ETV Bharat / state

গ্রেফতার রানাঘাট আদালতের 2 আইনজীবী-সহ 5, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ - Lawyers of Ranaghat Court Arrested

Two Lawyers of Ranaghat Court Arrested: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ রানাঘাট আদালতের দুই আইনজীবীকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ ৷ জানা গিয়েছে, হাঁসখালির এক কুখ্যাত দুষ্কৃতীকে খুনের চক্রান্ত করেছিলেন তাঁরা ৷ ধৃতদের মধ্যে একজন সমাজবিরোধীও ছিল বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:17 PM IST

নদিয়া, 20 ফেব্রুয়ারি: নদিয়া রানাঘাট আদালতের দুই আইনজীবী প্রসেনজিৎ দেবশর্মা এবং সুদীপ ব্রহ্ম ৷ মঙ্গলবার ভোররাতে হাঁসখালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৷ কারণ, এই দু’জন ওই এলাকার এক কুখ্যাত সমাজবিরোধীকে খুন করতে যাচ্ছিলেন বলে অভিযোগ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশের নাকাতল্লাশিতে প্রসেনজিৎ এবং সুদীপ দু’টি আগ্নেয়াস্ত্র ও 10 রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার হয়েছেন ৷ তাঁদের আরও তিন সঙ্গীকেও পুলিশ গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, আশিস বিশ্বাস নামে হাঁসখালির এক কুখ্যাত সমাজবিরোধীকে খুন করা হতে পারে ৷ এমনটাই খবর পেয়েছিল পুলিশ ৷ সোমবার রাত থেকেই শুরু হয়, পুলিশের নজরদারি ৷ হাঁসখালির প্রতিটি রাস্তায় শুরু হয় তল্লাশি ৷ সেই তল্লাশির সময় একটি গাড়িকে আটকায় পুলিশ ৷ সেই গাড়ি থেকেই উদ্ধার হয় একটি পিস্তল ও দেশী আগ্নেয়াস্ত্র ৷ সঙ্গে 10 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয় ৷ গাড়িতে ছিলেন রানাঘাট আদালতের দুই আইনজীবী প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম ৷ তাঁদের গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARTA
ধৃত 2 আইজীবীর থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম ছাড়াও এক আইনের ছাত্র সৌম্যদীপ কুন্ডু আমন শাহ নামে এক ক্লার্ক এবং দীপক সিং নামে আরও এক দুষ্কৃতী ৷ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, সমাজবিরোধী হিসেবে পরিচিত আশিস বিশ্বাসকে ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করে এসেছিলেন প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম ৷ দীপক সিংকে আনা হয়েছিল, পরিকল্পনাকে পরিণাম দিতে ৷ তবে, পুলিশের সতর্কতার কারণে তাঁদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে ৷ আজ ধৃতদের আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, বিক্ষোভ উত্তেজিত জনতার
  2. শারীরিক সম্পর্কে করতে না চাওয়ায় স্ত্রী-কে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত স্বামী
  3. 9 বছরের বালককে গলা কেটে খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী তরুণ

নদিয়া, 20 ফেব্রুয়ারি: নদিয়া রানাঘাট আদালতের দুই আইনজীবী প্রসেনজিৎ দেবশর্মা এবং সুদীপ ব্রহ্ম ৷ মঙ্গলবার ভোররাতে হাঁসখালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৷ কারণ, এই দু’জন ওই এলাকার এক কুখ্যাত সমাজবিরোধীকে খুন করতে যাচ্ছিলেন বলে অভিযোগ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশের নাকাতল্লাশিতে প্রসেনজিৎ এবং সুদীপ দু’টি আগ্নেয়াস্ত্র ও 10 রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার হয়েছেন ৷ তাঁদের আরও তিন সঙ্গীকেও পুলিশ গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, আশিস বিশ্বাস নামে হাঁসখালির এক কুখ্যাত সমাজবিরোধীকে খুন করা হতে পারে ৷ এমনটাই খবর পেয়েছিল পুলিশ ৷ সোমবার রাত থেকেই শুরু হয়, পুলিশের নজরদারি ৷ হাঁসখালির প্রতিটি রাস্তায় শুরু হয় তল্লাশি ৷ সেই তল্লাশির সময় একটি গাড়িকে আটকায় পুলিশ ৷ সেই গাড়ি থেকেই উদ্ধার হয় একটি পিস্তল ও দেশী আগ্নেয়াস্ত্র ৷ সঙ্গে 10 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয় ৷ গাড়িতে ছিলেন রানাঘাট আদালতের দুই আইনজীবী প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম ৷ তাঁদের গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARTA
ধৃত 2 আইজীবীর থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম ছাড়াও এক আইনের ছাত্র সৌম্যদীপ কুন্ডু আমন শাহ নামে এক ক্লার্ক এবং দীপক সিং নামে আরও এক দুষ্কৃতী ৷ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, সমাজবিরোধী হিসেবে পরিচিত আশিস বিশ্বাসকে ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করে এসেছিলেন প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম ৷ দীপক সিংকে আনা হয়েছিল, পরিকল্পনাকে পরিণাম দিতে ৷ তবে, পুলিশের সতর্কতার কারণে তাঁদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে ৷ আজ ধৃতদের আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, বিক্ষোভ উত্তেজিত জনতার
  2. শারীরিক সম্পর্কে করতে না চাওয়ায় স্ত্রী-কে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত স্বামী
  3. 9 বছরের বালককে গলা কেটে খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী তরুণ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.