কলকাতা, 16 সেপ্টেম্বর: কখনও ঝিরঝিরে, কখনও আবার মুষলধারা ৷ বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ ৷ ভাদ্রমাসের প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম বোধ হল না বৃষ্টি পরিস্থিতির কারণে ৷ ভাদ্র পেরিয়ে দুয়ারে আশ্বিন। আকাশে শারোদৎসবের রঙ লাগতে শুরু করেছে ৷ তবুও কোথাও একটা সংশয় ৷ তার প্রথম কারণ যদি সামাজিক আন্দোলনের অনুরণন হয়, দ্বিতীয় কারণ অবশ্যই নিম্নচাপের কারণে বৃষ্টি পরিস্থিতি ৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপ শক্তি হারালেও বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত ৷
সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় 60 কিলোমিটার হতে পারে। তাই মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের ওপর যে গভীর নিম্নচাপটি রয়েছে, তা ঘণ্টায় 3 কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর থেকে পশ্চিম দিকে এগোচ্ছে। এরপর তা শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হতে পারে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর-পশ্চিমে রয়েছে। বাঁকুড়া থেকে 90 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে তার অবস্থান। পরবর্তী 48 ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের অগ্রসর হবে ৷ এর জেরে রাজ্যে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 95 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 22.2 মিলিমিটার।