ETV Bharat / state

মুছে দেওয়া হল অগ্নিমিত্রা পলের দেওয়াল লিখন! ভোটের মুখে বাড়ল জট - Lok Sabha Elections

Lok Sabha Elections: প্রার্থীর নাম ঘোষণা না হলেও 'অগ্নিমিত্রা পলের' দেওয়াল লিখন ঘিরে অস্বস্তিতে পশ্চিম বর্ধমানের জেলা বিজেপি নেতৃত্ব ৷ পরে জেলা নেতৃত্বের হস্তক্ষেপে মুছে দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পলের নাম ৷

Lok Sabha Elections
দেওয়াল লিখন ঘিরে অস্বস্তিতে পশ্চিম বর্ধমানের জেলা বিজেপি নেতৃত্ব
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 10:47 AM IST

দুর্গাপুর, 21 মার্চ: বিজেপির উঁচু তলার নেতৃত্ব প্রার্থী বাছায়ে হিমশিম খাচ্ছে ৷ তখন গেরুয়া শিবিরের নীচু তলার কর্মীরা নিজেরা পছন্দের প্রার্থীর নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করে দিলেন । দুর্গাপুরের বি-ওয়ান এলাকার একাধিক দেওয়ালে লেখা, 'অগ্নিমিত্রা পালকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।' এই ঘটনা জেলা নেতৃত্বের কাছে পৌঁছতেই অস্বস্তিতে সংশ্লিষ্ট নেতৃত্ব।

পরিস্থিতি সামল দিতে দ্রুত দেওয়াল মুছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে জেলা নেতত্ব থেকে। সেই মতো 'অগ্নিমিত্রা পালের' নামের উপর সাদা চুনের প্রলেপ পড়লেও, বিজেপির প্রতীক দেওয়া বাকি লেখা রয়েছে দেওয়াল জুড়ে । এমনকী অস্পষ্টভাবে হলেও অগ্নিমিত্রা পালের নাম বোঝা যাচ্ছে ৷ এই প্রসঙ্গেই তৃণমূলের নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে বিজেপির অন্দরে। তাই প্রার্থীর নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব। দিল্লিতে গিয়েও রাজ্যের উচ্চ নেতৃত্ব ঠিক করতে পারছেন না প্রার্থীর নাম। ফলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছেন নিচু তলার কর্মীরা।"

তবে বিজেপি প্রার্থীর নাম করে লেখা এই দেওয়াল লিখন বিজেপি কর্মীরা করেননি বলে দাবি করেছেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এখনও এরাজ্যের 23টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি । আর এই দেওয়াল বিজেপির কর্মীরা লেখননি । অন্য কেউ উৎসাহিত হয়ে বিজেপিতে আসার জন্য এই কাজ করছে।"

প্রসঙ্গত, জনগর্জন মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । ভোট যুদ্ধের লড়াই জিততে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এখনও বিজেপির প্রথম দফায় বঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ এখনও 22টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হবে পরবর্তী ধাপে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশের কারণে এই নিচু তলার কর্মীদের মধ্যে হতাশা বেড়ছে ৷ তার থেকেই অগ্নিমিত্রা পলের নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:

  1. ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা, পুরনো মামলায় জামিন নিতে আদালতে অগ্নিমিত্রা!
  2. 'উস্কানি বন্ধ করুন', মুখ্যমন্ত্রীকে সতর্কবার্তা অগ্নিমিত্রার, ছাড়লেন না 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহাকেও
  3. সন্দেশখালি যাওয়ার পথে বাধা ! রাজারহাটে লকেট-অগ্নিমিত্রাদের আটক বিধাননগর পুলিশের

দুর্গাপুর, 21 মার্চ: বিজেপির উঁচু তলার নেতৃত্ব প্রার্থী বাছায়ে হিমশিম খাচ্ছে ৷ তখন গেরুয়া শিবিরের নীচু তলার কর্মীরা নিজেরা পছন্দের প্রার্থীর নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করে দিলেন । দুর্গাপুরের বি-ওয়ান এলাকার একাধিক দেওয়ালে লেখা, 'অগ্নিমিত্রা পালকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।' এই ঘটনা জেলা নেতৃত্বের কাছে পৌঁছতেই অস্বস্তিতে সংশ্লিষ্ট নেতৃত্ব।

পরিস্থিতি সামল দিতে দ্রুত দেওয়াল মুছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে জেলা নেতত্ব থেকে। সেই মতো 'অগ্নিমিত্রা পালের' নামের উপর সাদা চুনের প্রলেপ পড়লেও, বিজেপির প্রতীক দেওয়া বাকি লেখা রয়েছে দেওয়াল জুড়ে । এমনকী অস্পষ্টভাবে হলেও অগ্নিমিত্রা পালের নাম বোঝা যাচ্ছে ৷ এই প্রসঙ্গেই তৃণমূলের নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে বিজেপির অন্দরে। তাই প্রার্থীর নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব। দিল্লিতে গিয়েও রাজ্যের উচ্চ নেতৃত্ব ঠিক করতে পারছেন না প্রার্থীর নাম। ফলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছেন নিচু তলার কর্মীরা।"

তবে বিজেপি প্রার্থীর নাম করে লেখা এই দেওয়াল লিখন বিজেপি কর্মীরা করেননি বলে দাবি করেছেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এখনও এরাজ্যের 23টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি । আর এই দেওয়াল বিজেপির কর্মীরা লেখননি । অন্য কেউ উৎসাহিত হয়ে বিজেপিতে আসার জন্য এই কাজ করছে।"

প্রসঙ্গত, জনগর্জন মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । ভোট যুদ্ধের লড়াই জিততে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এখনও বিজেপির প্রথম দফায় বঙ্গের 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ এখনও 22টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হবে পরবর্তী ধাপে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশের কারণে এই নিচু তলার কর্মীদের মধ্যে হতাশা বেড়ছে ৷ তার থেকেই অগ্নিমিত্রা পলের নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:

  1. ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা, পুরনো মামলায় জামিন নিতে আদালতে অগ্নিমিত্রা!
  2. 'উস্কানি বন্ধ করুন', মুখ্যমন্ত্রীকে সতর্কবার্তা অগ্নিমিত্রার, ছাড়লেন না 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহাকেও
  3. সন্দেশখালি যাওয়ার পথে বাধা ! রাজারহাটে লকেট-অগ্নিমিত্রাদের আটক বিধাননগর পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.