ETV Bharat / state

বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা - Ram Navami Rally - RAM NAVAMI RALLY

Calcutta High Court: বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের আর্জিতে কলকাতা হাইকোর্টে মামলা করল বিশ্বহিন্দু পরিষদ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 6:38 PM IST

Updated : Apr 19, 2024, 8:08 PM IST

বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা

কলকাতা, 19 এপ্রিল: মুর্শিদাবাদের বেলডাঙায় রাম নবমীর মিছিলে বোমা ছোড়ার ঘটনা ও আরও একটি ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্বহিন্দু পরিষদ । শুক্রবার এ বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দায়ের হল মামলা ।

এ বিষয়ে বিশ্বহিন্দু পরিষদ পূর্ব ক্ষেত্রের আহ্বায়ক অমিয় সরকার বলেন, "দুঃখজনক যে এটা হিন্দুস্থান, ভারতবর্ষ । অথচ হিন্দুর প্রতিটি পার্বণের জন্য হাইকোর্টে আসতে হচ্ছে । হাইকোর্টের দরজায় ঠকঠকাতে হচ্ছে । হাইকোর্টের অমূল্য সময়কে নষ্ট করতে হচ্ছে । আর সমস্ত কিছু প্রশাসনের তরফে নষ্ট করা হচ্ছে । হিন্দুদের চরম দুর্গতির মধ্যে রাখা হচ্ছে ।"

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "প্রশাসনের প্রধান উৎসবের আগে একটা কথা বলে দেন । রামনবমী মানে নাকি দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা । আর তারই ফলস্বরূপ বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে । মুর্শিদাবাদের বেলডাঙায় চরক পুজোকে কেন্দ্র করে সন্ন্যাসীদের উপর আক্রমণ করা হয়েছে । প্রশাসনকে বললেও কোনও পদক্ষেপ করা হয়নি । কারওকে গ্রেফতার করা হয়নি । তারপরই রামনবমীর মিছিলে পাথর বৃষ্টি করা হয়েছে । মিছিলের উপর বোম মারা হয়েছে । আমাদের প্রশ্ন বারবার কি আমাদের হাইকোর্টে আসতে হবে ? নাকি সুপ্রিম কোর্টে যেতে হবে ? রামনবমীর জন্য হাইকোর্টে আসতে হয়েছে । রামনবমীর মিছিলে অন্তত চার-পাঁচ জায়গায় অশান্তি করা হয়েছে । এতে হিন্দুসমাজের ক্ষোভ বাড়ছে । আগামী দিনে প্রশাসন এই ক্ষোভ প্রশমন করতে পারবে না । এখনও কেউ গ্রেফতার হয়নি । শুধু একটা এফআইআর হয়েছে মাত্র । মুর্শিদাবাদের 10-15টা গ্রামে হিন্দুরা ঘরছাড়া রয়েছে । আহতরা হাসপাতালে । তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত । মুর্শিদাবাদের বেলডাঙায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হোক । এনআইএ তদন্ত করা হোক ।"

অমিয় সরকারের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানালেন, "রামনবমীর মিছিলে বোমা ছোড়া হয়েছে । ইটবৃষ্টি হয়েছে । একাধিক হিন্দু আহত । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে । আগামী সোমবার শুনানি । আমরা এনাআইএ তদন্তের আবেদন জানিয়েছি ।"

উল্লেখ্য, গত বুধবার মুর্শিদাবাদে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়ায় । বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে । একইসঙ্গে ইট-পাটকেল ছোড়া হয় । আহত হয়েছেন একাধিক ব্যক্তি । অনেকেই আহত । রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দায়ের হয়েছিল একাধিক মামলা । বিচারপতি সেনগুপ্ত মিছিলের অনুমতি দিতে গিয়ে স্বল্প সংখ্যক লোকের পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন । তারপরও এই অশান্তির ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামনবমীর মিছিলে অনুমতি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল হাইকোর্ট
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে

বেলডাঙায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলা

কলকাতা, 19 এপ্রিল: মুর্শিদাবাদের বেলডাঙায় রাম নবমীর মিছিলে বোমা ছোড়ার ঘটনা ও আরও একটি ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্বহিন্দু পরিষদ । শুক্রবার এ বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দায়ের হল মামলা ।

এ বিষয়ে বিশ্বহিন্দু পরিষদ পূর্ব ক্ষেত্রের আহ্বায়ক অমিয় সরকার বলেন, "দুঃখজনক যে এটা হিন্দুস্থান, ভারতবর্ষ । অথচ হিন্দুর প্রতিটি পার্বণের জন্য হাইকোর্টে আসতে হচ্ছে । হাইকোর্টের দরজায় ঠকঠকাতে হচ্ছে । হাইকোর্টের অমূল্য সময়কে নষ্ট করতে হচ্ছে । আর সমস্ত কিছু প্রশাসনের তরফে নষ্ট করা হচ্ছে । হিন্দুদের চরম দুর্গতির মধ্যে রাখা হচ্ছে ।"

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "প্রশাসনের প্রধান উৎসবের আগে একটা কথা বলে দেন । রামনবমী মানে নাকি দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা । আর তারই ফলস্বরূপ বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে । মুর্শিদাবাদের বেলডাঙায় চরক পুজোকে কেন্দ্র করে সন্ন্যাসীদের উপর আক্রমণ করা হয়েছে । প্রশাসনকে বললেও কোনও পদক্ষেপ করা হয়নি । কারওকে গ্রেফতার করা হয়নি । তারপরই রামনবমীর মিছিলে পাথর বৃষ্টি করা হয়েছে । মিছিলের উপর বোম মারা হয়েছে । আমাদের প্রশ্ন বারবার কি আমাদের হাইকোর্টে আসতে হবে ? নাকি সুপ্রিম কোর্টে যেতে হবে ? রামনবমীর জন্য হাইকোর্টে আসতে হয়েছে । রামনবমীর মিছিলে অন্তত চার-পাঁচ জায়গায় অশান্তি করা হয়েছে । এতে হিন্দুসমাজের ক্ষোভ বাড়ছে । আগামী দিনে প্রশাসন এই ক্ষোভ প্রশমন করতে পারবে না । এখনও কেউ গ্রেফতার হয়নি । শুধু একটা এফআইআর হয়েছে মাত্র । মুর্শিদাবাদের 10-15টা গ্রামে হিন্দুরা ঘরছাড়া রয়েছে । আহতরা হাসপাতালে । তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত । মুর্শিদাবাদের বেলডাঙায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হোক । এনআইএ তদন্ত করা হোক ।"

অমিয় সরকারের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানালেন, "রামনবমীর মিছিলে বোমা ছোড়া হয়েছে । ইটবৃষ্টি হয়েছে । একাধিক হিন্দু আহত । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে । আগামী সোমবার শুনানি । আমরা এনাআইএ তদন্তের আবেদন জানিয়েছি ।"

উল্লেখ্য, গত বুধবার মুর্শিদাবাদে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়ায় । বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে । একইসঙ্গে ইট-পাটকেল ছোড়া হয় । আহত হয়েছেন একাধিক ব্যক্তি । অনেকেই আহত । রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দায়ের হয়েছিল একাধিক মামলা । বিচারপতি সেনগুপ্ত মিছিলের অনুমতি দিতে গিয়ে স্বল্প সংখ্যক লোকের পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন । তারপরও এই অশান্তির ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামনবমীর মিছিলে অনুমতি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল হাইকোর্ট
  2. তরোয়াল-কাটারি, বীরভূমে রাম নবমীর মিছিলে বাদ গেলো না কিছুই
  3. অস্ত্র হাতে রাম নবমীর মিছিলে বিজেপি প্রার্থী, পুলিশের বাধায় তুলকালাম বীরভূমে
Last Updated : Apr 19, 2024, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.