কোচবিহার, 19 মার্চ: ভোটের আগে হাতাহাতিতে জড়ালেন রাজ্য ও কেন্দ্রের দুই মন্ত্রী ৷ তাতে আহত হলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ৷ মাথা ফেটে রক্ত বেরোতে থাকে ৷ মঙ্গলবার সন্ধেয়, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী (উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহ) জড়িয়ে পড়লেন হাতাহাতিতে, তাও আবার রাস্তার মধ্যে ৷ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ছড়াল এলাকায় ৷ চারিদিক পুলিশে ছয়লাপ ৷ একটি ভিডিয়োয় দেখা গিয়েছে দুই মন্ত্রী কার্যত একে অন্যের দিকে তেড়ে যান।
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কোচবিহারের দিনহাটা ৷ তৃণমূল শহর ব্লক যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালনের জন্য দিনহাটায় কর্মীরা জড়ো হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচার সেরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তাঁর নিরাপত্তা রক্ষীরা আচমকাই তাঁদের (তৃণমূল) কর্মীদের উপর চড়াও হন। সেসময় নিশীথ প্রামাণিক তাঁর কনভয় থামিয়ে পুলিশ আধিকারিক-সহ তৃণমূল নেতাদের মারধর করেন ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমসিম খায় পুলিশ। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এর ফলে একাধিক তৃণমূল কর্মী জখম হয়েছেন। ঘটনায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে। এরপরইে উদয়ন ও তাঁর বাহিনি পালটা আক্রমণ করতে এগিয়ে যায় ৷ রাস্তার মাঝেই সকলের সামনে নিশীথ ও উদয়ন গুহর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এসবের মাঝে এলাকাবাসীরা আতঙ্কে ঘরে ঢুকে পড়েন ৷ দিনহাটার পাঁচমাথার সমস্ত দোকান বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: