ETV Bharat / state

ওয়ার্ল্ড হেরিটেজ জবর দখল করে কবিগুরু মার্কেট, উচ্ছেদের দাবিতে রাজ্য সরকারকে চিঠি বিশ্বভারতীর - VISVA BHARATI on LAND ENCROACHMENT

Visva Bharati Land Encroachment by Kabiguru Market: ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীর জমি জবর দখল করে কবিগুরু মার্কেট গড়ে ওঠার অভিযোগ ৷ এবার সেই জবর দখল হওয়া জমি পুনর্দখলের দাবিতে রাজ্য সরকারকে চিঠি দিল কর্তৃপক্ষ ৷ বীরভূম জেলা প্রশাসনকে এনিয়ে চিঠি দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ওয়ার্ল্ড হেরিটেজে জবর দখল করে কবিগুরু মার্কেট তৈরির অভিযোগ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 8:02 PM IST

Updated : Jul 20, 2024, 9:50 PM IST

বোলপুর, 20 জুলাই: এবার জবর দখল উচ্ছেদের জন্য বীরভূমের জেলাশাসককে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ অভিযোগ, বিশ্বভারতী ও রাজ্য সরকারের জায়গা দখল করে গড়ে উঠেছে কবিগুরু মার্কেট নামে একটি বাজার ৷ এছাড়াও, বিশ্বভারতীর পিয়ার্সন পল্লি-সহ একাধিক জায়গা দখল হয়ে রয়েছে ৷ এতে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের গরিমা ক্ষুণ্ণ ও পরিবেশ নষ্ট হচ্ছে ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযানের মাঝেই, দখল হওয়া জমি ফেরত চেয়ে বীরভূম জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল বিশ্বভারতী ৷ বোলপুর পুরসভা ও বোলপুর মহকুমা শাসককেও দেওয়া হয়েছে একই চিঠি ৷ বিশ্বভারতীর জমি দখল নিয়ে বিস্তর অভিযোগ দীর্ঘ দিনের ৷ প্রায় দুই দশক ধরে নিজেদের জবর দখল হওয়া জমি, উদ্ধার করতে তৎপর হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

বিশেষত প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি পুনরুদ্ধারে অতি সক্রিয় হয়েছিলেন ৷ একাধিক ব্যক্তিকে জমি খালি করার নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল ৷ শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের সামনে 'কবিগুরু মার্কেট' নামে একটি মার্কেট গড়ে উঠেছে ৷ বিশ্বভারতীর দাবি, এই মার্কেট তাদের জমিতে তৈরি হয়েছে ৷ জমি ফেরত পেতে সেই সময় অনশনেও বসেছিলেন তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ যদিও, ব্যবসায়ীরা দাবি করেছিল এই জমি রাজ্য সরকারের ৷

এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিকে দিকে সরকারি জমি জবর দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ৷ এই সুযোগে রেলও নিজেদের জমি ফিরে পেতে উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে ৷ একই ভাবে জমি ফেরত পেতে এবার বীরভূমের জেলাশাসক বিধান রায়কে চিঠি দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ৷ বিশ্বভারতীর দাবি, বিশ্বভারতী ও রাজ্য সরকারের জায়গা দখল করে কবিগুরু মার্কেটে কম করে 50টি দোকান ঘর গড়ে উঠেছে ৷

ইউনেসকোর কাছ থেকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ৷ অভিযোগ সেখানে জবর দখল করে দোকান গড়ে ওঠায় নষ্ট হচ্ছে পরিবেশ ৷ নষ্ট হচ্ছে সৌন্দর্যায়ন ৷ দ্রুত এই জায়গাগুলি খালি করে দেওয়ার আবেদন করা হয়েছে ৷ এছাড়া, পিয়ার্সন পল্লি-সহ বেশ কিছু এলাকায় বিশ্বভারতী ও রাজ্য সরকারের জায়গা দখল করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ৷ সেই জবর দখল উচ্ছেদের আর্জি জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

জেলাশাসক ছাড়াও বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ও বোলপুর মহকুমা শাসক অয়ন নাথকে চিঠি দিয়ে জবর দখল উচ্ছেদের আর্জি জানিয়েছে বিশ্বভারতী ৷ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী জবর দখল উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন ৷ তাই বিশ্বভারতীও জেলা প্রশাসনকে জবর দখল উচ্ছেদের আর্জি জানিয়েছে ৷"

বোলপুর, 20 জুলাই: এবার জবর দখল উচ্ছেদের জন্য বীরভূমের জেলাশাসককে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ অভিযোগ, বিশ্বভারতী ও রাজ্য সরকারের জায়গা দখল করে গড়ে উঠেছে কবিগুরু মার্কেট নামে একটি বাজার ৷ এছাড়াও, বিশ্বভারতীর পিয়ার্সন পল্লি-সহ একাধিক জায়গা দখল হয়ে রয়েছে ৷ এতে 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের গরিমা ক্ষুণ্ণ ও পরিবেশ নষ্ট হচ্ছে ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযানের মাঝেই, দখল হওয়া জমি ফেরত চেয়ে বীরভূম জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করল বিশ্বভারতী ৷ বোলপুর পুরসভা ও বোলপুর মহকুমা শাসককেও দেওয়া হয়েছে একই চিঠি ৷ বিশ্বভারতীর জমি দখল নিয়ে বিস্তর অভিযোগ দীর্ঘ দিনের ৷ প্রায় দুই দশক ধরে নিজেদের জবর দখল হওয়া জমি, উদ্ধার করতে তৎপর হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

বিশেষত প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি পুনরুদ্ধারে অতি সক্রিয় হয়েছিলেন ৷ একাধিক ব্যক্তিকে জমি খালি করার নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল ৷ শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের সামনে 'কবিগুরু মার্কেট' নামে একটি মার্কেট গড়ে উঠেছে ৷ বিশ্বভারতীর দাবি, এই মার্কেট তাদের জমিতে তৈরি হয়েছে ৷ জমি ফেরত পেতে সেই সময় অনশনেও বসেছিলেন তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ যদিও, ব্যবসায়ীরা দাবি করেছিল এই জমি রাজ্য সরকারের ৷

এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিকে দিকে সরকারি জমি জবর দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ৷ এই সুযোগে রেলও নিজেদের জমি ফিরে পেতে উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে ৷ একই ভাবে জমি ফেরত পেতে এবার বীরভূমের জেলাশাসক বিধান রায়কে চিঠি দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো ৷ বিশ্বভারতীর দাবি, বিশ্বভারতী ও রাজ্য সরকারের জায়গা দখল করে কবিগুরু মার্কেটে কম করে 50টি দোকান ঘর গড়ে উঠেছে ৷

ইউনেসকোর কাছ থেকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ৷ অভিযোগ সেখানে জবর দখল করে দোকান গড়ে ওঠায় নষ্ট হচ্ছে পরিবেশ ৷ নষ্ট হচ্ছে সৌন্দর্যায়ন ৷ দ্রুত এই জায়গাগুলি খালি করে দেওয়ার আবেদন করা হয়েছে ৷ এছাড়া, পিয়ার্সন পল্লি-সহ বেশ কিছু এলাকায় বিশ্বভারতী ও রাজ্য সরকারের জায়গা দখল করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে ৷ সেই জবর দখল উচ্ছেদের আর্জি জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

জেলাশাসক ছাড়াও বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ও বোলপুর মহকুমা শাসক অয়ন নাথকে চিঠি দিয়ে জবর দখল উচ্ছেদের আর্জি জানিয়েছে বিশ্বভারতী ৷ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী জবর দখল উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন ৷ তাই বিশ্বভারতীও জেলা প্রশাসনকে জবর দখল উচ্ছেদের আর্জি জানিয়েছে ৷"

Last Updated : Jul 20, 2024, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.