ETV Bharat / state

খামখেয়ালি শীত, জানুয়ারির শেষে ফের ভিজতে পারে বাংলা - কেমন থাকবে আজকের আবহাওয়া

WB Weather Update: তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না ৷ তবে জানুয়ারি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷

Etv Bharat
আবহাওয়ার খবর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 7:58 AM IST

কলকাতা, 28 জানুয়ারি: ফের বৃষ্টির ভ্রুকূটি বঙ্গে । মাঘ মাসে এই নিয়ে দু'বার বৃষ্টি পেতে চলেছে রাজ্য । 31 জানুয়ারি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাসের কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিংয়ে রয়েছে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা । তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই । সর্বনিম্ন তাপমাত্রার পারদ 13 ডিগ্রির ঘরে থাকবে ।

যদিও উত্তুরে হাওয়া প্রবেশ করছে । তবে দিনের বেলায় কনকনে ঠান্ডার ভাবটা একটু কমেছে ৷ ভোর এবং সূর্যাস্তের পর সন্ধ্যা থেকে ঠান্ডার শিরশিরানি বেশ ভালোরকম অনুভূত হচ্ছে । রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ।

রবিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস । কালিম্পংয়ে 7.5, বাগডোগরায় 4.8, কোচবিহারে 6.6, জলপাইগুড়িতে 8, মালদায় তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস ।

দক্ষিণবঙ্গের ক্যানিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.1 ডিগ্রি সেলসিয়াস । বাঁকুড়ায় 10 ডিগ্রি, দিঘায় 12, শ্রীনিকেতন এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি । কাঁথিতে 13 ডিগ্রি । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ । আজ রবিবার ভোর কুয়াশাচ্ছন্ন হলেও দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. নতুন প্রকল্প শুরুর জন্য আজ শুভ যোগ কাদের জানুন রাশিফলে
  2. 7 দফা দাবি নিয়ে সোমে পথে নামছে পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটরস সংগঠন
  3. প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ ডেপুটি মেয়রের মা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

কলকাতা, 28 জানুয়ারি: ফের বৃষ্টির ভ্রুকূটি বঙ্গে । মাঘ মাসে এই নিয়ে দু'বার বৃষ্টি পেতে চলেছে রাজ্য । 31 জানুয়ারি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাসের কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিংয়ে রয়েছে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা । তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই । সর্বনিম্ন তাপমাত্রার পারদ 13 ডিগ্রির ঘরে থাকবে ।

যদিও উত্তুরে হাওয়া প্রবেশ করছে । তবে দিনের বেলায় কনকনে ঠান্ডার ভাবটা একটু কমেছে ৷ ভোর এবং সূর্যাস্তের পর সন্ধ্যা থেকে ঠান্ডার শিরশিরানি বেশ ভালোরকম অনুভূত হচ্ছে । রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ।

রবিবার দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস । কালিম্পংয়ে 7.5, বাগডোগরায় 4.8, কোচবিহারে 6.6, জলপাইগুড়িতে 8, মালদায় তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস ।

দক্ষিণবঙ্গের ক্যানিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.1 ডিগ্রি সেলসিয়াস । বাঁকুড়ায় 10 ডিগ্রি, দিঘায় 12, শ্রীনিকেতন এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি । কাঁথিতে 13 ডিগ্রি । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ । আজ রবিবার ভোর কুয়াশাচ্ছন্ন হলেও দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. নতুন প্রকল্প শুরুর জন্য আজ শুভ যোগ কাদের জানুন রাশিফলে
  2. 7 দফা দাবি নিয়ে সোমে পথে নামছে পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটরস সংগঠন
  3. প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ ডেপুটি মেয়রের মা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.