ETV Bharat / state

ধর্ষণ বিরোধী আইন তৈরিতে ডাকা বিশেষ অধিবেশনে কড়া নিরাপত্তা বলয়ে বিধানসভা - West Bengal Assembly Security

West Bengal Assembly Security: ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরিতে দু’দিনের বিশেষ অধিবেশন বসেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেই অধিবেশন শুরুর আগে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে সেখানে ৷ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা নিরাপত্তার ব্যবস্থা খতিয়েও দেখেন ৷

West Bengal Assembly Security
ধর্ষণ বিরোধী আইন তৈরিতে ডাকা বিশেষ অধিবেশনে কড়া নিরাপত্তা বলয়ে বিধানসভা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 1:52 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর ধর্ষণ বিরোধী বিল আনতে দু’দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পশ্চিমবঙ্গে ৷ সেই অধিবেশন শুরুর আগে সোমবার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিধানসভা চত্বর ৷ বিধানসভার প্রবেশদ্বার থেকে শুরু করে সর্বত্রই নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো ।

অন্যান্য অধিবেশনের থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবার করা হয়েছে । যদিও ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন বিধানসভার নিজস্ব নিরাপত্তা কর্মীরাই । এর পাশাপাশি থাকছে সাদা পোশাকের পুলিশও । অন্যদিকে বিধানসভার বাইরে সামগ্রিক নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ।

এ দিন দুপুর 2টোয় অধিবেশন শুরুর কথা ৷ তার আগে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে, সেখানে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার সন্তোষ পাণ্ডে । তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অলোক প্রসাদ ।

উল্লেখ্য, গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার পর সময় যত এগিয়েছে, বিচারের দাবি ততই জোরালো হয়েছে ৷ এই নিয়ে বিরোধীরা বারবার তোপ দেগেছে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চ ৷

এই পরিস্থিতিতে গত বুধবার কলকাতার মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান-মঞ্চ থেকে বিরোধীদের তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, রাজ্য সরকার ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরি করতে চায় ৷ যেখানে 10 দিনের মধ্যে ফাঁসির বিধান থাকবে ৷ সেই আইন তৈরিতে যাতে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়, তার জন্য আবেদন করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

সেই মতো সোম ও মঙ্গলবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন ৷ প্রথম দিন দুপুর 2টোয় অধিবেশন শুরু হবে শোকপ্রস্তাবের মাধ্যমে ৷ মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিন ওই বিল পেশ করা হবে সরকারের তরফে ৷ এই নিয়ে আলোচনাও হওয়ার কথা রয়েছে ৷

এই বিল পেশ হলে, তাতে যে বিজেপি সমর্থন করবে, তা গেরুয়া শিবিরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ কিন্তু আলোচনায় দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কারণ, ইতিমধ্যে ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরিতে মুখ্যমন্ত্রী দু’বার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তাছাড়া গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনার কথা বারবার উঠে এসেছে তৃণমূল নেতাদের কথায় ৷ ফলে বিধানসভার অন্দরে তা আরও একবার উঠে আসতে পারে শাসক দলের জন প্রতিনিধিদের মুখে ৷

অন্যদিকে বিজেপিও এই ইস্যুতে গত কয়েকদিন ধরেই সমালোচনা করেছে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ফলে তারাও সেই নিয়েই অধিবেশন শোরগোল তুলবে বলেই মনে করা হচ্ছে ৷ ফলে অধিবেশনের সময় কম হলেও তা নিয়ে হইচই পড়ার সম্ভাবনাই বেশি ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর ধর্ষণ বিরোধী বিল আনতে দু’দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পশ্চিমবঙ্গে ৷ সেই অধিবেশন শুরুর আগে সোমবার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিধানসভা চত্বর ৷ বিধানসভার প্রবেশদ্বার থেকে শুরু করে সর্বত্রই নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো ।

অন্যান্য অধিবেশনের থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবার করা হয়েছে । যদিও ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন বিধানসভার নিজস্ব নিরাপত্তা কর্মীরাই । এর পাশাপাশি থাকছে সাদা পোশাকের পুলিশও । অন্যদিকে বিধানসভার বাইরে সামগ্রিক নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ।

এ দিন দুপুর 2টোয় অধিবেশন শুরুর কথা ৷ তার আগে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে, সেখানে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার সন্তোষ পাণ্ডে । তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অলোক প্রসাদ ।

উল্লেখ্য, গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার পর সময় যত এগিয়েছে, বিচারের দাবি ততই জোরালো হয়েছে ৷ এই নিয়ে বিরোধীরা বারবার তোপ দেগেছে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চ ৷

এই পরিস্থিতিতে গত বুধবার কলকাতার মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান-মঞ্চ থেকে বিরোধীদের তুলোধনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছিলেন, রাজ্য সরকার ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরি করতে চায় ৷ যেখানে 10 দিনের মধ্যে ফাঁসির বিধান থাকবে ৷ সেই আইন তৈরিতে যাতে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়, তার জন্য আবেদন করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

সেই মতো সোম ও মঙ্গলবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন ৷ প্রথম দিন দুপুর 2টোয় অধিবেশন শুরু হবে শোকপ্রস্তাবের মাধ্যমে ৷ মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিন ওই বিল পেশ করা হবে সরকারের তরফে ৷ এই নিয়ে আলোচনাও হওয়ার কথা রয়েছে ৷

এই বিল পেশ হলে, তাতে যে বিজেপি সমর্থন করবে, তা গেরুয়া শিবিরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ কিন্তু আলোচনায় দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কারণ, ইতিমধ্যে ধর্ষণ বিরোধী কড়া আইন তৈরিতে মুখ্যমন্ত্রী দু’বার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তাছাড়া গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনার কথা বারবার উঠে এসেছে তৃণমূল নেতাদের কথায় ৷ ফলে বিধানসভার অন্দরে তা আরও একবার উঠে আসতে পারে শাসক দলের জন প্রতিনিধিদের মুখে ৷

অন্যদিকে বিজেপিও এই ইস্যুতে গত কয়েকদিন ধরেই সমালোচনা করেছে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ফলে তারাও সেই নিয়েই অধিবেশন শোরগোল তুলবে বলেই মনে করা হচ্ছে ৷ ফলে অধিবেশনের সময় কম হলেও তা নিয়ে হইচই পড়ার সম্ভাবনাই বেশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.