কলকাতা, 29 ফেব্রুয়ারি: "আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো রয়েছে", শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে ফিরে এই মন্তব্য করলেন তিনি ৷ গত রাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে ৷ 5 জানুয়ারি থেকে ফেরার ছিলেন দাপুটে তৃণমূল নেতা ৷ বুধবার আদালত স্পষ্ট নির্দেশ দেয়, যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই ৷ তারপরেই রাতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় বেতাজ বাদশা ৷
এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "সুড়ঙ্গের শেষে আলো আছে ৷ এটাই গণতন্ত্র ৷ আমরা এর জন্য অপেক্ষা করেছি ৷ শেষে তা হয়েছে ৷ এবার আশা করি, আইন ও শৃঙ্খলার নতুন সূর্যোদয় হবে ৷ বাংলায় শান্তি ফিরবে ৷" এর আগে 26 ফেব্রুয়ারি রাজ্যপাল ব্যান্ডেলে একটি অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন ৷
তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন, "কোনও রাজ্যের সরকার যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয় । আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায় । আপাতত সংবাদমাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে । আটশো পিটিশন জমা পড়েছে ৷ অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে । সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে, রাজ্যপাল নিজের ক্ষমতাবলে কাজ করবে ।"
এর আগেও রাজ্যপাল বারবার সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 29 জানুয়ারি তিনি বলেন, "শাহজাহান ইস্যুতে আমার সাংবিধানিক সহকর্মীর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে । কিন্তু কী কথা হয়েছে তা বলবো না । তবে আইন আইনের পথে চলবে ।" এরপর 10 ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ একদিকে বিধানসভায় অধিবেশন চলছে, অন্যদিকে এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সেখানে পুলিশ প্রশাসন সবকিছুই আছে ৷ তারপরেও দুষ্কৃতীরা আইন হাতে নিয়ে নিচ্ছে ৷ রাজ্য সরকারকে অবশ্যই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করে রিপোর্ট পেশ করতে হবে ৷ মাফিয়া রাজ, গুন্ডারাজ চলতে দেওয়া যাবে না ৷ সকলকে ঐক্যবদ্ধভাবে এই গুন্ডারাজ দমন করতে এগিয়ে আসতে হবে ৷"
আরও পড়ুন: