কলকাতা, 8 এপ্রিল: লোকসভা নির্বাচনী প্রচারে বাঁকুড়া জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে। সোমবার বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী প্রচারে সভা করছেন তিনি। এই আসনে শাসকদলের প্রার্থী হয়েছেন তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী।
বাঁকুড়া আসনে অরূপ চক্রবর্তীর ভোটের লড়াই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে। গত বার এই আসনে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন বিজেপির অরূপ চক্রবর্তী। এবার আসন ফিরে পাওয়ার লক্ষ্যে বাঁকুড়াকে 'পাখির চোখ' করেছে তৃণমূল ৷ আর সেই জন্যই এখানে প্রথম জনসভা করছেন মমতা।
বাঁকুড়ায় রাজ্য সরকার কী কী উন্নয়ন করেছে, তার হিসাব দিলেন মমতা। পার্শ্বশিক্ষক নিয়োগ করা, সিলেবাস তৈরি করা, লক্ষ্মীর ভাণ্ডার, সারনা ধর্মের স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তৃণমূল সুপ্রিমো।
নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বলেন, “আপনি ব্লকে ব্লকে প্রচার করুন। আমার আপত্তি নেই। আপনাকে স্বাগত ৷ এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষদের জন্য কি কোনও সাহায্যের কথা ঘোষণা করেছেন? আমি মধ্যরাতে ছুটে গিয়েছি, ওদের পাশে দাঁড়িয়েছি ৷ বলছে, 4 জুনের পর সব জেলে ভরব। প্রধানমন্ত্রীর মুখে কি এ কথা শোভা পায়? মোদির গ্যারান্টি মানেই 4 জুনের পর সবাইকে জেলে ভরবে ৷ গোটা দেশে জেল বানানো। এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনাকে ভয় পাই না।” বাঁকুড়া এবং বিষ্ণুপুর, জেলার দুই লোকসভা আসনই জিততে হবে বলে দলীয় কর্মী-সমর্থকদের কাছে আবেদন জানান মমতা।
প্রসঙ্গত, জলপাইগুড়িতে রবিবার নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বলেন, "তৃণমূল সরকার গরীব বিরোধী ৷ কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে তাই বঞ্চিত রাজ্যবাসী ৷ গরীবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, সেই টাকা লুঠ করছে তৃণমূল ৷ সন্দেশখালির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "অপরাধীদের কড়া শাস্তি হওয়া উচিত কি না বলুন?" এর পরই অপরাধীদের জেলে ভরার প্রতিশ্রুতি দেন মোদি ৷ সোমবার মোদির এই 'জেলে ভরার প্রতিশ্রুতি' প্রসঙ্গেই মমতা বাঁকুড়ার সভায় কটাক্ষ করেন 'মোদির গ্যারান্টি মানেই 4 জুনের পর সবাইকে জেলে ভরবে ৷'
আরও পড়ুন: