ETV Bharat / state

গঙ্গারামপুরে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সমস্যায় গ্রামবাসীরা - Culvert Breaks in Gangarampur

Locals in Problem as Culvert Breaks: যাতায়াতের সুবিধার জন্য তৈরি হচ্ছে ব্রিজ ৷ যোগাযোগ ব্যবস্থার জন্য প্রশাসনের তরফে তৈরি হয় বিকল্প রাস্তা ৷ বৃষ্টির জেরে তাও নষ্ট হয়ে যাওয়ায় সমস্যার গ্রামের বাসিন্দারা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 11:03 PM IST

culvert broke
গঙ্গারামপুরে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন (ইটিভি ভারত)

গঙ্গারামপুর, 7 জুলাই: জলের তোড়ে ভেঙে গেল যাতায়াতের রাস্তা ৷ সমস্যায় পড়লেন গ্রামের মানুষরা ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর এলাকায় জলের তোড়ে স্থানীয় খাঁড়ির উপর নির্মিত কালভার্ট-সহ যাতায়াতের রাস্তা ভেঙে পড়ে ৷ মাত্র মাসখানেক আগে তৈরি হওয়া এই ব্রিজ ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের ৷ শুধু তাই নয়, কালভার্ট ভাঙার জেরে জলবন্দি স্থানীয় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ৷

স্থানীয় প্রণব কিসপাট্টা জানান, প্রায় একমাস আগে তৈরি হওয়া এই ব্রিজ এখনও অসমাপ্ত অবস্থায় রয়েছে। কিন্তু তার আগেই অতিরিক্ত বৃষ্টির জেরে বিকল্প রাস্তা অর্থাৎ কালভার্ট ভেঙে যাওয়ায় অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ৷ বিভিন্ন মাঠ হয়ে বা প্রাণসাগর হয়ে যাতায়াত করতে হচ্ছে গন্তব্যস্থলে। এরপরেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের তরফে ৷ পঞ্চায়েত প্রধান সুব্রত রায় জানান, এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ যাতায়তের সমস্যা হচ্ছে ৷ কিন্তু জল না কমলে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশ্রম বাজার-অশোগ্রাম রাস্তার পার্বতীপুর এলাকায় কাশিয়াখাড়ির উপর সম্প্রতি একটি ব্রিজ তৈরি হচ্ছে ৷ নির্মীয়মান ব্রিজের পাশে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প কালভার্ট এবং কালভার্টের উপর রাস্তায় তৈরি করা হয়েছিল ৷ সম্প্রতি বৃষ্টিপাতের জেরে কাশিয়াখাড়িতে জল বৃদ্ধি হওয়ার ফলে শনিবার গভীর রাতে যাতায়াতের কালভার্টি ভেঙে পড়ে ৷

এর ফলে অশোক গ্রাম গ্রাম-পঞ্চায়েতের সঙ্গে আশ্রম বাজার এলাকার যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ দীর্ঘ পথ ঘুরে গন্তব্যস্থলে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

গঙ্গারামপুর, 7 জুলাই: জলের তোড়ে ভেঙে গেল যাতায়াতের রাস্তা ৷ সমস্যায় পড়লেন গ্রামের মানুষরা ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর এলাকায় জলের তোড়ে স্থানীয় খাঁড়ির উপর নির্মিত কালভার্ট-সহ যাতায়াতের রাস্তা ভেঙে পড়ে ৷ মাত্র মাসখানেক আগে তৈরি হওয়া এই ব্রিজ ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের ৷ শুধু তাই নয়, কালভার্ট ভাঙার জেরে জলবন্দি স্থানীয় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ৷

স্থানীয় প্রণব কিসপাট্টা জানান, প্রায় একমাস আগে তৈরি হওয়া এই ব্রিজ এখনও অসমাপ্ত অবস্থায় রয়েছে। কিন্তু তার আগেই অতিরিক্ত বৃষ্টির জেরে বিকল্প রাস্তা অর্থাৎ কালভার্ট ভেঙে যাওয়ায় অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ৷ বিভিন্ন মাঠ হয়ে বা প্রাণসাগর হয়ে যাতায়াত করতে হচ্ছে গন্তব্যস্থলে। এরপরেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের তরফে ৷ পঞ্চায়েত প্রধান সুব্রত রায় জানান, এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ যাতায়তের সমস্যা হচ্ছে ৷ কিন্তু জল না কমলে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশ্রম বাজার-অশোগ্রাম রাস্তার পার্বতীপুর এলাকায় কাশিয়াখাড়ির উপর সম্প্রতি একটি ব্রিজ তৈরি হচ্ছে ৷ নির্মীয়মান ব্রিজের পাশে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প কালভার্ট এবং কালভার্টের উপর রাস্তায় তৈরি করা হয়েছিল ৷ সম্প্রতি বৃষ্টিপাতের জেরে কাশিয়াখাড়িতে জল বৃদ্ধি হওয়ার ফলে শনিবার গভীর রাতে যাতায়াতের কালভার্টি ভেঙে পড়ে ৷

এর ফলে অশোক গ্রাম গ্রাম-পঞ্চায়েতের সঙ্গে আশ্রম বাজার এলাকার যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ দীর্ঘ পথ ঘুরে গন্তব্যস্থলে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.