যানে উত্তরবঙ্গকে পিছনে ফেলল দক্ষিণবঙ্গ ৷ বর্ষার শুরুতে অধিক বৃষ্টিতে ভেসে গিয়েছিল উত্তরবঙ্গ ৷ অথচ এক পসলা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর ৷ তবে জুন মাস আসতেই বদলে যায় ছবি ৷ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিসংখ্যান বলছে অগস্ট মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৷ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভারিকের চেয়ে কম ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা (ইটিভি ভারত)

আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "সাধারণত 901 মিলিমিটার বৃষ্টি এই সময় হয়ে থাকে । তবে এই মরশুমের শুরু থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে 787 মিলিমিটার বৃষ্টি হয়েছে । 19 শতাংশের নিচে বৃষ্টি হলে স্বাভাবিক ধরা হয় ৷ সুতরাং, পরিসংখ্যান বলছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি স্বাভাবিকের ঘরেই রয়েছে । কিন্তু, অগস্ট মাসে এই বৃষ্টির পরিমাণ বেশি ৷ শুধুমাত্র, অগস্টেই 429.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে ৷ 308.3 মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক । ফলে 39 শতাংশ বৃষ্টি বেশি হয়েছে এই মাসে ।" তিনি আরও বলেন, "উত্তরবঙ্গে মরসুমের শুরু থেকে বৃষ্টি হয়েছে 1679.4 মিলিমিটার । যেখানে 1493 মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক হয় । তবে কেবল অগস্টে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে 292.4 মিলিমিটার ৷ সুতরাং, 36 শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে ৷"

হাওয়া অফিসের অধিকর্তা আরও জানান, কেবল কলকাতায় 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে 938 মিলিমিটার ৷ যেখানে স্বাভাবিকের পরিমাণ 1034 মিলিমিটার ৷ সুতরাং, 9 শতাংশ বৃষ্টি কম হয়েছে কলকাতায় । তবে অগস্ট মাসে কলকাতায় 28 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । মোট বৃষ্টির পরিমাণ 466.7 সাত মিলিমিটার । যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 364 মিলিমিটার ৷ সেই সঙ্গে তিনি জানান, সমুদ্রে নিম্নচাপ গভীর হলেও তার প্রভাব গাঙ্গেয় বঙ্গে পড়ার সুযোগ নেই ।

তবে সমুদ্র উত্তাল থাকবে ৷ ঝোড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি ৷ তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের এই অধিকর্তা ৷ আপাতত রাজ্যের কোনও জেলাতেই আগামী পাঁচদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে । বৃষ্টি কম হওয়ায় গরম বাড়বে বলেই জানিয়েছেন তিনি ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 67 শতাংশ। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 1 সেপ্টেম্বর: মরশুমে এই প্রথম বৃষ্টিপাতের পরিসংখ্যানে উত্তরবঙ্গকে পিছনে ফেলল দক্ষিণবঙ্গ ৷ বর্ষার শুরুতে অধিক বৃষ্টিতে ভেসে গিয়েছিল উত্তরবঙ্গ ৷ অথচ এক পসলা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর ৷ তবে জুন মাস আসতেই বদলে যায় ছবি ৷ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিসংখ্যান বলছে অগস্ট মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৷ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভারিকের চেয়ে কম ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা (ইটিভি ভারত)

আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "সাধারণত 901 মিলিমিটার বৃষ্টি এই সময় হয়ে থাকে । তবে এই মরশুমের শুরু থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে 787 মিলিমিটার বৃষ্টি হয়েছে । 19 শতাংশের নিচে বৃষ্টি হলে স্বাভাবিক ধরা হয় ৷ সুতরাং, পরিসংখ্যান বলছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি স্বাভাবিকের ঘরেই রয়েছে । কিন্তু, অগস্ট মাসে এই বৃষ্টির পরিমাণ বেশি ৷ শুধুমাত্র, অগস্টেই 429.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে ৷ 308.3 মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক । ফলে 39 শতাংশ বৃষ্টি বেশি হয়েছে এই মাসে ।" তিনি আরও বলেন, "উত্তরবঙ্গে মরসুমের শুরু থেকে বৃষ্টি হয়েছে 1679.4 মিলিমিটার । যেখানে 1493 মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক হয় । তবে কেবল অগস্টে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে 292.4 মিলিমিটার ৷ সুতরাং, 36 শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে ৷"

হাওয়া অফিসের অধিকর্তা আরও জানান, কেবল কলকাতায় 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে 938 মিলিমিটার ৷ যেখানে স্বাভাবিকের পরিমাণ 1034 মিলিমিটার ৷ সুতরাং, 9 শতাংশ বৃষ্টি কম হয়েছে কলকাতায় । তবে অগস্ট মাসে কলকাতায় 28 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে । মোট বৃষ্টির পরিমাণ 466.7 সাত মিলিমিটার । যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 364 মিলিমিটার ৷ সেই সঙ্গে তিনি জানান, সমুদ্রে নিম্নচাপ গভীর হলেও তার প্রভাব গাঙ্গেয় বঙ্গে পড়ার সুযোগ নেই ।

তবে সমুদ্র উত্তাল থাকবে ৷ ঝোড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি ৷ তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের এই অধিকর্তা ৷ আপাতত রাজ্যের কোনও জেলাতেই আগামী পাঁচদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে । বৃষ্টি কম হওয়ায় গরম বাড়বে বলেই জানিয়েছেন তিনি ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 67 শতাংশ। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা । দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Last Updated : Sep 1, 2024, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.