ETV Bharat / state

প্রথম আলিপুরদুয়ারের অভীক, মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন ম্যাকউইলিয়ামের ছাত্র - HS Result 2024 - HS RESULT 2024

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 12:51 PM IST

Updated : May 8, 2024, 5:13 PM IST

13:50 May 08

পরীক্ষা শেষের 69 দিন পর আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৷ দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর সকলে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন৷ রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে...

কলকাতায় প্রথম সৌনক...

  • কলকাতায় প্রথম হয়েছেন সৌনক কর ৷ স্কটিশ চার্চ স্কুলের ছাত্রের সংগ্রহ 492 নম্বর ৷

13:39 May 08

  • সংখ্যালঘু পরীক্ষার্থীর মধ্যে পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷ ছেলেদের পাশের হার 40 শতাংশ, মেয়েদের পাশের হার 60 শতাংশ ৷

13:38 May 08

পাশের হারে মেয়েদের টেক্কা দিল ছেলেরা...

  • ছেলেদের পাশের হার 92.32% ৷ অন্যদিকে, মেয়েদের পাশের হার 88.18 শতাংশ ৷

13:22 May 08

  • মেয়েদের মধ্যে প্রথম চন্দননগরের স্নেহা ঘোষ ৷ মেধাতালিকায় চতুর্থ স্থানে থাকা স্নেহার সংগ্রহ 493 নম্বর ৷

13:22 May 08

  • তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক গুপ্ত ৷ মালদা রামকৃষ্ণ মিশনের ছাত্রের সংগ্রহ 494 নম্বর ৷

13:22 May 08

  • প্রথম হয়েছেন অভীক দাস ৷ আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীকের সংগ্রহ 496 নম্বর ৷ মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন অভীক ৷
  • সৌম্যদ্বীপ সাহা দ্বিতীয় ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদ্বীপ 495 নম্বর ৷

13:21 May 08

মেধাতালিকায় রয়েছেন 58 জন...

  • মেধাতালিকায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছেন হুগলি থেকে ৷ জেলার 13 জন জায়গা করে নিল মেধাতালিকায় ৷ দ্বিতীয় বাঁকুড়া, তৃতীয় দক্ষিণ 24 পরগনা ৷ মোট 15টি জেলার পরীক্ষার্থীরা রয়েছেন মেধাতালিকায় ৷
  • মেধাতালিকায় ছাত্রের সংখ্যা 35, মেয়েরা রয়েছেন 23 জন ৷

13:17 May 08

  • বিজ্ঞান বিভাগে পাশের হার 97.19 %, পরীক্ষা দিয়েছিলেন 1 লক্ষ 5 হাজার 810 জন...
  • বাণিজ্য বিভাগে পাশের হার 96.08 %, পরীক্ষা দিয়েছিলেন 3 লক্ষ 84 হাজার 29 জন...
  • কলা বিভাগে পাশের হার 88.2 %, পরীক্ষা দিয়েছিলেন 5 লক্ষ 95 হাজার 292 জন...

13:15 May 08

  • 60% এর বেশি পেয়েছেন 40.92 % পরীক্ষার্থী ৷
  • 70% এর বেশি পেয়েছেন 22.38 % পরীক্ষার্থী ৷
  • 80% এর বেশি পেয়েছেন 8.47 % পরীক্ষার্থী ৷
  • 90%.এর বেশি পেয়েছেন 1.23 % পরীক্ষার্থী ৷

13:13 May 08

  • এবছর পাশের হার 90 শতাংশ ৷
  • পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৷ তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া ও বীরভূম ৷

1 লক্ষ 87 হাজার 924 জন সংখ্যালঘু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন ৷ পাশ করেছেন 86.90 % পরীক্ষার্থী ৷ তফশিলি জাতির পরীক্ষার্থী 1 লক্ষ 37 হাজার 132 জন (পাশের হার 89.3%) তফশিলি উপজাতির পরীক্ষার্থী 2596 জন ৷ পাশের হার 82.5% ৷

