ETV Bharat / state

নবান্ন অভিযান নিয়ে বিজেপি নেতাদের ভিডিয়ো কথোপকথন ভাইরাল! আটক 2 - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

BJP Leaders Detain in Ghatal: মঙ্গবলার নবান্ন অভিযান। মূলত আরজি করের ঘটনায় নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি কলকাতা পুলিশের। তবে তার আগেই একটি ভিডিয়ো কথোপকথন প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বিজেপি দুই নেতাকে আটক করল ঘাটাল পুলিশ। তাঁদের জেরা করতে রীতিমতো ঘাটালে তড়িঘড়ি এলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ৷ যদিও এটা ষড়যন্ত্র বলে মন্তব্য বিজেপির।

2 BJP Leaders Detain in Ghatal
ঘাটাল থানা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 11:07 PM IST

Updated : Aug 26, 2024, 11:15 PM IST

খড়ার (পশ্চিম মেদিনীপুর), 26 অগস্ট: নবান্ন অভিযান নিয়ে বিজেপি নেতাদের বিস্ফোরক কথোপকথন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘাটালের খড়ারের বিজেপি কাউন্সিলর-সহ দুই বিজেপি নেতাকে আটক। মূলত নবান্ন অভিযান নিয়ে এক ভিডিয়োওতে বিজেপি নেতাদের বিস্ফোরক কথপোকথন আছে সেই ভিডিয়োয়। এই ঘটনায় ঘাটাল থানার পুলিশ খড়ার থেকে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তাঁদের মধ্যে রয়েছে খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা সৌমেন চট্টোপাঅধ্যায় রয়েছে।

বিজেপি নেতাদের ভিডিয়ো কথোপকথন (ইটিভি ভারত)

এরইসঙ্গে রয়েছে চন্দ্রকোনা-2 এর বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মাল যাকে ভিডিয়োতে দেখা গিয়ছে। তবে ঘাটাল পুলিশ খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কে এক প্রস্থ জেরা করে। তাতেও সন্তুষ্ট না-হতে পেরে এরপর তাঁদের জেরা করতে তড়িঘড়ি ঘাটাল থানায় এসে পৌঁছন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনিও এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করেন। সেই সঙ্গে তৃতীয় ব্যক্তিকেও ডেকে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

  • এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, "আটক বিজেপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের খাতিরে কিছু বলা সম্ভব নয়। যেহেতু আগামিকালের নবান্ন অভিযান বড় সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে কোনওরকম সম্পর্কযুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • অন্যদিকে, নবান্ন অভিযানে বিস্ফোরক ভিডিয়ো ভাইরাল হওয়া আর তাতে চন্দ্রকোনার বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও ভাইরাল ভিডিয়ো নিয়ে বিজেপি নেতা বিপ্লব মালের দাবি, এসব পুলিশের চক্রান্ত ৷ তাঁদের নেতাদের আটক করেছে। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এসব করা হয়েছে। নবান্ন অভিযান বিজেপির কোনও কর্মসূচি নই। আর তা নিয়ে দলের কোনও বক্তব্য নেই।
  • যদিও এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। চন্দ্রকোনা-2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি হীরালাল ঘোষ বলেন, "এটা বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কারণ একজন দায়িত্বশীল বিজেপির মণ্ডল সভাপতি যেখানে এই ধরনের মন্তব্য করছেন। ছাত্র আন্দোলনের নাম করে উসকে দেওয়াই হল বিজেপির এজেন্ডা।"

খড়ার (পশ্চিম মেদিনীপুর), 26 অগস্ট: নবান্ন অভিযান নিয়ে বিজেপি নেতাদের বিস্ফোরক কথোপকথন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘাটালের খড়ারের বিজেপি কাউন্সিলর-সহ দুই বিজেপি নেতাকে আটক। মূলত নবান্ন অভিযান নিয়ে এক ভিডিয়োওতে বিজেপি নেতাদের বিস্ফোরক কথপোকথন আছে সেই ভিডিয়োয়। এই ঘটনায় ঘাটাল থানার পুলিশ খড়ার থেকে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তাঁদের মধ্যে রয়েছে খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা সৌমেন চট্টোপাঅধ্যায় রয়েছে।

বিজেপি নেতাদের ভিডিয়ো কথোপকথন (ইটিভি ভারত)

এরইসঙ্গে রয়েছে চন্দ্রকোনা-2 এর বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মাল যাকে ভিডিয়োতে দেখা গিয়ছে। তবে ঘাটাল পুলিশ খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায়কে এক প্রস্থ জেরা করে। তাতেও সন্তুষ্ট না-হতে পেরে এরপর তাঁদের জেরা করতে তড়িঘড়ি ঘাটাল থানায় এসে পৌঁছন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনিও এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করেন। সেই সঙ্গে তৃতীয় ব্যক্তিকেও ডেকে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

  • এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, "আটক বিজেপির দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের খাতিরে কিছু বলা সম্ভব নয়। যেহেতু আগামিকালের নবান্ন অভিযান বড় সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে কোনওরকম সম্পর্কযুক্ত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • অন্যদিকে, নবান্ন অভিযানে বিস্ফোরক ভিডিয়ো ভাইরাল হওয়া আর তাতে চন্দ্রকোনার বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও ভাইরাল ভিডিয়ো নিয়ে বিজেপি নেতা বিপ্লব মালের দাবি, এসব পুলিশের চক্রান্ত ৷ তাঁদের নেতাদের আটক করেছে। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এসব করা হয়েছে। নবান্ন অভিযান বিজেপির কোনও কর্মসূচি নই। আর তা নিয়ে দলের কোনও বক্তব্য নেই।
  • যদিও এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। চন্দ্রকোনা-2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি হীরালাল ঘোষ বলেন, "এটা বিক্ষিপ্ত ঘটনা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কারণ একজন দায়িত্বশীল বিজেপির মণ্ডল সভাপতি যেখানে এই ধরনের মন্তব্য করছেন। ছাত্র আন্দোলনের নাম করে উসকে দেওয়াই হল বিজেপির এজেন্ডা।"
Last Updated : Aug 26, 2024, 11:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.