ঝাড়গ্রাম, 25 মে: বিজেপি প্রার্থী প্রণত টুডুকে লক্ষ করে ছোড়া হল ইট, পাথর ৷ ভাঙা হল গাড়ির কাচ ৷ ঘটনাকে কেন্দ্র কেন্দ্র করে তুমুল উত্তেজনা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভার মগলাপোতা এলাকায় ৷ এদিন 200 নম্বর বুথে পরিদর্শনে করতে গেলে স্থানীয়রা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ ৷ এমনকী, উড়ে আসা ইট-পাথরের আঘাতে প্রার্থীর নিরাপত্তায় থাকা দু'জন কেন্দ্রীয় বাহিনীর মাথা ফেটেছে বলে অভিযোগ ৷ এদিন লাঠি, বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। প্রাণ বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দৌড়ে গাড়িতে উঠে প্রাণে বাঁচেন বিজেপি প্রার্থী ৷ ঘটনায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর সুস্থতা কামনা করেছেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ৷
তিনি বলেন, "ঝাড়গ্রাম শহর এবং রগড়া এলাকার বহু বুথে আমাদের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি ৷ তাঁদেরকে ধমকে-চমকে বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই আমাদের জেলা সভাপতির মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে ।"
নির্বাচন সংক্রান্ত খবর জানতে নজর রাখুন...
জানা গিয়েছে, বিজেপি প্রার্থী প্রণত টুডু জানতে পারেন খড়কুশমার মংলাপোতা এলাকায় ভোটাররা ভোট দিতে পারছেন না । তখন তিনি ভোটারদের নিয়ে গিয়ে ভোট দিতে যান বুথে। সেই সময় তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে আক্রান্ত হন দেহরক্ষীরাও ৷ এরই সঙ্গে আক্রান্ত হন সাংবাদিক এবং বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনায় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের গাড়ি।
এদিকে এদিন সকালে বেনাগেড়িয়া জুনিয়র হাইস্কুলে 176 নম্বর বুথে ভোট দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন । কিন্তু 176 নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্ট থাকলেও বিজেপির বুথ এজেন্ট দেখতে পাওয়া যায়নি। পরে অবশ্য জানা গিয়েছে, বেলা বাড়ার সাথে সাথে ১৭৬ নম্বর বুথ বুথ এজেন্ট দেয় বিজেপি ৷ এরপর 200 নম্বর বুথ পরিদর্শনে গেলেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ ৷ ইতিমধ্যেই আহত দুই কেন্দ্রীয় বাহিনীকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম, নজরে থাকা অধিকারী গড়ে ভোট আসতেই ঝরল রক্ত