ETV Bharat / state

রাজ্যের একমাত্র শিস মহলে এলেন নেতাজি-লতা মঙ্গেশকর, মূর্তি দেখে মুগ্ধ সকলে - Asansol Seesh Mahal

Seesh Mahal: জয়পুরের শিসমহলের প্রতিরূপ ভ্রমণপ্রেমীরা খুঁজে পাবেন আসানসোলের মহিশিলাতে ৷ ভাস্কর সুশান্ত রায়ের গড়ে তোলা রাজ্যের প্রথম শিস মহলে উন্মোচন হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মোমের মূর্তি।

Etv Bharat
শিস মহলে নেতাজি-লতা মঙ্গেশকরের মূর্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 10:31 PM IST

শিস মহলে এলেন নেতাজি-লতা মঙ্গেশকর

আসানসোল, 23 জানুয়ারি: আসানসোলের মহিশিলাতে এই জায়গায় পা রাখলে চমকে যেতে হয় ৷ এক ছাদের তলায় রয়েছেন বাংলার অভিনেতা দেব থেকে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ৷ এবার সেখানে উপস্থিত হল দেশের আরও দুই মহীরুহ ব্যক্তিত্ব ৷ ভাস্কর সুশান্ত রায়ের গড়ে তোলা রাজ্যের প্রথম শিস মহলে উন্মোচন হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মোমের মূর্তি।

ইতিমধ্যেই কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামের জন্য লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছিলেন সুশান্ত রায়। কিন্তু লতা মঙ্গেশকরের মৃত্যুর পর আর নতুন করে কোনও মূর্তি বানানো হয়নি। তাই নেতাজির জন্মদিনেই সুভাষচন্দ্র বসু ও লতা মঙ্গেশকরের মূর্তির উদ্বোধন হয় সুশান্ত রায়ের নতুন শিস মহলে। মন্ত্রী মলয় ঘটক এই নতুন শিস মহলের কক্ষ এবং নেতাজি ও লতা মঙ্গেশকরের মূর্তি উন্মোচন করেন।

শিসমহলের পাশাপাশি দু'টি মূর্তিকে দেখে সকলেই বিস্ময় প্রকাশ করেন। জয়পুরের শিস মহলের ধাঁচে রঙিন কাঁচ দিয়ে তৈরি আসানসোলের এই শিস মহল এক অন্য অনুভূতি এনে দেয়। রঙিন কাঁচ দিয়ে তৈরি দেওয়াল মেঝে ছুঁয়ে অনুভব করা যাচ্ছে দারুণ অভিজ্ঞতা। মন্ত্রী মলয় ঘটক বলেন, "ভাস্কর সুশান্ত রায় আমাদের গর্ব। আগামিদিনে তাঁর খ্যাতি গোটা ভারতবর্ষ জুড়ে হবে।"

সুশান্ত রায় দাবি করে বলেন, "গোটা ভারতবর্ষে আমিই একমাত্র মোমের মূর্তি বানাই। আমার মূর্তি কলকাতার ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে জয়পুরের ওয়াক্স মিউজিয়াম এবং মুম্বইয়ের মিউজিয়ামও রাখা রয়েছে। জয়পুরে যখন কাজ করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম শিস মহল। আর তাই ভেবেছিলাম আমাদের রাজ্যে এরকম একটি শিস মহল যদি করা যায় তাহলে খুব ভালো হবে। সেই মত আমি আসানসোলে শিস মহল তৈরি করি। কিন্তু মানুষের এত জনপ্রিয়তা দেখে সেই শিসমহলকে আরও বড় এবং আরও সুন্দর তৈরি করলাম।"

শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, সমগ্র শিস মহল তৈরি করতে রাজস্থানের এক শিল্পীরও তিনি সহযোগিতা নিয়েছেন। পিছিয়ে পড়া কয়লার শহর আসানসোলে আর্টের তেমন উন্নতি হয়নি বলেই সুশান্ত রায়ের দাবি। আর সেই কারণেই তিনি আসানসোল শহরেই জয়পুরের বিখ্যাত শিস মহলের মতো এখানে কাঁচের মহল তৈরি করেছেন ৷ নিজের বানানো মোমের মূর্তির সংগ্রহশালা বা ওয়াক্স মিউজিয়ামও তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায় ৷

আরও পড়ুন:

1. নেতাজি-রহস্য উদঘাটন থেকে জাতীয় ছুটি, কেন্দ্রকে আক্রমণ মমতার

2. 127তম জন্ম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর

3. জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ

শিস মহলে এলেন নেতাজি-লতা মঙ্গেশকর

আসানসোল, 23 জানুয়ারি: আসানসোলের মহিশিলাতে এই জায়গায় পা রাখলে চমকে যেতে হয় ৷ এক ছাদের তলায় রয়েছেন বাংলার অভিনেতা দেব থেকে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ৷ এবার সেখানে উপস্থিত হল দেশের আরও দুই মহীরুহ ব্যক্তিত্ব ৷ ভাস্কর সুশান্ত রায়ের গড়ে তোলা রাজ্যের প্রথম শিস মহলে উন্মোচন হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মোমের মূর্তি।

ইতিমধ্যেই কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামের জন্য লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছিলেন সুশান্ত রায়। কিন্তু লতা মঙ্গেশকরের মৃত্যুর পর আর নতুন করে কোনও মূর্তি বানানো হয়নি। তাই নেতাজির জন্মদিনেই সুভাষচন্দ্র বসু ও লতা মঙ্গেশকরের মূর্তির উদ্বোধন হয় সুশান্ত রায়ের নতুন শিস মহলে। মন্ত্রী মলয় ঘটক এই নতুন শিস মহলের কক্ষ এবং নেতাজি ও লতা মঙ্গেশকরের মূর্তি উন্মোচন করেন।

শিসমহলের পাশাপাশি দু'টি মূর্তিকে দেখে সকলেই বিস্ময় প্রকাশ করেন। জয়পুরের শিস মহলের ধাঁচে রঙিন কাঁচ দিয়ে তৈরি আসানসোলের এই শিস মহল এক অন্য অনুভূতি এনে দেয়। রঙিন কাঁচ দিয়ে তৈরি দেওয়াল মেঝে ছুঁয়ে অনুভব করা যাচ্ছে দারুণ অভিজ্ঞতা। মন্ত্রী মলয় ঘটক বলেন, "ভাস্কর সুশান্ত রায় আমাদের গর্ব। আগামিদিনে তাঁর খ্যাতি গোটা ভারতবর্ষ জুড়ে হবে।"

সুশান্ত রায় দাবি করে বলেন, "গোটা ভারতবর্ষে আমিই একমাত্র মোমের মূর্তি বানাই। আমার মূর্তি কলকাতার ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে জয়পুরের ওয়াক্স মিউজিয়াম এবং মুম্বইয়ের মিউজিয়ামও রাখা রয়েছে। জয়পুরে যখন কাজ করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম শিস মহল। আর তাই ভেবেছিলাম আমাদের রাজ্যে এরকম একটি শিস মহল যদি করা যায় তাহলে খুব ভালো হবে। সেই মত আমি আসানসোলে শিস মহল তৈরি করি। কিন্তু মানুষের এত জনপ্রিয়তা দেখে সেই শিসমহলকে আরও বড় এবং আরও সুন্দর তৈরি করলাম।"

শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, সমগ্র শিস মহল তৈরি করতে রাজস্থানের এক শিল্পীরও তিনি সহযোগিতা নিয়েছেন। পিছিয়ে পড়া কয়লার শহর আসানসোলে আর্টের তেমন উন্নতি হয়নি বলেই সুশান্ত রায়ের দাবি। আর সেই কারণেই তিনি আসানসোল শহরেই জয়পুরের বিখ্যাত শিস মহলের মতো এখানে কাঁচের মহল তৈরি করেছেন ৷ নিজের বানানো মোমের মূর্তির সংগ্রহশালা বা ওয়াক্স মিউজিয়ামও তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায় ৷

আরও পড়ুন:

1. নেতাজি-রহস্য উদঘাটন থেকে জাতীয় ছুটি, কেন্দ্রকে আক্রমণ মমতার

2. 127তম জন্ম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর

3. জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.