কলকাতা, 13 অগস্ট: মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা বৃষ্টি হচ্ছে ৷ তার জেরেই অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এই আর্দ্রতাজনিত অস্বস্তি । মঙ্গলবার আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই কলকাতায়। বুধবার পর্যন্ত বাংলার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে এই পরিস্থিতি। বিশেষ করে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দিনের আকাশ মেঘলা থাকতে পারে ৷ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে ৷ বুধবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়।
উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নীচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের । আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশ অঞ্চলের সর্বত্রই সারা সপ্তাহ ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
সোমবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 শতাংশ এবং সর্বনিম্ন 67 শতাংশ।