ETV Bharat / state

গার্ডেনরিচে চলছে উদ্ধারকার্য, মৃতের সংখ্যা বেড়ে 9 - Building collapses in kolkata

Building collapses in Garden Reach: নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয় গার্ডেনরিচে ৷ ভেঙে পড়া বহুতলের একাংশ লাগোয়া ঝুপড়ির উপর ভেঙে পড়েছে ৷ ধ্বংসস্তূপে একাধিক মানুষের চাপা পড়ে ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 9 ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 6:28 AM IST

Updated : Mar 19, 2024, 8:38 AM IST

নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয় গার্ডেনরিচে

কলকাতা, 18 মার্চ: মধ্যরাত পেরিয়ে দুপুর থেকে বিকেল, গার্ডেনরিচ দুর্ঘটনায় ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারকার্য। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্য়ু হয়েছে 9 জনের । মৃত সাত জনের মধ্যে পাঁচ জনের মৃত্য়ু হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকি দু'জনের মৃত্য়ু হয়েছে গার্ডেনরিচের স্থানীয় এক বেসরকারি হাসপাতালে । দুর্ঘটনার পরই সকালে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে ছ'জনের মৃত্যু হয় । মৃত চার জনের নাম, মহম্মদ ইমরান (27),রিজওয়ান আলম (23), আকবর আলি (34),মহম্মদ ওয়াসিত (19) রমজান আলি (60) ও নাসিমউদ্দিন শেখ (24) ৷ ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরসভা। সিদ্ধান্ত হয়েছে 15 নম্বর বরো এক্সিকিউটিভ , একজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-কে শোকজ করা হয়েছে।

গার্ডেনরিচের স্থানীয় বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সামা বেগম (44), হাসিনা খাতুনের(55)। অন্যদিকে, পাঁচ বিভাগের ন'জন চিকিৎসক গার্ডেনরিচের ওই বেসরকারি স্থানীয় হাসপাতালে জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। ইমার্জেন্সি, নিউরো, অর্থোপেডিক, মেডিসিন, জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসকেরা দায়িত্বে রয়েছেন।

বিপর্যয়স্থলে পৌঁছে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাত বারোটা সাড়ে বারোটা থেকে আমি এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। উদ্ধারকাজ চলছে , যারা নিচে চাপা পড়ে রয়েছে তাদের দু-একজনের সঙ্গে কথা হয়েছে তাদের অক্সিজেন ও খাবার দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে ।" রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ৷ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালানোর বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে যান তিনি ।

স্থানীয় সূত্রে খবর, মধ্যরাতে কলকাতার 134 নম্বর ওয়ার্ডের ছ’টি মসজিদ এলাকার আজহার মোল্লা বাগানে ঘটনাটি ঘটে ৷ সেখানেই বেশকিছু দিন ধরে একটি বহুতলের নির্মাণের কাজ ছিল ৷ সেটিই এদিন ভেঙে পড়েছে ৷ নির্মীয়মাণ বহুতলের ওই বাড়িতে কয়েকজন থাকলেও, পাশে ঝুপড়িতে একাধিক মানুষ সেই সময়ে ঘুমোচ্ছিলেন ৷ ফলে ধ্বংসস্তূপের নীচে একাধিক বাসিন্দা চাপা পড়ে যান ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে গার্ডেনরিচ থানার পুলিশ ৷ খবর দেওয়া হয় দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ।

দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু করে । বেশ কয়েকজন মহিলা ও শিশুকে উদ্ধার করেছে ৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি বেআইনি ভাবে নির্মাণ হচ্ছিল। স্থানীয় থানা থেকে পৌর প্রতিনিধি সকলের সঙ্গে আর্থিক লেনদেন থাকতে পারে এই সমস্ত বেআইনি নির্মাণকারীদের ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে ।

দমকলের তরফে এখনই কিছু জানানো হয়নি । ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এছাড়াও ঘটনাস্থলে আছেন স্থানীয় পৌর প্রতিনিধি শামস ইকবাল। স্থানীয় মানুষজনও দমকলের ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন ৷ প্রসঙ্গত, এর আগেও এই এলাকায় একটি বহুতল পাশের বাড়ির উপর হেলে গিয়েছিল। সেই বিপর্যয় এত বড় না-হলেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের তিন জনের
  2. বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  3. হাজি সিদ্দিক-হাশেম মোল্লা-জুলফিকারদের গ্রেফতারির দাবি, বিক্ষোভ সন্দেশখালিতে

নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয় গার্ডেনরিচে

কলকাতা, 18 মার্চ: মধ্যরাত পেরিয়ে দুপুর থেকে বিকেল, গার্ডেনরিচ দুর্ঘটনায় ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারকার্য। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্য়ু হয়েছে 9 জনের । মৃত সাত জনের মধ্যে পাঁচ জনের মৃত্য়ু হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকি দু'জনের মৃত্য়ু হয়েছে গার্ডেনরিচের স্থানীয় এক বেসরকারি হাসপাতালে । দুর্ঘটনার পরই সকালে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে ছ'জনের মৃত্যু হয় । মৃত চার জনের নাম, মহম্মদ ইমরান (27),রিজওয়ান আলম (23), আকবর আলি (34),মহম্মদ ওয়াসিত (19) রমজান আলি (60) ও নাসিমউদ্দিন শেখ (24) ৷ ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরসভা। সিদ্ধান্ত হয়েছে 15 নম্বর বরো এক্সিকিউটিভ , একজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-কে শোকজ করা হয়েছে।

গার্ডেনরিচের স্থানীয় বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সামা বেগম (44), হাসিনা খাতুনের(55)। অন্যদিকে, পাঁচ বিভাগের ন'জন চিকিৎসক গার্ডেনরিচের ওই বেসরকারি স্থানীয় হাসপাতালে জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। ইমার্জেন্সি, নিউরো, অর্থোপেডিক, মেডিসিন, জেনারেল মেডিসিন বিভাগের চিকিৎসকেরা দায়িত্বে রয়েছেন।

বিপর্যয়স্থলে পৌঁছে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাত বারোটা সাড়ে বারোটা থেকে আমি এবং দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। উদ্ধারকাজ চলছে , যারা নিচে চাপা পড়ে রয়েছে তাদের দু-একজনের সঙ্গে কথা হয়েছে তাদের অক্সিজেন ও খাবার দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। যারা আহত হয়েছেন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে ।" রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ৷ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালানোর বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে যান তিনি ।

স্থানীয় সূত্রে খবর, মধ্যরাতে কলকাতার 134 নম্বর ওয়ার্ডের ছ’টি মসজিদ এলাকার আজহার মোল্লা বাগানে ঘটনাটি ঘটে ৷ সেখানেই বেশকিছু দিন ধরে একটি বহুতলের নির্মাণের কাজ ছিল ৷ সেটিই এদিন ভেঙে পড়েছে ৷ নির্মীয়মাণ বহুতলের ওই বাড়িতে কয়েকজন থাকলেও, পাশে ঝুপড়িতে একাধিক মানুষ সেই সময়ে ঘুমোচ্ছিলেন ৷ ফলে ধ্বংসস্তূপের নীচে একাধিক বাসিন্দা চাপা পড়ে যান ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে গার্ডেনরিচ থানার পুলিশ ৷ খবর দেওয়া হয় দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ।

দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু করে । বেশ কয়েকজন মহিলা ও শিশুকে উদ্ধার করেছে ৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি বেআইনি ভাবে নির্মাণ হচ্ছিল। স্থানীয় থানা থেকে পৌর প্রতিনিধি সকলের সঙ্গে আর্থিক লেনদেন থাকতে পারে এই সমস্ত বেআইনি নির্মাণকারীদের ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে ।

দমকলের তরফে এখনই কিছু জানানো হয়নি । ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এছাড়াও ঘটনাস্থলে আছেন স্থানীয় পৌর প্রতিনিধি শামস ইকবাল। স্থানীয় মানুষজনও দমকলের ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন ৷ প্রসঙ্গত, এর আগেও এই এলাকায় একটি বহুতল পাশের বাড়ির উপর হেলে গিয়েছিল। সেই বিপর্যয় এত বড় না-হলেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের তিন জনের
  2. বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  3. হাজি সিদ্দিক-হাশেম মোল্লা-জুলফিকারদের গ্রেফতারির দাবি, বিক্ষোভ সন্দেশখালিতে
Last Updated : Mar 19, 2024, 8:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.