ETV Bharat / state

দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরে ফের ভারী বর্ষণ আজ থেকে - West Bengal Monsoon Update - WEST BENGAL MONSOON UPDATE

West Bengal Weather Update: বর্ষা প্রবেশ করলেও এখনই স্বস্তির বৃষ্টির পেতে সময় লাগবে আরও 4-5 দিন ৷ জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে এখনও বেশ কিছুদিন । এদিকে সোমবার থেকে ফের ভারী বৃষ্টির আগমন উত্তরবঙ্গে ৷

Monsoon Update for West Bengal
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 7:09 AM IST

Updated : Jun 24, 2024, 8:18 AM IST

কলকাতা, 24 জুন: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা জোরালো নয়, ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি পারদের গতিতে রাশ টেনেছে । কিন্তু বৃষ্টিমুখর দিন কবে পাওয়া যাবে, তার কোনও ইঙ্গিত আপাতত দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টিপাতের পরিমাণ এখনই ভারী বা অতিভারী হচ্ছে না ৷ কিংবা একটানা বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে ৷ তাপমাত্রাতেও খুব বেশি পরিবর্তন হবে না এখন ৷

দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস (ইটিভি ভারত)

আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গাঙ্গেয় বঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিকই তবে পশ্চিমের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে আরও 5 দিন সময় লাগবে । আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায় । হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জুনের 10 থেকে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলবে । তবে বৃষ্টির পরিমাণে পরিবর্তন লক্ষ্য় করা যাবে ৷ দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে । গত বছরও এমনই পরিস্থিতি ছিল ।"

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ। সোমবার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তারপর বৃ্ষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে ৷ সেইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করতে সময় লাগবে আরও 4-5 দিন ৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করায় বঙ্গোপসাগরের উপর জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে ৷ সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে এখন । উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে 24 জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । আগামী 25 থেকে 27 তারিখে এই 5 জেলা ছাড়া বাকি তিন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

কলকাতা, 24 জুন: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা জোরালো নয়, ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি পারদের গতিতে রাশ টেনেছে । কিন্তু বৃষ্টিমুখর দিন কবে পাওয়া যাবে, তার কোনও ইঙ্গিত আপাতত দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টিপাতের পরিমাণ এখনই ভারী বা অতিভারী হচ্ছে না ৷ কিংবা একটানা বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে ৷ তাপমাত্রাতেও খুব বেশি পরিবর্তন হবে না এখন ৷

দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস (ইটিভি ভারত)

আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গাঙ্গেয় বঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিকই তবে পশ্চিমের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে আরও 5 দিন সময় লাগবে । আগামী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতায় । হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জুনের 10 থেকে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা চলবে । তবে বৃষ্টির পরিমাণে পরিবর্তন লক্ষ্য় করা যাবে ৷ দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে । গত বছরও এমনই পরিস্থিতি ছিল ।"

রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ। সোমবার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তারপর বৃ্ষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে ৷ সেইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করতে সময় লাগবে আরও 4-5 দিন ৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করায় বঙ্গোপসাগরের উপর জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে ৷ সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে এখন । উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে 24 জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । আগামী 25 থেকে 27 তারিখে এই 5 জেলা ছাড়া বাকি তিন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

Last Updated : Jun 24, 2024, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.