ETV Bharat / state

টানা বৃষ্টিতে ফের ধস পাহাড়ে, বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন জাতীয় সড়ক - Sikkim Bengal connecting NH closed - SIKKIM BENGAL CONNECTING NH CLOSED

Land Slide in Sikkim: আবারও ধস নামল সিকিমে ৷ বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ এখনই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে না বলে জানা গিয়েছে ৷

Landslide in Sikkim
সিকিমে ধস নামায় বন্ধ জাতীয় সড়ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 3:30 PM IST

Updated : Jun 30, 2024, 5:01 PM IST

কালিম্পং, 30 জুন: ধসে বিধ্বস্ত পাহাড় ৷ টানা বৃষ্টিতে ফের ধস নামল পাহাড়ে ৷ চব্বিশ ঘণ্টায় এনিয়ে দু'বার ধস নামায় বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক ৷ এদিকে বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা ৷ শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে পাহাড়ের একাধিক জায়গায় ৷

পাহাড়ে ধস, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রবিবার সকালে লিকুভির, গেইলখোলা, 29 মাইল, বিরিকদাড়া-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে ৷ সেই কারণে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেন কালিম্পং জেলাশাসক ৷ যে কারণে পেশক হয়ে কালিম্পং যাওয়ার বিকল্প পথ যাতায়াতের জন্য আবেদন করেছেন জেলাশাসক ৷ অন্যদিকে, সিকিমে যাওয়ার জন্য 10 নম্বর জাতীয় সড়কের পরিবর্তে গরুবাথান, আলগাড়া, লাভা হয়ে সিকিমে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে ধস সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন ৷ তবে ধসের পরিমাণ বেশি হওয়ায় এখনই স্বাভাবিক করা হবে না জাতীয় সড়কে যান চলাচল বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে, সিকিমে যাওয়ার জন্য 10 নম্বর জাতীয় সড়কের পরিবর্তে গরুবাথান, আলগাড়া, লাভা হয়ে সিকিমে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে ধস নামার পর ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন ৷ জানা গিয়েছে তবে ধসের পরিমাণ বেশি হওয়ায় এখনই স্বাভাবিক করা হবে না জাতীয় সড়কে যান চলাচল ।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে শনিবার ভোরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে ৷ কালিম্পং জেলার লিকুভির, 27 মাইল, 29 মাইলে ধসের ঘটনা ঘটেছে । 27 মাইলে ধসের কারণে উলটে যায় একটি যাত্রীবাহী গাড়িও । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যায় ।

এদিকে, একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ করে দেওয়া হয় 10 নম্বর জাতীয় সড়ক । এমনকী সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ যান চলাচল ব্যবস্থা । ফলে বেশ বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীর । সেবক ব্রিজ থেকে গরুবাথান হয়ে লাভা এবং সেখান থেকে কালিম্পং পর্যন্ত যান চলাচলে নির্দেশ দিয়েছে প্রশাসন । এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুভ্রমনিয়াম টি বলেন, "লিকুভির-সহ 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে সড়কের কাজ শুরু হয়েছে । তবে তা ঝুঁকিপূর্ণ বলে বিকল্পপথে চলাচল করানো হচ্ছে সমস্ত গাড়িকে ।"

কালিম্পং, 30 জুন: ধসে বিধ্বস্ত পাহাড় ৷ টানা বৃষ্টিতে ফের ধস নামল পাহাড়ে ৷ চব্বিশ ঘণ্টায় এনিয়ে দু'বার ধস নামায় বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক ৷ এদিকে বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীরা ৷ শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে পাহাড়ের একাধিক জায়গায় ৷

পাহাড়ে ধস, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রবিবার সকালে লিকুভির, গেইলখোলা, 29 মাইল, বিরিকদাড়া-সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে ৷ সেই কারণে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেন কালিম্পং জেলাশাসক ৷ যে কারণে পেশক হয়ে কালিম্পং যাওয়ার বিকল্প পথ যাতায়াতের জন্য আবেদন করেছেন জেলাশাসক ৷ অন্যদিকে, সিকিমে যাওয়ার জন্য 10 নম্বর জাতীয় সড়কের পরিবর্তে গরুবাথান, আলগাড়া, লাভা হয়ে সিকিমে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে ধস সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন ৷ তবে ধসের পরিমাণ বেশি হওয়ায় এখনই স্বাভাবিক করা হবে না জাতীয় সড়কে যান চলাচল বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে, সিকিমে যাওয়ার জন্য 10 নম্বর জাতীয় সড়কের পরিবর্তে গরুবাথান, আলগাড়া, লাভা হয়ে সিকিমে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদিকে ধস নামার পর ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন ৷ জানা গিয়েছে তবে ধসের পরিমাণ বেশি হওয়ায় এখনই স্বাভাবিক করা হবে না জাতীয় সড়কে যান চলাচল ।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে শনিবার ভোরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে ৷ কালিম্পং জেলার লিকুভির, 27 মাইল, 29 মাইলে ধসের ঘটনা ঘটেছে । 27 মাইলে ধসের কারণে উলটে যায় একটি যাত্রীবাহী গাড়িও । ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যায় ।

এদিকে, একাধিক জায়গায় ধসের কারণে বন্ধ করে দেওয়া হয় 10 নম্বর জাতীয় সড়ক । এমনকী সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ যান চলাচল ব্যবস্থা । ফলে বেশ বিপাকে পড়েছেন পর্যটক থেকে নিত্যযাত্রীর । সেবক ব্রিজ থেকে গরুবাথান হয়ে লাভা এবং সেখান থেকে কালিম্পং পর্যন্ত যান চলাচলে নির্দেশ দিয়েছে প্রশাসন । এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুভ্রমনিয়াম টি বলেন, "লিকুভির-সহ 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে সড়কের কাজ শুরু হয়েছে । তবে তা ঝুঁকিপূর্ণ বলে বিকল্পপথে চলাচল করানো হচ্ছে সমস্ত গাড়িকে ।"

Last Updated : Jun 30, 2024, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.