কলকাতা, 24 জুন: রাজভবনে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ আগামী 26 তারিখ রাজভবনে এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ যদিও ওইদিন সেখানে যাবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী তথা বরানগরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি রাজভবনের আমন্ত্রণপত্র পেয়েছি । কিন্তু 26 তারিখে রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকব না ।"
অন্যদিকে ভগবানগোলার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন ইটিভি ভারতকে জানান, তাঁর কাছে শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রই আসেনি ৷ তিনি বলেন,"সংবাদমাধ্যম থেকে জেনেছি যে 26 তারিখ রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আমন্ত্রণপত্র বা ইমেল এসে পৌঁছয়নি । ফলে 26 তারিখের কর্মসূচি নিয়ে কিছু বলার নেই । তবে বিধানসভার গরিমা এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দল যে সিদ্ধান্ত গ্রহণ করতে বলবে সেদিকেই এগব । আরও বিস্তারিত জানতে সোমবার বিধানসভা এবং দলীয় উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করব ।"
এবারের লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে । দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন । গত 4 জুন ভোটের ফল প্রকাশে বরানগর বিধানসভা কেন্দ্রে থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন । 20 দিন পেরিয়ে গেলেও আজও তাঁদের শপথ গ্রহণ হয়নি, যা নিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আগেই সরব হয়েছেন ।
তবে রাজভবন সূত্রের দাবি, "আগামী 26 জুন বেলা 12টায় রাজভবনে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷ ইতিমধ্যে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনকে চিঠি পাঠানো হয়েছে ।" কিন্তু দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আদৌ রাজভবনে যাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে ।
তৃণমূল সূত্রের দাবি, দলের দুই নতুন বিধায়ককে রাজভবনের শপথ অনুষ্ঠানে না-পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার গরিমা এবং মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন বলে অভিযোগ রাজ্যের শাসকদলের । তৃণমূল রাজ্যপালের সেই 'অপচেষ্টা' সফল হতে দেবে না । বিধানসভাকে এড়িয়ে এই ধরনের 'শপথ' অনুষ্ঠানে না-যাওয়াই শ্রেয় মনে করছে তৃণমূল । নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথ অনুষ্ঠান হয় বিধানসভায় । মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রী পারিষদদের শপথ অনুষ্ঠান হয় রাজভবনে । ফলে এর নিয়মের বাইরে গিয়ে রাজ্যপাল নিজের মত কাজ করছেন বলে অভিযোগ শাসকদলের ।
যদিও এর আগে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মলচন্দ্র রায় রাজভবনে এসেই শপথ গ্রহণ করেছিলেন । স্পিকার ছাড়াই রাজভবনে রাজ্যপাল তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন । এবারও সেই জটিলতা দেখা দেওয়ার শেষ পর্যন্ত শাসক দলেরই দুই নবনির্বাচিত বিধায়ক আগামী 26 জুন বুধবার রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করবেন কি না, তা সময়ই বলবে ।