বসিরহাট, 4 জুন: চলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট গণনা ৷ বর্তমানে বসিরহাটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ প্রায় দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের জয় প্রায় নিশ্চিত হতেই বিজয় উৎসবে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ৷ বারে বারে চলছে তৃণমূলের 'জয় বাংলা' স্লোগান ৷ বসিরহাটের বিভিন্ন দিকে বাতাসে উড়ছে সবুজ আবির ৷ এই জয়ের আবিরে একে ওপরকে রাঙিয়ে তুলছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ৷ সঙ্গে চলছে দেদার বাজি ফাটানো ৷ দলীয় পতাকা নিয়ে বাইক মিছিলও ৷
বসিরহাটে তৃণমূলের এক কর্মী বলেন, "আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম দেড় লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন ৷ সারা পশ্চিমবঙ্গেও তৃণমূল এগিয়ে রয়েছে ৷ এর থেকে বোঝা যাচ্ছে মানুষ তৃণমূল ও লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে রয়েছে ৷ আমাদের পক্ষেই ভোট দিয়েছে ৷ বিজেপির প্রচেষ্টাকে মানুষ সফল হতে দেয়নি ৷ কড়া হাতে জবাব দিয়েছে ৷ আজকের ভোটের ফল তার প্রমান ৷ তৃণমূল 30টার বেশি আসন পাবে রাজ্যে ৷"
উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনে এবার নজর ছিল সকলের ৷ তার অন্যতম কারণ, এই আসনের মধ্যে পড়ছে সন্দেশখালি ৷ বিজেপি সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে ৷ সিপিএমও ওই এলাকার মানুষের জন্য লড়তে গিয়ে গ্রেফতার হওয়া নিরাপদ সর্দারকে টিকিট দিয়েছিল এবার ৷
2009 সালে তৃণমূল কংগ্রেস প্রথমবারের জয়ের স্বাদ পায় বসিরহাট লোকসভা কেন্দ্রে । ক্ষমতাচ্যুত হয় বামেরা । সেবার জয়ী হয়েছিলেন হাজি নুরুল ইসলাম । যদিও 2014 সালের নির্বাচনে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি । পরিবর্তে তৃণমূলের ইদ্রিস আলি প্রার্থী হন সেখান থেকে । তবে, প্রার্থী বদল করা হলেও শাসক শিবিরের জয়ের ধারা আটকানো যায়নি । হাজি নুরুলের মতো ইদ্রিস আলিও জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ।
2019 সালের নির্বাচনে দল বিদায়ী সাংসদ ইদ্রিস আলির উপর ভরসা না-রেখে অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে আসে এই কেন্দ্রে । তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়ে মুখরক্ষা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেবারের ভোট নুসরত জাহান 7 লক্ষ 82 হাজার 78 ভোট পেয়েছিলেন । বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে গেরুয়া শিবির অবশ্য দ্বিতীয় স্থানে উঠে আসে । বিজেপির সায়ন্তন বসু সেবার 4 লক্ষ 31 হাজার 709 ভোট পেয়েছিলেন । জোট প্রার্থী কাজি আব্দুর রহিম সর্বসাকুল্যে পেয়েছিলেন 1 লক্ষ 4 হাজার 183 ভোট । নুসরত জাহান জয়ী হয়েছিলেন 3 লক্ষ 50 হাজার 369 ভোটে ।