ETV Bharat / state

'আমি বলেছিলাম প্রত্যেক সুড়ঙ্গের শেষে আলো আছে', শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল

WB Governor CV Ananda Bose on Shahjahan: শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে 72 ঘণ্টার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই সময়সীমার মধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 9:53 AM IST

Updated : Feb 29, 2024, 10:28 AM IST

শেখ শাহাজাহানের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দের প্রতিক্রিয়া

কলকাতা, 29 ফেব্রুয়ারি: "আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো রয়েছে", শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে ফিরে এই মন্তব্য করলেন তিনি ৷ গত রাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে ৷ 5 জানুয়ারি থেকে ফেরার ছিলেন দাপুটে তৃণমূল নেতা ৷ বুধবার আদালত স্পষ্ট নির্দেশ দেয়, যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই ৷ তারপরেই রাতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় বেতাজ বাদশা ৷

এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "সুড়ঙ্গের শেষে আলো আছে ৷ এটাই গণতন্ত্র ৷ আমরা এর জন্য অপেক্ষা করেছি ৷ শেষে তা হয়েছে ৷ এবার আশা করি, আইন ও শৃঙ্খলার নতুন সূর্যোদয় হবে ৷ বাংলায় শান্তি ফিরবে ৷" এর আগে 26 ফেব্রুয়ারি রাজ্যপাল ব্যান্ডেলে একটি অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন ৷

তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন, "কোনও রাজ্যের সরকার যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয় । আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায় । আপাতত সংবাদমাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে । আটশো পিটিশন জমা পড়েছে ৷ অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে । সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে, রাজ্যপাল নিজের ক্ষমতাবলে কাজ করবে ।"

এর আগেও রাজ্যপাল বারবার সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 29 জানুয়ারি তিনি বলেন, "শাহজাহান ইস্যুতে আমার সাংবিধানিক সহকর্মীর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে । কিন্তু কী কথা হয়েছে তা বলবো না । তবে আইন আইনের পথে চলবে ।" এরপর 10 ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ একদিকে বিধানসভায় অধিবেশন চলছে, অন্যদিকে এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সেখানে পুলিশ প্রশাসন সবকিছুই আছে ৷ তারপরেও দুষ্কৃতীরা আইন হাতে নিয়ে নিচ্ছে ৷ রাজ্য সরকারকে অবশ্যই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করে রিপোর্ট পেশ করতে হবে ৷ মাফিয়া রাজ, গুন্ডারাজ চলতে দেওয়া যাবে না ৷ সকলকে ঐক্যবদ্ধভাবে এই গুন্ডারাজ দমন করতে এগিয়ে আসতে হবে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্য দায়িত্ব পালন না করলে রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের
  2. সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেতে বাধা, ডিজি'র কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
  3. অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল

শেখ শাহাজাহানের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দের প্রতিক্রিয়া

কলকাতা, 29 ফেব্রুয়ারি: "আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো রয়েছে", শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে ফিরে এই মন্তব্য করলেন তিনি ৷ গত রাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে ৷ 5 জানুয়ারি থেকে ফেরার ছিলেন দাপুটে তৃণমূল নেতা ৷ বুধবার আদালত স্পষ্ট নির্দেশ দেয়, যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই ৷ তারপরেই রাতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় বেতাজ বাদশা ৷

এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "সুড়ঙ্গের শেষে আলো আছে ৷ এটাই গণতন্ত্র ৷ আমরা এর জন্য অপেক্ষা করেছি ৷ শেষে তা হয়েছে ৷ এবার আশা করি, আইন ও শৃঙ্খলার নতুন সূর্যোদয় হবে ৷ বাংলায় শান্তি ফিরবে ৷" এর আগে 26 ফেব্রুয়ারি রাজ্যপাল ব্যান্ডেলে একটি অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন ৷

তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন, "কোনও রাজ্যের সরকার যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয় । আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায় । আপাতত সংবাদমাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে । আটশো পিটিশন জমা পড়েছে ৷ অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে । সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে, রাজ্যপাল নিজের ক্ষমতাবলে কাজ করবে ।"

এর আগেও রাজ্যপাল বারবার সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 29 জানুয়ারি তিনি বলেন, "শাহজাহান ইস্যুতে আমার সাংবিধানিক সহকর্মীর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে । কিন্তু কী কথা হয়েছে তা বলবো না । তবে আইন আইনের পথে চলবে ।" এরপর 10 ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷ একদিকে বিধানসভায় অধিবেশন চলছে, অন্যদিকে এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সেখানে পুলিশ প্রশাসন সবকিছুই আছে ৷ তারপরেও দুষ্কৃতীরা আইন হাতে নিয়ে নিচ্ছে ৷ রাজ্য সরকারকে অবশ্যই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করে রিপোর্ট পেশ করতে হবে ৷ মাফিয়া রাজ, গুন্ডারাজ চলতে দেওয়া যাবে না ৷ সকলকে ঐক্যবদ্ধভাবে এই গুন্ডারাজ দমন করতে এগিয়ে আসতে হবে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্য দায়িত্ব পালন না করলে রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের
  2. সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে যেতে বাধা, ডিজি'র কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
  3. অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল
Last Updated : Feb 29, 2024, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.