ETV Bharat / state

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বধূকে গণধর্ষণ! প্রাণনাশের হুমকি; পুলিশের জালে 2 অভিযুক্ত - Gang Rape in Malda - GANG RAPE IN MALDA

Housewife Gang Rape: ভোররাতে গৃহবধূকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Gang Rape
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 3:28 PM IST

মালদা, 31 জুলাই: গ্রামের দুই যুবকের লালসার শিকার বধূ ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ৷ নির্যাতিতা বধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

নির্যাতিতা ওই বধূর স্বামী পরিযায়ী শ্রমিক ৷ দম্পতির তিনটি সন্তান নিয়ে থাকেন বাড়িতে থাকেন গৃহবধূ ৷ অভিযোগ, মঙ্গলবার ভোরে তাঁকে দফায় দফায় ধর্ষণ করে দুই যুবক ৷ পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্তরা তাঁর পরিচিত ৷ ভোর তিনটে নাগাদ এক যুবক তাঁকে ফোন করে জানায়, তাঁর একটি গরু আর দু’টি ছাগলকে একটি পাটখেতে দেখা গিয়েছে ৷ এরপর ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন তিনি ৷

তখনই দুই যুবক তাঁর মুখে কাপড় চেপে ধরে, টানতে টানতে নিয়ে যায় পাশের জমিতে থাকা একটি পরিত্যক্ত পাম্প হাউসে ৷ সেখানে দু’জনে তাঁকে দফায় দফায় নির্যাতন করে বলে অভিযোগ নির্যাতিতার ৷ চিৎকার করার চেষ্টা করলে তারা বধূর গলা টিপে ধরে খুনের হুমকি দেয় ৷ এই ঘটনা কাউকে জানালে নির্যাতিতা ও তাঁর ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ে বলে অভিযোগ ৷

ওই বধূ আরও জানান, ঘটনার পর তিনি বাড়ি ফিরে মাকে গোটা বিষয়টি জানান ৷ সব শুনে তাঁর মা’ও আতঙ্কিত হয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত গোটা ঘটনাটি এক প্রতিবেশী মহিলাকে জানান ৷ তিনি পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন ৷ শেষ পর্যন্ত ওই প্রতিবেশী মহিলাই তাঁকে থানায় নিয়ে আসেন ৷ দুই যুবকের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

হবিবপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, "মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককেই গ্রেফতার করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ নির্যাতিতা মহিলারও শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে ৷ তবে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷"

মালদা, 31 জুলাই: গ্রামের দুই যুবকের লালসার শিকার বধূ ৷ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ৷ নির্যাতিতা বধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

নির্যাতিতা ওই বধূর স্বামী পরিযায়ী শ্রমিক ৷ দম্পতির তিনটি সন্তান নিয়ে থাকেন বাড়িতে থাকেন গৃহবধূ ৷ অভিযোগ, মঙ্গলবার ভোরে তাঁকে দফায় দফায় ধর্ষণ করে দুই যুবক ৷ পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্তরা তাঁর পরিচিত ৷ ভোর তিনটে নাগাদ এক যুবক তাঁকে ফোন করে জানায়, তাঁর একটি গরু আর দু’টি ছাগলকে একটি পাটখেতে দেখা গিয়েছে ৷ এরপর ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন তিনি ৷

তখনই দুই যুবক তাঁর মুখে কাপড় চেপে ধরে, টানতে টানতে নিয়ে যায় পাশের জমিতে থাকা একটি পরিত্যক্ত পাম্প হাউসে ৷ সেখানে দু’জনে তাঁকে দফায় দফায় নির্যাতন করে বলে অভিযোগ নির্যাতিতার ৷ চিৎকার করার চেষ্টা করলে তারা বধূর গলা টিপে ধরে খুনের হুমকি দেয় ৷ এই ঘটনা কাউকে জানালে নির্যাতিতা ও তাঁর ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ে বলে অভিযোগ ৷

ওই বধূ আরও জানান, ঘটনার পর তিনি বাড়ি ফিরে মাকে গোটা বিষয়টি জানান ৷ সব শুনে তাঁর মা’ও আতঙ্কিত হয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত গোটা ঘটনাটি এক প্রতিবেশী মহিলাকে জানান ৷ তিনি পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন ৷ শেষ পর্যন্ত ওই প্রতিবেশী মহিলাই তাঁকে থানায় নিয়ে আসেন ৷ দুই যুবকের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

হবিবপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, "মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককেই গ্রেফতার করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ নির্যাতিতা মহিলারও শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে ৷ তবে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.