কলকাতা, 16 মার্চ: শুক্রবার খেজুরি থেকে নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কটাক্ষ করার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ যার পালটা আজ খেজুরিতে পালটা জনসভার কথা জানাল তৃণমূল ৷ মুখ্যমন্ত্রীকে অপমান এবং অসভ্যতার অভিযোগে এই জনসভা করবে শাসকদল ৷ যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুণাল ঘোষ ৷ তিনি জানান, "মুখ্যমন্ত্রীকে অপমানের জবাব খেজুরির মানুষ আজ রাতেই দেবে ৷ বাকিটা ভোটের বাক্স খোলার পর ৷"
এদিন কুণাল ঘোষ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মাথায় আঘাত লেগে রক্ত বেরচ্ছে ৷ আর শুভেন্দু তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে ৷ মুখ্যমন্ত্রীকে অপমান করছে ৷ খেজুরিতে গিয়ে এই সমস্ত অসভ্যতা করছে শুভেন্দু ৷ আমরা এর তীব্র নিন্দা করছি ৷ আজ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা খেজুরিতে পালটা একটা সভা করব ওই জায়গায় ৷ সেখানকার মানুষের সামনে সত্যিটা তুলে ধরবো ৷ খেজুরির মানুষ এর জবাব আজ রাতেই দেবে ৷ আর বাকিটা ভোট বাক্স খোলার পর ৷"
উল্লেখ্য, খেজুরিতে গতকাল শুভেন্দু বলেন, "মাথা খুব খারাপ ৷ মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর ধপধপ করে পড়ে যাচ্ছে ৷ মাথা ঘুরছে, লো-প্রেসার হচ্ছে, আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে ৷ পড়া তো শুরু হয়েছে উপর থেকে ৷ নীচ অবধি পড়া শুরু হয়ে যাবে ৷" শুভেন্দুর এই মন্তব্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে চোট পাওয়ার ঘটনাকে কটাক্ষ বলে অভিযোগ করেছে তৃণমূল ৷ যা নিয়ে গতকালই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে শুভেন্দুর মন্তব্যের সমালোচনা করা হয়েছে ৷
তবে শুধু তৃণমূল নয়, বিজেপির ভোজপুরী তারকা সাংসদ দীনেশলাল যাদবও শুভেন্দুর সমালোচনা করেছেন ৷ রাজ্য বিজেপির তরফে এমন অমানবিক মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন বিজেপির সাংসদ ৷ সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷
আরও পড়ুন: