কলকাতা, 16 জানুয়ারি: সুদূর চিন থেকে রাজ্যে এল আরও দুটি ডালিয়ান রেক । কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বেশ কয়েকদিন চলবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং মহড়া দৌড়। আর তারপরেই কয়েক মাসের মধ্যে যাত্রী পরিষেবায় নামানো হবে এই দুটি চিনা রেক ।
চিনের ডালিয়ান শহর থেকে জাহাজে করে প্রথমে কলকাতার শ্যামাপ্রসাদ জাহাজ বন্দরে এবং তারপর সেখান থেকে নোয়াপাড়া কারশেডে এসে পৌঁছল এমআর-504 ও এমআর-512 রেক দুটি । সাধারণত নর্থ সাউথ করিডোরে একটি রেকের গতি প্রতি ঘণ্টায় 55 কিমি । তবে ডালিয়ান কোচগুলির ক্ষেত্রে এই গতি প্রতি ঘণ্টায় 60 কিমি । পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার দিকেও এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে ।
এই রেকের দরজা অন্যান্য রেকগুলির তুলনায় প্রায় 190 মিলিমিটার বেশি প্রশস্ত । এর ফলে দিনের ব্যস্ত সময়ে রেকের মধ্যে প্রবেশ ও বেরোবার ক্ষেত্রে যাত্রীদের সমস্যা হবে অনেক কম । এছাড়াও আসনগুলিও অনেকটা চওড়া এবং অনেক বেশি আরামদায়ক । বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য অতিরিক্ত আসনের ব্যবস্থাও রয়েছে । উন্নত এয়ার কন্ডিশনিং ব্যবস্থা-সহ আরামদায়ক আলো রয়েছে এই রেকে ।
পাশাপাশি যাত্রীদের জন্য আরামদায়ক মডিউলার এবং প্রশস্ত ভেস্টিবিউল রয়েছে । থাকবে উন্নত এয়ার ডিফিউজার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি, ছোট ও কার্যকর অ্যালার্ম ডিভাইস, উজ্জ্বল বহু রঙের বহুভাষিক ডিসপ্লে বোর্ড, ইউনিফর্ম আলো এবং হুইলচেয়ার পার্কিংয়ের সুবিধা । বর্ষার জল নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে এই চিনা কোচগুলিতে । এর গোটা বডি স্টেইনলেস স্টিলের বডি ।
এছাড়াও যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে কোচগুলি নির্মাণের সময় । যেমন উন্নতমানের ডিস্ক ব্রেক সিস্টেম থেকে শুরু করে অ্যান্টি-স্কিড রাবার ফ্লোরিং-সহ র্যাম্প রয়েছে । প্রতিটি কোচের সামনে এবং পেছনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । অগ্নি নির্বাপন ব্যবস্থাও অনেক বেশি উন্নত । কোচগুলোতে এমন ব্যবস্থা রয়েছে যাতে চালার সময় অনেক কম কম্পন অনুভূত হবে এবং আওয়াজও হবে অনেক কম ।
বর্তমানে নথ সাউথ করিডোরে তিনটি ডালিয়ান রেক চলাচল করে । চলতি বছরের মাঝামাঝি সময় থেকে মেট্রো নেটওয়ার্কে সব মিলিয়ে পাঁচটি ডালিয়ান রেক চলাচল শুরু করবে ।