কলকাতা, 27 মার্চ: বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হাত ধরে চৈত্রের প্রথম সপ্তাহে গরম মাথাচাড়া দিতে পারেনি। এবার গরম তার পরিচিত ছন্দে ফেরার ইঙ্গিত দিতে চলেছে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে । অর্থাৎ, চৈত্র মাসে গরমের এই পূর্বাভাস বৈশাখে তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এবং আলিপুর হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করছে । ফলে দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে । সঙ্গে দমকা বাতাস বইবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এই ঘূর্ণাবর্তটি বাতাসকে উপরের দিকে টেনে তুলছে ।
পাশাপাশি এই বিপরীত ঘূর্ণাবর্তটি প্রতিদিন স্থান পরিবর্তন করছে । এই স্থান পরিবর্তনের ধরন অনুসারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে কিংবা কমছে । বিপরীত ঘূর্ণাবর্ত যে বাতাস টেনে তুলছে তা দক্ষিণবঙ্গে সেভাবে প্রবেশ করছে না । বদলে তা উত্তরবঙ্গ অভিমুখী । ফলে দক্ষিণবঙ্গের তুলনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বেশি হবে ।
তবে দক্ষিণবঙ্গের উপরের জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই 24 পরগনাতে আগামী দুই থেকে তিনদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা সেভাবে না বাড়লেও তারপর তা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে । বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি এবং তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এই সময়ের বৈশিষ্ট্য । এই বৃষ্টিপাত মূলত পড়ন্ত বিকেল কিংবা সন্ধ্যাবেলা হওয়ার সম্ভাবনা থাকে । তবে এই বিপরীত ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার অবস্থানের বদল হতে পারে । এখন দক্ষিণবঙ্গের উপর এর অবস্থান নেই ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রিতে পৌঁছতে পারে । সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রিতে পৌঁছতে পারে । পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি স্পর্শ করতে পারে । উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী দু'দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ । আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :