ETV Bharat / state

নকশালবাড়িতে হাতির হানা, মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের - DEATH IN ELEPHANT ATTACK

মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

DEATH IN ELEPHANT ATTACK
হাতির হানায় মৃত্যু একই পরিবারের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 5:27 PM IST

দার্জিলিং, 14 নভেম্বর: কাজ থেকে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও। জানা গিয়েছে, মৃতরা হলেন অজয় ওঁরাও এবং সঞ্জয় ওঁরাও। দু'জনেই নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোতের বাসিন্দা।

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নিরাপত্তারক্ষীর কাজ শেষ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দুই ভাই সঞ্জয় ওঁরাও এবং অজয় ওঁরাও। বাগডোগরা পার করার পর কেষ্টপুরে হাতির পালের মুখে পরে যান তাঁরা। আচমকা হাতির সামনে পরে যাওয়ায় হাতি দুই জনের উপরেই আক্রমণ চালায়। অজয়কে হাতিরা ঘটনাস্থলেই পিষে মেরে ফেলে। অন্যদিকে, সঞ্জয় পালানোর চেষ্টা করতে গেলে তাকেও ধরে ফেলে কয়েকটি হাতি ৷ এরপর আহত অবস্থাতেও কোনওমতে প্রাণে বাঁচার চেষ্টা করেন তিনি।

হাতির হানায় মৃত্যু একই পরিবারের (ইটিভি ভারত)

পরে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ও বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

পাশাপাশি ওই গোটা এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার হবে বলে জানান তিনি। পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার বিষয়টিও দেখবে প্রশাসন। একইসঙ্গে রাতে এই এলাকা দিয়ে যাওয়ার সময় মানুষকে সতর্কতা অবলম্বন করার আবেদনও করেছেন তিনি ৷

মৃতের এক আত্মীয় বলেন, "রাতে কাজ করে ফিরছিলেন দুই ভাই। রাস্তায় হাতির মুখে পড়েন দু'জনেই ৷ এক ভাই প্রাণে বাঁচলেও পরে হাসপাতালে মারা যান। দুই ভাইয়েরই পরিবার আছে। সরকার সাহায্য করলে ভালো হয়। আমরা যেন ক্ষতিপূরণ পাই, সরকার যেন সেটা দেখে।"

দার্জিলিং, 14 নভেম্বর: কাজ থেকে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও। জানা গিয়েছে, মৃতরা হলেন অজয় ওঁরাও এবং সঞ্জয় ওঁরাও। দু'জনেই নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোতের বাসিন্দা।

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নিরাপত্তারক্ষীর কাজ শেষ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দুই ভাই সঞ্জয় ওঁরাও এবং অজয় ওঁরাও। বাগডোগরা পার করার পর কেষ্টপুরে হাতির পালের মুখে পরে যান তাঁরা। আচমকা হাতির সামনে পরে যাওয়ায় হাতি দুই জনের উপরেই আক্রমণ চালায়। অজয়কে হাতিরা ঘটনাস্থলেই পিষে মেরে ফেলে। অন্যদিকে, সঞ্জয় পালানোর চেষ্টা করতে গেলে তাকেও ধরে ফেলে কয়েকটি হাতি ৷ এরপর আহত অবস্থাতেও কোনওমতে প্রাণে বাঁচার চেষ্টা করেন তিনি।

হাতির হানায় মৃত্যু একই পরিবারের (ইটিভি ভারত)

পরে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ ও বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

পাশাপাশি ওই গোটা এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার হবে বলে জানান তিনি। পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার বিষয়টিও দেখবে প্রশাসন। একইসঙ্গে রাতে এই এলাকা দিয়ে যাওয়ার সময় মানুষকে সতর্কতা অবলম্বন করার আবেদনও করেছেন তিনি ৷

মৃতের এক আত্মীয় বলেন, "রাতে কাজ করে ফিরছিলেন দুই ভাই। রাস্তায় হাতির মুখে পড়েন দু'জনেই ৷ এক ভাই প্রাণে বাঁচলেও পরে হাসপাতালে মারা যান। দুই ভাইয়েরই পরিবার আছে। সরকার সাহায্য করলে ভালো হয়। আমরা যেন ক্ষতিপূরণ পাই, সরকার যেন সেটা দেখে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.