ETV Bharat / state

'সিপিএমের এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে', তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সুজনের - Lok Sabha Election

Lok Sabha Election 2024: শেষ দফার নির্বাচনেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনার খবর এল ৷ দমদম কেন্দ্রে আগের দিন রাতে সিপিএম এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠর তৃণমূলের বিরুদ্ধে ৷

Sujan Chakraborty
দমদমে এলাকা পরিদর্শনে সুজন চক্রবর্তী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 6:20 PM IST

দমদম, 01 জুন: শেষ দফা ভোটের আগের রাতে তৃণমূল সিপিএমের নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দমদমে ৷ শনিবার সকাল থেকে সেইসব এলাকা ঘুরে দেখলেন দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷ এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌগত রায় ৷ ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন বিজেপি'র শীলভদ্র দত্ত ৷

দমদমে সিপিএমের এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত)

এদিন সকাল সকাল দমদমের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন যাদবপুরের প্রাক্তন বাম বিধায়ক সুজন ৷ তিনি বলেন, "বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারছে ৷ তবে সব জায়গাতেই তৃণমূল নানারকম ভাবে বিরক্ত করার চেষ্টা করছে ৷" তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের এজেন্টদের হুমকি দেওয়ার কথাও জানান তিনি ৷

সুজন বলেন, "কাল রাতে আমি গিয়েছিলাম ৷ পানিহাটি বিধানসভায় একটি ওয়ার্ডের কয়েকটি বুথে এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে যে, বেরোলেই দেখে নেব ৷ একইরকম খড়দাতেও একটা জায়গায় করা হয়েছে ৷ কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে ৷ দমদমের বেদিয়াপাড়া নামের একটি জায়গায় কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডগোল পাকাচ্ছে ৷"

এবার লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ তবে তাতে খুব একটা সুবিধে হচ্ছে না বলে জানালেন সিপিএম প্রার্থী সুজন ৷ তিনি বলেন, "তৃণমূল বাহিনীর বাধা আছে ৷ বাহিনী আছে ৷ কিন্তু বাহিনী থাকলেই সব সময় খুব লাভ হয় না ৷"

দমদম লোকসভা কেন্দ্রটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে ৷ এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন তপন শিকদার ৷ 1998 সালে তিনি এখানে জয়ী হন ৷ তার আগে দমদম সিপিএমের দখলে ছিল ৷ 1998 থেকে 2004 সাল পর্যন্ত এই কেন্দ্রটিতে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন তপন শিকদার ৷ 2004 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ক্ষমতায় ফেরে সিপিআই(এম) ৷ জয়ী হন অমিতাভ নন্দী ৷ পরের বার অর্থাৎ 2009 অবশ্য সৌগত রায় এখানে ঘাসফুল ফোটান ৷ তিন বার তিনি এই কেন্দ্রে জয়ী হয়ে তৃণমূলের সাংসদ হয়েছেন ৷ এবারও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব ৷

দমদম, 01 জুন: শেষ দফা ভোটের আগের রাতে তৃণমূল সিপিএমের নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দমদমে ৷ শনিবার সকাল থেকে সেইসব এলাকা ঘুরে দেখলেন দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷ এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌগত রায় ৷ ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন বিজেপি'র শীলভদ্র দত্ত ৷

দমদমে সিপিএমের এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত)

এদিন সকাল সকাল দমদমের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন যাদবপুরের প্রাক্তন বাম বিধায়ক সুজন ৷ তিনি বলেন, "বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারছে ৷ তবে সব জায়গাতেই তৃণমূল নানারকম ভাবে বিরক্ত করার চেষ্টা করছে ৷" তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের এজেন্টদের হুমকি দেওয়ার কথাও জানান তিনি ৷

সুজন বলেন, "কাল রাতে আমি গিয়েছিলাম ৷ পানিহাটি বিধানসভায় একটি ওয়ার্ডের কয়েকটি বুথে এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে যে, বেরোলেই দেখে নেব ৷ একইরকম খড়দাতেও একটা জায়গায় করা হয়েছে ৷ কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে ৷ দমদমের বেদিয়াপাড়া নামের একটি জায়গায় কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডগোল পাকাচ্ছে ৷"

এবার লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ তবে তাতে খুব একটা সুবিধে হচ্ছে না বলে জানালেন সিপিএম প্রার্থী সুজন ৷ তিনি বলেন, "তৃণমূল বাহিনীর বাধা আছে ৷ বাহিনী আছে ৷ কিন্তু বাহিনী থাকলেই সব সময় খুব লাভ হয় না ৷"

দমদম লোকসভা কেন্দ্রটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে ৷ এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন তপন শিকদার ৷ 1998 সালে তিনি এখানে জয়ী হন ৷ তার আগে দমদম সিপিএমের দখলে ছিল ৷ 1998 থেকে 2004 সাল পর্যন্ত এই কেন্দ্রটিতে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন তপন শিকদার ৷ 2004 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ক্ষমতায় ফেরে সিপিআই(এম) ৷ জয়ী হন অমিতাভ নন্দী ৷ পরের বার অর্থাৎ 2009 অবশ্য সৌগত রায় এখানে ঘাসফুল ফোটান ৷ তিন বার তিনি এই কেন্দ্রে জয়ী হয়ে তৃণমূলের সাংসদ হয়েছেন ৷ এবারও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.