ETV Bharat / state

গাড়ির সঙ্গে দ্রুতগতিতে আসা বাইকের ধাক্কা, ততক্ষণাৎ বিস্ফোরণ! দেখুন ভিডিয়ো - ROAD ACCIDENT IN HOOGHLY

ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দুই যুবকের ৷ হাড়হিম করা দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

ROAD ACCIDENT IN HOOGHLY
চারচাকার সঙ্গে দ্রুতগতি বাইকের ধাক্কা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 11:03 PM IST

পোলবা, 12 অক্টোবর: কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 যুবকের। র্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি দ্রুতগতির বাইক সজোরে একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারছে ।

আর সঙ্গে সঙ্গে বাইকটি আগুন ধরে গেল। সেই ভয়াবহ পরিস্থিতি দেখে চক্ষু চড়কগাছ সকলের। ঘটনাটি হুগলির পোলবার রাজহাটের মোড়ের।

সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (ইটিভি ভারত)

বৃহস্পতিবার রাত 12.36 নাগাদ পথ দুর্ঘটনার ছবি রেকর্ড হয় রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ওইদিন অর্থাৎ সপ্তমীর রাতে সোমনাথ সাহা (19) ও অলক তুম্বা (20 )নামে দুই যুবক দিল্লি রোড হয়ে কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছিতে। দিল্লি রোডে রাজহাট চৌমাথায় একটি চারচাকা গাড়ি রাস্তার এক দিক থেকে অন্যদিকে যাচ্ছিল । সে সময় সোমনাথ-অলকের বাইক সজোরে ধাক্কা দেয় চারচাকাটিকে। বাইকের গতির বেগ বেশি থাকায় চারচাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পরপরই আগুন ধরে যায়। সেইসঙ্গে খুব জোড়ে একটা আওয়াজ হয় ৷

চার চাকা গাড়িটি দরজা বেঁকে গেলেও সেরকম কিছু হয়নি। কিন্ত বাইক সহ দুই যুবকেরও গায়ে আগুন লেগে যায়। অন্যান্য বাইক আরোহীরা ঘটনাটি দেখে হতবাক হয়ে যান। দুই যুবককে আগুন থেকে উদ্ধার করা হয়। তবে তাঁদের প্রাণ বাঁচানো যায়নি । পুলিশ সূত্রে খবর, পোলবা থানার পুলিশ আশেপাশে টহল দিচ্ছিল। গাড়ির গতিবেগ বেশি থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটছে।

এরপর থেকে পুলিশের তরফে গতি নিয়ন্ত্রণে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পথ নিরাপত্তা না-মানায় এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার আগের মুহূর্তে আরেকটি বাইক যেতে দেখা গিয়েছে। তবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

পোলবা, 12 অক্টোবর: কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 যুবকের। র্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি দ্রুতগতির বাইক সজোরে একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারছে ।

আর সঙ্গে সঙ্গে বাইকটি আগুন ধরে গেল। সেই ভয়াবহ পরিস্থিতি দেখে চক্ষু চড়কগাছ সকলের। ঘটনাটি হুগলির পোলবার রাজহাটের মোড়ের।

সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (ইটিভি ভারত)

বৃহস্পতিবার রাত 12.36 নাগাদ পথ দুর্ঘটনার ছবি রেকর্ড হয় রাস্তার সিসিটিভি ক্যামেরায়। ওইদিন অর্থাৎ সপ্তমীর রাতে সোমনাথ সাহা (19) ও অলক তুম্বা (20 )নামে দুই যুবক দিল্লি রোড হয়ে কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছিতে। দিল্লি রোডে রাজহাট চৌমাথায় একটি চারচাকা গাড়ি রাস্তার এক দিক থেকে অন্যদিকে যাচ্ছিল । সে সময় সোমনাথ-অলকের বাইক সজোরে ধাক্কা দেয় চারচাকাটিকে। বাইকের গতির বেগ বেশি থাকায় চারচাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পরপরই আগুন ধরে যায়। সেইসঙ্গে খুব জোড়ে একটা আওয়াজ হয় ৷

চার চাকা গাড়িটি দরজা বেঁকে গেলেও সেরকম কিছু হয়নি। কিন্ত বাইক সহ দুই যুবকেরও গায়ে আগুন লেগে যায়। অন্যান্য বাইক আরোহীরা ঘটনাটি দেখে হতবাক হয়ে যান। দুই যুবককে আগুন থেকে উদ্ধার করা হয়। তবে তাঁদের প্রাণ বাঁচানো যায়নি । পুলিশ সূত্রে খবর, পোলবা থানার পুলিশ আশেপাশে টহল দিচ্ছিল। গাড়ির গতিবেগ বেশি থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটছে।

এরপর থেকে পুলিশের তরফে গতি নিয়ন্ত্রণে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পথ নিরাপত্তা না-মানায় এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার আগের মুহূর্তে আরেকটি বাইক যেতে দেখা গিয়েছে। তবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.