13:12 May 08

  • বহু ছাত্র-ছাত্রীরায় রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে। এইবারও সেই ব্যবস্থাই থাকছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student) এই লিঙ্কে গিয়ে নিজেদের আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিবারের ন্যায়ের জন্য ধার্য করা হয়েছে মূল্য। সাধারণভাবে কেউ যদি স্ক্রুটিনি করাতে চায় তাহলে তাকে দিতে হবে 150 টাকা, রিভিউয়ের জন্য হল 200 টাকা।
  • অন্যদিকে, তৎকাল স্ক্রুটিনির জন্য দিতে হবে 800 টাকা, অপরদিকে রিভিউয়ের জন্য 600 টাকা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অনেকের জরুরি ভিত্তিতে সংশোধিত মার্কশিট প্রয়োজন হয়। কারণ, সাধারণ পিপিআর, পিপিএস-এ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে 45 দিন। অনেকদিন ধরেই ছাত্রছাত্রীদের দাবি ছিল, পিপিআর, পিপিএসটা যদি তাড়াতাড়ি করা যায়। আমরা যাদের জরুরিভিত্তিতে দরকার, সেই অংশের জন্য তৎকাল পরিষেবা চালু করছি। এই ব্যবস্থায় আমরা সাতদিনে ফল প্রকাশ করে দেব।"

13:10 May 08

উচ্চ মাধ্যমিক রিভিউ-স্ক্রুটিনিতে এবার ‘তৎকাল’, ফল জানা যাবে এক সপ্তাহে...

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর । উচ্চ মাধ্যমিকে রিভিউ ও স্ক্রুটিনিতে এবার পরীক্ষার্থীরা 7 দিনের মধ্যেই ফল পাবেন ৷
  • পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন 10 তারিখ। এই 10 তারিখ থেকেই শুরু হবে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করার ব্যবস্থা। 'তৎকাল' স্ক্রুটিনি বা রিভিউয়ের আবেদনের সময়সীমা থাকছে ওইদিন দুপুর দু'টো থেকে আগামী 13 মে মধ্যরাত পর্যন্ত। তবে এর পাশাপাশি সাধারণ পরিষেবাও চালু থাকছে। সাধারণ পরিষেবার জন্য বরাদ্দ সময় হল 10 তারিখ দুপুর দু'টো থেকে 25 মে মধ্যরাত পর্যন্ত। মূলত রিভিউ বা স্ক্রুটিনি ফল প্রকাশিত সময় লাগে 45 দিন। রিভিউ (পিপিআর) অর্থাৎ নতুন করে খাতা পুনর্মূল্যায়ন করা।

13:09 May 08

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও ছেলেদের টপকে গেল মেয়েরা ৷ ছেলে-মেয়েদের পরীক্ষায় বসার অনুপাত 44:56 ৷

13:08 May 08

এবছর কিউ আর কোড মার্কশিট থাকছে ৷

13:07 May 08

  • 41 জন মোবাইল নিয়ে ভেন্যুতে ঢুকেছিল ৷ তাদের পরীক্ষা বাতিল হয়েছিল ৷
  • 130 জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ৷

13:06 May 08

  • 11 দিন ধরে চলেছে পরীক্ষা ৷ কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটেনি ৷ দক্ষ হাতে পরীক্ষা সম্পাদনা করেছে সংসদ ৷ বললেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

13:04 May 08

  • চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন 7 লক্ষ 55 হাজার 324 জন পরীক্ষার্থী ৷ 60টি বিষয়ে পরীক্ষা হয়েছিল ৷

12:57 May 08

কোথায় দেখা যাবে রেজাল্ট ?

সংসদের তরফে দেওয়া ওয়েবসাইটগুলি হল-

  • http://wbresults.nic.in
  • www.results.shiksha
  • www.indiaresults.com
  • এছাড়াও একটি অ্যাপও রয়েছে। প্লে-স্টোর থেকে WBCHSE Results অ্যাপটির মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

10:11 May 08

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ...

  • খানিক পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । দুপুর একটার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ফল । বিকেল তিনটের পর পরীক্ষার্থীরা নিজের ফল দেখতে পাবেন । সংসদের তরফে জারি করা অফিসিয়াল ওয়েবসাইট গুলিতেই দেখা যাবে ফলাফল ।

13:50 May 08

পরীক্ষা শেষের 69 দিন পর আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৷ দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর সকলে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন৷ রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে...

কলকাতায় প্রথম সৌনক...

  • কলকাতায় প্রথম হয়েছেন সৌনক কর ৷ স্কটিশ চার্চ স্কুলের ছাত্রের সংগ্রহ 492 নম্বর ৷

13:39 May 08

  • সংখ্যালঘু পরীক্ষার্থীর মধ্যে পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা ৷ ছেলেদের পাশের হার 40 শতাংশ, মেয়েদের পাশের হার 60 শতাংশ ৷

13:38 May 08

পাশের হারে মেয়েদের টেক্কা দিল ছেলেরা...

  • ছেলেদের পাশের হার 92.32% ৷ অন্যদিকে, মেয়েদের পাশের হার 88.18 শতাংশ ৷

13:22 May 08

  • মেয়েদের মধ্যে প্রথম চন্দননগরের স্নেহা ঘোষ ৷ মেধাতালিকায় চতুর্থ স্থানে থাকা স্নেহার সংগ্রহ 493 নম্বর ৷

13:22 May 08

  • তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক গুপ্ত ৷ মালদা রামকৃষ্ণ মিশনের ছাত্রের সংগ্রহ 494 নম্বর ৷

13:22 May 08

  • প্রথম হয়েছেন অভীক দাস ৷ আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীকের সংগ্রহ 496 নম্বর ৷ মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন অভীক ৷
  • সৌম্যদ্বীপ সাহা দ্বিতীয় ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদ্বীপ 495 নম্বর ৷

13:21 May 08

মেধাতালিকায় রয়েছেন 58 জন...

  • মেধাতালিকায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছেন হুগলি থেকে ৷ জেলার 13 জন জায়গা করে নিল মেধাতালিকায় ৷ দ্বিতীয় বাঁকুড়া, তৃতীয় দক্ষিণ 24 পরগনা ৷ মোট 15টি জেলার পরীক্ষার্থীরা রয়েছেন মেধাতালিকায় ৷
  • মেধাতালিকায় ছাত্রের সংখ্যা 35, মেয়েরা রয়েছেন 23 জন ৷

13:17 May 08

  • বিজ্ঞান বিভাগে পাশের হার 97.19 %, পরীক্ষা দিয়েছিলেন 1 লক্ষ 5 হাজার 810 জন...
  • বাণিজ্য বিভাগে পাশের হার 96.08 %, পরীক্ষা দিয়েছিলেন 3 লক্ষ 84 হাজার 29 জন...
  • কলা বিভাগে পাশের হার 88.2 %, পরীক্ষা দিয়েছিলেন 5 লক্ষ 95 হাজার 292 জন...

13:15 May 08

  • 60% এর বেশি পেয়েছেন 40.92 % পরীক্ষার্থী ৷
  • 70% এর বেশি পেয়েছেন 22.38 % পরীক্ষার্থী ৷
  • 80% এর বেশি পেয়েছেন 8.47 % পরীক্ষার্থী ৷
  • 90%.এর বেশি পেয়েছেন 1.23 % পরীক্ষার্থী ৷

13:13 May 08

  • এবছর পাশের হার 90 শতাংশ ৷
  • পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৷ তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া ও বীরভূম ৷

1 লক্ষ 87 হাজার 924 জন সংখ্যালঘু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন ৷ পাশ করেছেন 86.90 % পরীক্ষার্থী ৷ তফশিলি জাতির পরীক্ষার্থী 1 লক্ষ 37 হাজার 132 জন (পাশের হার 89.3%) তফশিলি উপজাতির পরীক্ষার্থী 2596 জন ৷ পাশের হার 82.5% ৷

13:12 May 08

  • বহু ছাত্র-ছাত্রীরায় রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে। এইবারও সেই ব্যবস্থাই থাকছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student) এই লিঙ্কে গিয়ে নিজেদের আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিবারের ন্যায়ের জন্য ধার্য করা হয়েছে মূল্য। সাধারণভাবে কেউ যদি স্ক্রুটিনি করাতে চায় তাহলে তাকে দিতে হবে 150 টাকা, রিভিউয়ের জন্য হল 200 টাকা।
  • অন্যদিকে, তৎকাল স্ক্রুটিনির জন্য দিতে হবে 800 টাকা, অপরদিকে রিভিউয়ের জন্য 600 টাকা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অনেকের জরুরি ভিত্তিতে সংশোধিত মার্কশিট প্রয়োজন হয়। কারণ, সাধারণ পিপিআর, পিপিএস-এ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে 45 দিন। অনেকদিন ধরেই ছাত্রছাত্রীদের দাবি ছিল, পিপিআর, পিপিএসটা যদি তাড়াতাড়ি করা যায়। আমরা যাদের জরুরিভিত্তিতে দরকার, সেই অংশের জন্য তৎকাল পরিষেবা চালু করছি। এই ব্যবস্থায় আমরা সাতদিনে ফল প্রকাশ করে দেব।"

13:10 May 08

উচ্চ মাধ্যমিক রিভিউ-স্ক্রুটিনিতে এবার ‘তৎকাল’, ফল জানা যাবে এক সপ্তাহে...

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর । উচ্চ মাধ্যমিকে রিভিউ ও স্ক্রুটিনিতে এবার পরীক্ষার্থীরা 7 দিনের মধ্যেই ফল পাবেন ৷
  • পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন 10 তারিখ। এই 10 তারিখ থেকেই শুরু হবে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করার ব্যবস্থা। 'তৎকাল' স্ক্রুটিনি বা রিভিউয়ের আবেদনের সময়সীমা থাকছে ওইদিন দুপুর দু'টো থেকে আগামী 13 মে মধ্যরাত পর্যন্ত। তবে এর পাশাপাশি সাধারণ পরিষেবাও চালু থাকছে। সাধারণ পরিষেবার জন্য বরাদ্দ সময় হল 10 তারিখ দুপুর দু'টো থেকে 25 মে মধ্যরাত পর্যন্ত। মূলত রিভিউ বা স্ক্রুটিনি ফল প্রকাশিত সময় লাগে 45 দিন। রিভিউ (পিপিআর) অর্থাৎ নতুন করে খাতা পুনর্মূল্যায়ন করা।

13:09 May 08

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও ছেলেদের টপকে গেল মেয়েরা ৷ ছেলে-মেয়েদের পরীক্ষায় বসার অনুপাত 44:56 ৷

13:08 May 08

এবছর কিউ আর কোড মার্কশিট থাকছে ৷

13:07 May 08

  • 41 জন মোবাইল নিয়ে ভেন্যুতে ঢুকেছিল ৷ তাদের পরীক্ষা বাতিল হয়েছিল ৷
  • 130 জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে ৷

13:06 May 08

  • 11 দিন ধরে চলেছে পরীক্ষা ৷ কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটেনি ৷ দক্ষ হাতে পরীক্ষা সম্পাদনা করেছে সংসদ ৷ বললেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

13:04 May 08

  • চলতি বছর পরীক্ষা দিয়েছিলেন 7 লক্ষ 55 হাজার 324 জন পরীক্ষার্থী ৷ 60টি বিষয়ে পরীক্ষা হয়েছিল ৷

12:57 May 08

কোথায় দেখা যাবে রেজাল্ট ?

সংসদের তরফে দেওয়া ওয়েবসাইটগুলি হল-

  • http://wbresults.nic.in
  • www.results.shiksha
  • www.indiaresults.com
  • এছাড়াও একটি অ্যাপও রয়েছে। প্লে-স্টোর থেকে WBCHSE Results অ্যাপটির মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

10:11 May 08

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ...

  • খানিক পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । দুপুর একটার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ফল । বিকেল তিনটের পর পরীক্ষার্থীরা নিজের ফল দেখতে পাবেন । সংসদের তরফে জারি করা অফিসিয়াল ওয়েবসাইট গুলিতেই দেখা যাবে ফলাফল ।
Last Updated : May 8, 2024, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.